সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের সব প্রতিষ্ঠান ও সম্পদ দেখভাল করতে কেন রিসিভার নিয়োগের নির্দেশ দেওয়া হবে না এবং বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠানগুলোর বকেয়া ঋণের বিবরণ কেন আদালতে দাখিল করার নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। জবাব দিতে বাংলাদেশ ব্যাংককে চার সপ্তাহ সময় দেওয়া হয়েছে।
এক রিটের শুনানি নিয়ে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের বেঞ্চ এ রুল জারি করেন।
শুনানিতে রিটের পক্ষে বক্তব্য উপস্থাপন করেন অ্যাডভোকেট মাসুদ আর সোবহান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেদওয়ান আহমেদ রানজীব, সহকারী অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহীন।
বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা ছিলেন। ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর সালমান এফ রহমানকে একটি হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়।