ঢাকা ১৯ আশ্বিন ১৪৩১, শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪

ত্বকী হত্যা মামলা আজমেরী ওসমানের গাড়িচালক জামশেদ ৫ দিনের রিমান্ডে

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১১ পিএম
আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১১ পিএম
আজমেরী ওসমানের গাড়িচালক জামশেদ ৫ দিনের রিমান্ডে
নারায়ণগঞ্জের তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলায় আজমেরী ওসমানের গাড়িচালক জামশেদ শেখ পাঁচ দিনের রিমান্ডে। ছবি : খবরের কাগজ

নারায়ণগঞ্জের মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলায় আজমেরী ওসমানের গাড়িচালক জামশেদ শেখকে পাঁচ দিনের রিমান্ডে পেয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। 

বুধবার (১১ সেপ্টেম্বর) ভোরে ঢাকার মিরপুর থেকে জামশেদকে গ্রেপ্তার করা হয়। দুপুরে নারায়ণগঞ্জ আমলি আদালতে তোলা হয়। এ সময় র্যাব আদালতকে জানায়, জামশেদ শেখ ত্বকী হত্যার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন, তাকে সাত দিনের জন্য রিমান্ডে নেওয়া দরকার। শুনানি শেষে বিচারক কাউসার আলম পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালত পুলিশের পরিদর্শক আব্দুর রশীদ জানান, এ নিয়ে গত তিন দিনে চারজনকে গ্রেপ্তার করেছেন র্যাব-১১ সদস্যরা। গত মঙ্গলবার মো. শাফায়েত হোসেন শিপন, মামুন মিয়া ও মো. কাজল হাওলাদারকে আদালতে হাজির করে ছয় দিনের রিমান্ডে পেয়েছে র্যাব। 

ত্বকী হত্যা মামলা আইনজীবী প্রদীপ ঘোষ বলেন, ‘মামলাটির আসামিরা দীর্ঘদিন পালিয়ে ছিলেন। ত্বকী হত্যায় জড়িত সব আসামিকে দ্রুত গ্রেপ্তারের জন্য আমরা আদালতকে জানিয়েছি। শিগগিরই আদালতে অভিযোগপত্র দাখিলেরও প্রার্থনা করেছি। একই সঙ্গে আসামিদের জামিন না দিতে আদালতে আবেদন করেছি।’

মামলার বাদী নিহত ত্বকীর বাবা সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি বলেন, পতন হওয়া সরকারের আশ্রয়ে থাকায় ত্বকী হত্যায় জড়িত ব্যক্তিদের পরিচয় প্রকাশের পরও বিগত বছরগুলোতে তাদের গ্রেপ্তার করা হয়নি।

মেধাবী ছাত্র ত্বকী ২০১৩ সালের ৬ মার্চ নগরীর শায়েস্তা খাঁ রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। এরপর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী শাখা খাল থেকে ত্বকীর লাশ উদ্ধার করে পুলিশ। সে সময় দেশব্যাপী এ ঘটনা আলোচিত হয়। এ ঘটনায় ত্বকীর বাবা রফিউর রাব্বি হত্যা মামলা করেন। নারায়ণগঞ্জে হরতাল পালন করা হয়। এ ছাড়া মানববন্ধন ও সমাবেশ করাসহ নানা প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।

পরে হাইকোর্টের নির্দেশে মামলা তদন্তের দায়িত্ব পায় র্যাব। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করে সংস্থাটি। তাদের মধ্যে ইউসুফ হোসেন লিটন ও সুলতান শওকত ভ্রমর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তারা বলেন, আজমেরী ওসমানের নেতৃত্বে ত্বকীকে অপহরণের পর হত্যা করা হয়। এ সময় আজমেরী ওসমানের টর্চার সেলে অভিযান চালিয়ে ত্বকীর রক্তমাখা প্যান্ট উদ্ধার করা হয়। 

হত্যাকাণ্ডের এক বছর পর ২০১৪ সালে ৮ মার্চ তৎকালীন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান সংবাদ সম্মেলন করে উল্লেখ করেন ত্বকী হত্যায় অংশ নেন সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ভাতিজা আজমেরীসহ ১১ জন। দ্রুত আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে বলেও জানান তিনি। কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে তা আর হয়ে ওঠেনি।

সাধন-সমীর-এনামুল রিমান্ডে, মুর্শেদী কারাগারে

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৪, ১০:৫৯ পিএম
সাধন-সমীর-এনামুল রিমান্ডে, মুর্শেদী কারাগারে

বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক পৃথক মামলায় সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ও  কৃষকলীগের সভাপতি সমীর চন্দের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অন্যদিকে যুবদল নেতা শামীম হত্যা মামলায় রাজধানীর পল্টন থানা আওয়ামী লীগের সভাপতি মো. এনামুল হক আবুলের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ ছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক একটি হত্যা মামলায় খুলনা-৪ আসনের সাবেক এমপি আব্দুস সালাম মুর্শেদীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 

পুলিশের আবেদনের ওপর শুনানি নিয়ে শুক্রবার (৪ অক্টোবর) ঢাকার আদালত এসব আদেশ দেন।

এর মধ্যে নওগাঁ-১ আসনের সাবেক সংসদ সদস্য সাধন চন্দ্র মজুমদারের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। আন্দোলনের মধ্যে রাজধানীর কারওরানবাজার এলাকায় শিক্ষার্থী রমিজ উদ্দিন রূপকে (২১) গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় আদালত এই আদেশ দেন। তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ও বাড্ডা থানার উপপরিদর্শক সৈয়দ ইমরুল সাহেদ ১০ দিন রিমান্ডে চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন হোসাইন ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত বৃহস্পতিবার রাতে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী।

অন্যদিকে আন্দোলনের মধ্যে রাজধানীর বাড্ডায় দুলাল সরদার নামে একজনকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় কৃষকলীগের সভাপতি সমীর চন্দের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তা ও বাড্ডা থানার উপপরিদর্শক সৈয়দ ইমরুল সাহেদ শুক্রবার তাকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আবেদনের ওপর শুনানি নিয়ে আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা। গত বৃহস্পতিবার দিনগত রাত ১টার দিকে সমীর চন্দকে গ্রেপ্তার করা হয় বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী।

রিমান্ড মঞ্জুর হওয়া মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আসামি ৪৫ জন। মামলায় উল্লেখ করা হয়, আন্দোলনের মধ্যে গত ১৮ জুলাই সকাল ১০টায় রাজধানীতে ব্র্যাক ইউনিভার্সিটির সামনে হাজার হাজার ছাত্র-জনতা মিছিল করেন। তখন শেখ হাসিনার নির্দেশে অন্য আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ অংশগ্রহণে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ছাত্র-জনতার ওপর গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে মো. দুলাল সরদার মারা যান। আর যুবদল নেতা শামীম হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. এনামুল হক আবুলের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার তাকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে ১০ দিন রিমান্ডে চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন হোসাইন আদেশ দেন। গত বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হয়।
সালাম মুর্শেদী কারাগারে

বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে পোশাককর্মী রুবেলকে হত্যা মামলায় খুলনা-৪ আসনের সাবেক এমপি আব্দুস সালাম মুর্শেদীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রাজধানীর আদাবর থানায় করা মামলায় শুক্রবার ২ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করলে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। মঙ্গলবার রাতে রাজধানী ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী। পর দিন বুধবার আদালত তার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে শুক্রবার তাকে আদালতে তোলা হয়।

 

বিচার বিভাগ সংস্কার কমিশন গঠন

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৪, ০৮:২০ পিএম
বিচার বিভাগ সংস্কার কমিশন গঠন

বিচার বিভাগকে স্বাধীন, নিরপেক্ষ ও কার্যকর করতে বিচার বিভাগ সংস্কার কমিশন গঠন করা হয়েছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমানকে প্রধান করে এই কমিশন গঠন করে গত বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বিচার বিভাগ সংস্কার কমিশনের সদস্যরা হলেন বিচারপতি এমদাদুল হক (হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এবং সাবেক জেলা ও দায়রা জজ), বিচারপতি ফরিদ আহমেদ শিবলী (হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এবং সাবেক জেলা ও দায়রা জজ), সাইয়েদ আমিনুল ইসলাম (সাবেক জেলা ও দায়রা জজ এবং সুপ্রিম কোর্টের সাবেক রেজিস্ট্রার), মাজদার হোসেন (সাবেক জেলা ও দায়রা জজ এবং মাজদার হোসেন বনাম রাষ্ট্র মামলার বাদী), তানিম হোসেন শাওন (সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট), কাজী মাহফুজুল হক (সুপন), অ্যাসোসিয়েট প্রফেসর, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শিক্ষার্থী প্রতিনিধি।

প্রজ্ঞাপনে বলা হয়, কমিশন সংশ্লিষ্ট সব মতামত বিবেচনা করে পরবর্তী ৯০ দিনের মধ্যে তৈরি প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে। কমিশনের কার্যালয় সরকার নির্ধারণ করবে। কমিশনের প্রধান ও সদস্যরা সরকার কর্তৃক নির্ধারিত সরকারি পদমর্যাদা, বেতন বা সম্মানী ও সুযোগ-সুবিধা পাবেন। তবে শর্ত থাকে যে কমিশন প্রধান বা কোনো সদস্য অবৈতনিক হিসেবে দায়িত্ব পালন করতে চাইলে বা সুযোগ-সুবিধা নিতে না চাইলে তা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অনুমোদন করতে পারবেন।

প্রজাতন্ত্রের সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় বা বিভাগ বা দপ্তর বা সংস্থা কমিশনের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় তথ্যউপাত্ত সরবরাহসহ সব ধরনের সহযোগিতা করা হবে।

কমিশন প্রয়োজনে উপযুক্ত ব্যক্তিকে কমিশনের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে পারবে। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এ কমিশনকে সাচিবিক সহায়তা করবে।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতি কারাগারে

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৪, ১০:০৭ পিএম
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতি কারাগারে
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মোদ্দাসের খান জ্যোতি

বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক এক মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মোদ্দাসের খান জ্যোতিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আন্দোলনের মধ্যে গুলিতে গার্মেন্টসকর্মী আশরাফুল ইসলামকে হত্যার অভিযোগে আশুলিয়া থানায় করা মামলায় বৃহস্পতিবার (৩ অক্টোবর) এই আদেশ দেন আদালত।

রিমান্ড শেষে এদিন তাকে ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে মামলার তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। আবেদনের ওপর শুনানি নিয়ে ঢাকার অতিরিক্ত জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কেএম মহিউদ্দিন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, গার্মেন্টসকর্মী আশরাফুল ইসলাম আন্দোলনের মধ্যে গত ৫ আগস্ট ঢাকার আশুলিয়ায় গুলিতে নিহত হন। ওই ঘটনায় নিহতের ভাই নাছির উদ্দিন আশুলিয়া থানায় এ মামলা করেন। 

মাহমুদুল আলম/এমএ/

শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকায় আরও হত্যা মামলা

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৪, ০৯:৫৩ পিএম
আপডেট: ০৩ অক্টোবর ২০২৪, ০৯:৫৪ পিএম
শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকায় আরও হত্যা মামলা

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ফুলবাড়িয়া এলাকায় এক রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকায় আরও একটি হত্যা মামলা হয়েছে। 

রিকশাচালক মনিরুজ্জামান মনিরকে গুলি করে হত্যার অভিযোগে বৃহস্পতিবার (৩ অক্টোবর) শেখ হাসিনাসহ ২৬ জনের বিরুদ্ধে এ মামলা করা হয়। 

নিহতের বোন নিলুফার ইয়াসমিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামানের আদালতে এ মামলা করেন। আদালত তার জবানবন্দি রেকর্ড করে শাহবাগ থানা পুলিশকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন—আওয়ামী লীগ আমলের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক প্রধান হারুন অর রশীদ।

নিলুফার ইয়াসমিনের আইনজীবী আব্দুল হান্নান ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত ৫ আগস্ট রাজধানীর ফুলবাড়িয়া এলাকায় গুলিবিদ্ধ হন মনিরুজ্জামান মনির। তাকে ঢাকা মেডিকেল  কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় এ মামলা করা হয়।

মাহমুদুল আলম/এমএ/

স্বর্ণ চোরাচালান মামলায় যুবকের ১০ বছর কারাদণ্ড

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৪, ০৯:২৫ পিএম
স্বর্ণ চোরাচালান মামলায় যুবকের ১০ বছর কারাদণ্ড

স্বর্ণ চোরাচালান মামলায় লুৎফুর রহমান (৪০) নামে এক যুবককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।  

বৃহস্পতিবার (৩ অক্টোবর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. জাকির হোসেনের আদালত এ রায় দেন।

মামলা নথি থেকে জানা যায়, শারজাহ থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২০১৮ সালের ১০ ডিসেম্বর একটি ফ্ল্যাইটে আসেন কক্সবাজার মহেশখালীর লুৎফর রহমান। পরে তার কাছে থাকা খেলনা গাড়ির ভেতর থেকে ১ হাজার ৪০৬ গ্রাম স্বর্ণ উদ্ধার করে কাস্টমস কর্তৃপক্ষ। ২৪ ক্যারেটের এ স্বর্ণের মূল্য ৬০ লাখ টাকা। 

এ ঘটনায় পতেঙ্গা থানায় কাস্টমস কর্তৃপক্ষ বাদী হয়ে মামলা করে।  

মহানগর দায়রা জজ আদালতের কর্মকর্তা দীপেন দাশগুপ্ত জানান, ১১ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে দোষী প্রমাণিত হওয়ায় আসামি লুৎফুর রহমানকে ১০ বছরের কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৪ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়ের সময় আসামি অনুপস্থিত ছিলেন। তার বিরুদ্ধে সাজা পরোয়ানা মূলে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত।