সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় গ্রেনেড হামলা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলাসহ সিলেটে জঙ্গি হামলার চারটি মামলায় জামিন পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
গতকাল বুধবার (১১ সেপ্টেম্বর) সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার শুনানি শেষে বাবরের জামিন মঞ্জুর করেন। তার পক্ষের আইনজীবী শহীদুজ্জামান চৌধুরী এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি খবরের কাগজকে বলেন, ‘সিলেটে চারটি মামলার আসামি বাবর। তার জামিনের আবেদন করা হলে চারটি মামলা শুনানির পর আদালত জামিন মঞ্জুর করেন। তিনি বর্তমানে কাশিমপুর কারাগারে আছেন। শারীরিকভাবে অসুস্থ থাকায় তিনি আদালতে হাজির থাকতে পারেননি।’
আদালতের বেঞ্চ সহকারীর দপ্তর থেকে জানা গেছে, গত ৪ সেপ্টেম্বর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের জামিন শুনানির আবেদন করেছিলেন তার পক্ষের আইনজীবী। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত জামিন শুনানির তারিখ নির্ধারণ করেছিলেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০০৪ সালের ২১ জুন সুরঞ্জিত সেনগুপ্তের নির্বাচনি এলাকা সুনামগঞ্জের দিরাই বাজারে জনসভায় গ্রেনেড হামলা হয়। জনসভায় তখন বক্তব্য দিচ্ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। গ্রেনেড হামলায় তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান। এ ঘটনায় দিরাই থানার উপপরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে গ্রেনেড হামলার মাধ্যমে হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা করেছিলেন। দুটো মামলার অধিকতর তদন্তে বাবরকে অভিযুক্ত করা হয়েছিল।
অপর দুটো মামলা হচ্ছে সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা ও বিস্ফোরক আইনে করা মামলা। ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া নিহতের ঘটনায় দুটো মামলায় অধিকতর তদন্তে বাবরকে অভিযুক্ত করা হয়েছিল।