ঢাকা ২৭ কার্তিক ১৪৩১, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

বেক্সিমকোর সম্পদ দেখভালে রিসিভার নিয়োগ দিতে রুল

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:২২ পিএম
বেক্সিমকোর সম্পদ দেখভালে রিসিভার নিয়োগ দিতে রুল
বেক্সিমকো

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের সব প্রতিষ্ঠান ও সম্পদ দেখভাল করতে কেন রিসিভার নিয়োগের নির্দেশ দেওয়া হবে না এবং বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠানগুলোর বকেয়া ঋণের বিবরণ কেন আদালতে দাখিল করার নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। জবাব দিতে বাংলাদেশ ব্যাংককে চার সপ্তাহ সময় দেওয়া হয়েছে। 

এক রিটের শুনানি নিয়ে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের বেঞ্চ এ রুল জারি করেন। 

শুনানিতে রিটের পক্ষে বক্তব্য উপস্থাপন করেন অ্যাডভোকেট মাসুদ আর সোবহান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেদওয়ান আহমেদ রানজীব, সহকারী অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহীন। 

বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা ছিলেন। ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর সালমান এফ রহমানকে একটি হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়। 

খালাস পেলেন তারেক রহমানের পিএস অপু

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০৫:২১ পিএম
খালাস পেলেন তারেক রহমানের পিএস অপু
মিয়া নুরুদ্দিন অপু

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব (পিএস) মিয়া নুরুদ্দিন অপুকে সন্ত্রাসবিরোধী আইনে করা এক মামলায় খালাস দিয়েছেন আদালত। 

মঙ্গলবার (১২ নভেম্বর) ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আব্দুল হালিম এ রায় দেন।

আদালত ও আইনজীবী সূত্রে জানা গেছে, অপু একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ছিলেন। ২০১৮ সালের ২৪ ডিসেম্বর নির্বাচনি প্রচারে গিয়ে তিনি হামলার শিকার হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। পরে ৪ জানুয়ারি হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে র‍্যাব মতিঝিল থানায় অর্থপাচার ও সন্ত্রাসবিরোধী আইনে তার বিরুদ্ধে মামলা করে। মামলায় তার বিরুদ্ধে ৮ কোটি ও ১০ কোটি টাকার বিভিন্ন ব্যাংকের চেক উদ্ধারের কথা উল্লেখ করা হয়। ওই টাকা দিয়ে তারা নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টার ষড়যন্ত্র করছিল বলেও অভিযোগ করা হয় মামলায়।

আজ রায় ঘোষণার পর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বলেন, ‘মামলাটি সাক্ষ্য পর্যায়ে ছিল। তবে আদালত সাক্ষ্যগ্রহণ শেষ করে অপুসহ অন্যদের খালাস দিয়েছেন। এটা একটা ভিত্তিহীন সাজানো মামলা ছিল, আজকে সেটিই প্রমাণিত হয়েছে।’

মাহমুদুল/সালমান/

ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হাইকোর্টের নির্দেশ

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০৪:৫৭ পিএম
ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হাইকোর্টের নির্দেশ
হাইকোর্ট। ফাইল ছবি

রাজধানী ঢাকাসহ দেশব্যাপী ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

স্থানীয় সরকার সচিব, স্বাস্থ্য সচিব, ঢাকার দুই সিটি করপোরেশনসহ সংশ্লিষ্টদের এ নির্দেশনা বাস্তবায়ন করে ৩০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

একই সঙ্গে ডেঙ্গু নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করতে বলেছেন আদালত। কমিটিতে বিশেষজ্ঞ ব্যক্তিদের রাখতে বলা হয়েছে। এ ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

আদালতে এদিন রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহিন এম রহমান। এর আগে, গত সপ্তাহে দেশব্যাপী ডেঙ্গু নিয়ন্ত্রণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন তিনি।

এলিস/সালমান/

শাইখ সিরাজের বিরুদ্ধে ব্রাউনিয়ার মামলা প্রত্যাহার

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০৪:৪৮ পিএম
আপডেট: ১২ নভেম্বর ২০২৪, ০৪:৫৬ পিএম
শাইখ সিরাজের বিরুদ্ধে ব্রাউনিয়ার মামলা প্রত্যাহার
ছবি: খবরের কাগজ

চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজসহ পাঁচজনের বিরুদ্ধে ঢাকার আদালতে দায়ের করা মামলা প্রত্যাহার করেছেন উপস্থাপিকা ফারজানা ব্রাউনিয়া। প্রতারণতার অভিযোগে করা মামলাটি নিষ্পত্তির আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১২ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজজামানের আদালত এই আদেশ দেন।

মামলাসূত্রে জানা যায়, গত ২ অক্টোবর ব্রাউনিয়া মামলাটি প্রত্যাহারের আবেদন করেন। ওইদিন আদালতে উপস্থিত হয়ে মামলার বিষয়টি আপস-মীমাংসা হয়ে গেছে বলে আদালতে জবানবন্দি দেন তিনি। বিচারক তার জবানবন্দি রেকর্ড করে আদেশের জন্য মঙ্গলবার দিন ধার্য করেন। এদিন বিচারক মামলাটি প্রত্যাহারের অনুমতি দেন এবং মামলাটি নিষ্পত্তি করা হলো বলে আদেশ দেন।

প্রসঙ্গত, গত ২৫ সেপ্টেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হকের আদালতে এই মামলার আবেদন করেন ব্রাউনিয়া। এসময় আদালত তার জবানবন্দি রেকর্ড করে অভিযোগের বিষয়ে তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলার আরও আসামি করা হয় আওয়ামী লীগ নেতা জহির উদ্দিন মাহমুদ মামুন, মুকিত মজুমদার বাবু, আব্দুর রশিদ মজুমদার পারভেজ ও রিয়াজ আহম্মেদ খান।

মামলার অভিযোগে বলা হয়, বাদী চ্যানেল আইতে ম্যানেজার মার্কেটিং (ইভেন্ট) পদে মাসিক এক লাখ টাকা বেতনে চাকরিতে যোগ দেন। তিনি সুনামের সঙ্গে ২০১৪ সাল থেকে স্বর্ণ কিশোরী নামে একটি অনুষ্ঠান উপস্থাপনা ও পরিচালনা করে আসছিলেন। ২০১৮ সালে কোটা আন্দোলনে ছাত্র-ছাত্রীদের পক্ষে কথা বলায় তাকে বিনা নোটিশে প্রতিষ্ঠানটিতে নিষিদ্ধ করা হয়। এরপর তিনি মৌখিকভাবে প্রতিবাদ জানালে আসামিরা জানান যতদিন পর্যন্ত তাকে লিখিতভাবে বরখাস্ত না করা হচ্ছে ততদিন পর্যন্ত তিনি মাসিক ভিত্তিতে মজুরি পাবেন। সেই হিসেবে ২০১৮ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত মোট ৭৯ লাখ টাকা মজুরি বাবদ পাওনা হকদার। পাওনা টাকার জন্য আইনি নোটিশ পাঠানো হলে আসামিরা তার কোনো জবাব না দিয়ে তাকে হুমকি দেন এবং তার কাছ থেকে ৫০ কোটি টাকা চাঁদা দাবি করেন বলেও অভিযোগ করেন তিনি।

মাহমুদুল আলম/মাহফুজ/এমএ/

ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর ৬ দিনের রিমান্ড

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ১১:৫৮ এএম
আপডেট: ১২ নভেম্বর ২০২৪, ১২:১৫ পিএম
ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর ৬ দিনের রিমান্ড
আদালতে ধীরেন্দ্র দেবনাথ সম্ভু

বরগুনা-১ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১২ নভেম্বর) বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর নিউমার্কেট থানার ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলায় শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমান রিমান্ডের আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পরিদর্শক জাহাঙ্গীর আরিপ তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন। 

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। 

আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তার ৬ দিনের রিমান্ডের আদেশ দেন।

এর আগে সোমবার রাত ৯টার দিকে রাজধানীর উত্তরা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই বিকেলে নীলক্ষেত এলাকায় পুলিশের গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহত হন। এ ঘটনায় তার স্ত্রীর ভাই আব্দুর রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

অমিয়/

বেক্সিমকো ফার্মায় রিসিভার নিয়োগের সিদ্ধান্ত স্থগিত

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ১০:৩৭ এএম
বেক্সিমকো ফার্মায় রিসিভার নিয়োগের সিদ্ধান্ত স্থগিত

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডে রিসিভার নিয়োগের সিদ্ধান্ত স্থগিত করে দিয়েছেন আপিল বিভাগ। তবে এর বাইরে বেক্সিমকো গ্রুপের অন্যান্য প্রতিষ্ঠানে রিসিভার নিয়োগে হাইকোর্টের আদেশ বহাল থাকবে বলে আদেশে বলা হয়েছে।  
 
মঙ্গলবার (১২ নভেম্বর) বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন।

বেক্সিমকো ফার্মার আইনজীবী মোস্তাফিজুর রহমান খান সাংবাদিকদের বলেন, রিসিভার নিয়োগ নিয়ে জারি করা রুল দুই সপ্তাহের মধ্যে হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বে ডিভিশন বেঞ্চকে নির্দেশ দিয়েছেন আদালত।

এর আগে ৫ সেপ্টেম্বর এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রুলসহ আদেশ দেন। এতে বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি সংযুক্ত করতে এবং গ্রুপটির কোম্পানিগুলোর ব্যবস্থাপনায় ছয় মাসের জন্য রিসিভার নিয়োগ দিতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দেওয়া হয়। একইসঙ্গে বিভিন্ন ব্যাংক থেকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রতিষ্ঠাতা সালমান এফ রহমানের নেওয়া অর্থ আদায় করতে ও বিদেশে পাঠানো অর্থ দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দেওয়া হয়।

অমিয়/