ঢাকা ২৪ আশ্বিন ১৪৩১, বুধবার, ০৯ অক্টোবর ২০২৪

হাসানুল হক ইনু ও শাজাহান খান কারাগারে

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৯ পিএম
হাসানুল হক ইনু ও শাজাহান খান কারাগারে
হাসানুল হক ইনু ও শাজাহান খান

সাবেক দুই মন্ত্রী হাসানুল হক ইনু ও শাজাহান খানকে আদালত থেকে কারাগারে পাঠানো হয়েছে। তাদের মধ্যে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর রিমান্ড মঞ্জুর করা হলেও আপাতত তাকে কারাগারে পাঠানো হয়েছে। আর শাজাহান খানকে এক মামলায় রিমান্ডের মধ্যে তিনি অসুস্থ হয়ে পড়ায় আদালতের অনুমতি নিয়ে তাকেও কারাগারে পাঠানো হয়।

রবিবার (৮ সেপ্টেম্বর) ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে দায়িত্বরত পুলিশের ওসি (হাজত) মুরাদ হোসেন তাদের কারাগারে পাঠানোর তথ্য নিশ্চিত করেন।

আদালতসূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে রাজধানীর আইডিয়াল কলেজের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় ইনুর ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব লালবাগ থানার এই মামলায় তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়ে রবিবার এই আদেশ দেন। এই মামলায় তাকে ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আর তার আইনজীবী রিমান্ড আবেদনের বিরোধিতা করে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি নিয়ে আদেশ দেন আদালত।

এদিকে বৈষম্যবিরোধী সাম্প্রতিক আন্দোলনের মিছিলে গুলিতে আব্দুল মোতালিব নিহতের ঘটনায় করা মামলায় রিমান্ডে ছিলেন শাজাহান খান। রাজধানীর ধানমন্ডি থানার ওই হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে ৭ দিনের রিমান্ডে ছিলেন তিনি। তবে রিমান্ড শেষ না করেই কারাগারে পাঠানো হয়েছে তাকে। 

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দার এই আদেশ দেন। 

রিমান্ড চলাকালে শাজাহান খান অসুস্থ হয়ে পড়ায় তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার সাব-ইন্সপেক্টর খোকন মিয়া। 

সাবের হোসেন চৌধুরীর জামিন

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ০৭:৪৮ পিএম
আপডেট: ০৮ অক্টোবর ২০২৪, ০৭:৪৯ পিএম
সাবের হোসেন চৌধুরীর জামিন
আদালত প্রাঙ্গণে সাবের হোসেন চৌধুরী। ছবি : খবরের কাগজ

ছয় মামলায় জামিন পেয়েছেন সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। 

মঙ্গলবার (৮ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান তার জামিন মঞ্জুর করেন।

সাবের হোসেন চৌধুরীর আইনজীবী মোরশেদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজধানীর নয়াপল্টনে সংঘর্ষে বিএনপির কর্মী মকবুল হোসেন হত্যার অভিযোগে করা এক মামলায় সাবের হোসেন চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। প্রায় দুই বছর আগের ওই ঘটনায় করা মামলায় গতকাল সোমবার তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পরের দিন মঙ্গলবার বিকেলে পুলিশ তাকে আদালতে হাজির করে। 

মোরশেদ হোসেন জানান, আদালতকে পুলিশ জানায়, সাবের হোসেন চৌধুরী অসুস্থ। তখন তিনি রাজধানীর খিলগাঁও থানায় করা চারটি এবং পল্টন থানায় দায়ের করা দুটি হত্যা মামলায় সাবের হোসেনের জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত ছয়টি মামলার সবগুলোতে তার জামিন মঞ্জুর করেন।

তিনি আরও বলেন, ‘এই ছয়টি ছাড়া আর কোনো মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়নি। তাই যেকোনো সময় তিনি মুক্তি পেতে পারেন।’

এর আগে গত রবিবার (৬ অক্টোবর) রাজধানীর গুলশানের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মাহমুদুল আলম/সালমান/

সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মিকে আদালতে হাজির হতে সমন

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ০৬:৩৮ পিএম
সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মিকে আদালতে হাজির হতে সমন
সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুমের (ঊর্মি)। ছবি: সংগৃহীত

সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুমের (ঊর্মি) বিরুদ্ধে মানহানির অভিযোগ আনা একটি মামলা গ্রহণ করেছেন ঢাকার আদালত। মামলাটি গ্রহণ করে তাকে আগামী ২৮ নভেম্বর আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনে আবু সাঈদসহ নিহত অন্যদের নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে তার বিরুদ্ধে মঙ্গলবার (৮ অক্টোবর) এ মামলা করা হয়।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালত মামলাটি গ্রহণ করে এ সমন জারি করেন। আদালতে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ এ মামলা করেন। আদালত তার জবানবন্দি গ্রহণ করে এ আদেশ দেন। আবু হানিফের আইনজীবী মো. খাদেমুল ইসলাম আদালত থেকে বের হওয়ার পর বিষয়টি নিশ্চিত করেন।

মামলায় উল্লেখ করা হয়, ঊর্মি শুধু আবু সাঈদসহ আন্দোলনে নিহত অন্যান্যদের অবমাননা করেছেন তা নয়। তিনি  সরকারের দায়িত্বশীল পদে থাকা সত্ত্বেও ছাত্র-গণআন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকার ও সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধেও অবমাননাকর বক্তব্য ফেসবুকে লেখেন। যার মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেফারেন্সের ভিত্তিতে সংবিধান সম্মতভাবে গঠিত একটি সরকারপ্রধান সম্পর্কে বিষোদগার করা হয়েছে এবং সরকার উৎখাতের হুমকি দিয়ে জনমনে ভীতি সৃষ্টি করা হয়েছে।

মাহমুদুল আলম/এমএ/

স্ত্রীসহ সাবেক এমপি তানভীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ০৪:২৭ পিএম
স্ত্রীসহ সাবেক এমপি তানভীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক সংসদ সদস্য (এমপি) তানভীর ইমাম ও তার স্ত্রী মাহিন ইমামের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৮ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত এই আদেশ দেন।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচটি ইমামের ছেলে তানভীর ইমামের বিরুদ্ধে কমিশনের উপপরিচালক মুহাম্মদ জয়নুল আবেদীন এই আবেদন করেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মীর আহমেদ আলী সালাম। আদালত থেকে বের হওয়ায় পর তিনি এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, সাবেক এই সংসদ সদস্য ও তার স্ত্রীর বিরুদ্ধে কমিশন দুর্নীতিবিষয়ক অভিযোগের তদন্ত করছে। তদন্তের মধ্যে তিনি বিদেশে চলে যেতে পারেন- এমন আশঙ্কার কারণে আদালতে নিষেধাজ্ঞার আবেদন করা হয়।

মাহমুদুল আলম/সালমান/

সেই নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলার আবেদন

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ০৪:১৩ পিএম
সেই নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলার আবেদন
তাপসী তাবাসসুম ঊর্মি

সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তাপসী তাবাসসুম ঊর্মির বিরুদ্ধে মানহানির অভিযোগ এনে মামলার আবেদন করা হয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালতে এই আবেদন করেন আইনজীবী মো. খাদেমুল ইসলাম। 

গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফের পক্ষে এই আবেদন করেন তিনি।

আদালত বাদীর জবানবন্দি রেকর্ড শেষে এ বিষয়ে পরে আদেশ দেওয়া হবে বলে জানান।

মামলায় উল্লেখ করা হয়েছে, গত ৫ অক্টোবর ঊর্মি কেবল আন্দোলনে নিহতদের বিরুদ্ধে নয়, সরকারের দায়িত্বশীল পদে থাকা সত্ত্বেও ছাত্র আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকার ও সরকারপ্রধান নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধেও অবমাননাকর বক্তব্য ফেসবুকে লেখেন।

আবেদনে উল্লেখ করা হয়, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেফারেন্সের ভিত্তিতে সংবিধান সম্মতভাবে গঠিত একটি সরকারপ্রধান সম্পর্কে বিষোদগার করা হয়েছে এবং সরকার উৎখাতের হুমকি দিয়ে জনমনে ভীতি সৃষ্টি করা হয়েছে।

মাহমুদুল আলম/সালমান/

সালমান-ইনু-পলক-দীপু-মেনন আবারও রিমান্ডে

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ০১:০২ পিএম
আপডেট: ০৮ অক্টোবর ২০২৪, ০২:২২ পিএম
সালমান-ইনু-পলক-দীপু-মেনন আবারও রিমান্ডে
সাবেক তিন মন্ত্রী রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু ও দীপু মনি এবং সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

সাবেক তিন মন্ত্রী রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু ও দীপু মনি এবং সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক ডিসি (ডিবি) মশিউর রহমানের আবারও বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

মঙ্গলবার (৮ অক্টোবর) বিভিন্ন মামলায় কারাগারে থাকা অবস্থায় নতুন মামলায় তাদের বিষয়ে এই আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজা।

এদিন তাদেরকে আদালতে হাজির করে নতুন মামলার সুষ্ঠু তদন্তের জন্য রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। 

শুনানিতে তদন্তকারী কর্মকর্তার আবেদনের বিরোধিতা করে জামিনের আবেদন করেন আসামিদের আইনজীবীরা। উভয়পক্ষের শুনানি নিয়ে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড মঞ্জুর হওয়া এসব মামলার মধ্যে বৈষম্যবিরোধী আন্দোলনকালে গুলিতে সাকিব হাসান নিহতের ঘটনায় করা মামলায় দীপু মনি ও পলকের সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। যাত্রাবাড়ী থানায় মামলায় আদালত এই নির্দেশ দেন। 

এই থানার আরেক মামলায় ইমন হোসেন গাজী নিহতের ঘটনায় দীপু মনি, পলক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনুর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

যাত্রাবাড়ী থানার আরেক মামলায় মাহমুদুল হাসান জয় (১৪) নিহতের ঘটনায় সালমান এফ রহমান ও পলকের সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

আর রফিকুল ইসলাম নিহতের ঘটনায় যাত্রাবাড়ী থানায় করা অন্য একটি মামলায় মশিউর রহমানের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এদিকে আদালত রাজধানীর নিউমার্কেট থানা এলাকায় মাজেদুল হত্যাচেষ্টা মামলায় পলকের আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মাহমুদুল আলম/অমিয়/