বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ আসামিদের বিরুদ্ধে দায়ের হওয়া বহুল আলোচিত নাইকো দুর্নীতি মামলায় রাষ্ট্রপক্ষের সব সাক্ষীকে আগামী ১২ সেপ্টেম্বরের (বৃহস্পতিবার) মধ্যে হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত।
রবিবার (৮ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান এই আদেশ দেন।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আইনজীবী আব্দুল হান্নান ভূঁইয়া এই তথ্য নিশ্চিত করে জানান, মামলার তদন্ত কর্মকর্তাসহ আসামিদের হাজির করতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) আদালত এই নির্দেশ দেন।
রবিবার এই মামলায় কোনো সাক্ষী সাক্ষ্য দিতে আদালতে হাজির না হওয়ায় সময়ের আবেদন করে দুদক। কমিশনের আইনজীবী ফাতেমা খানম নীলা এই আবেদন করেন। এদিকে খালেদা জিয়ার পক্ষের আইনজীবীরা সাক্ষাৎ সম্পন্ন করার আবেদন করেন।
আদালতকে তারা বলেন, পরপর তিনটি ধার্য তারিখে কমিশন সাক্ষী হাজির করেনি। দুর্নীতিবিরোধী সংস্থাটি এভাবে আসামিদের হয়রানি করছে। তাই মামলায় সাক্ষ্য সম্পন্ন করে আসামিদের খালাস দেওয়া হোক। উভয়পক্ষের শুনানি শেষে আদেশ দেন আদালত।
মামলা সূত্রে জানা গেছে, মামলায় এখন পর্যন্ত বাদীসহ দুইজনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। দুই সাক্ষীর মধ্যে বাপেক্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আব্দুল বাকী আংশিক সাক্ষ্য দিয়েছেন।
খালেদা জিয়া ছাড়া মামলার অন্য আসামিরা হলেন- বিএনপি সরকার আমলের মুখ্য সচিব কামাল উদ্দীন সিদ্দিকী, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সিএম ইউসুফ হোসাইন, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন ও বাগেরহাটের সাবেক সংসদ সদস্য এমএএইচ সেলিম।
সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ৯ ডিসেম্বর রাজধানীর তেজগাঁও থানায় এই মামলা করে কমিশন।
মাহমুদুল আলম/অমিয়/