ঢাকা ২১ জ্যৈষ্ঠ ১৪৩২, বুধবার, ০৪ জুন ২০২৫
English

৪ মামলায় জামিন পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৭ পিএম
আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৭ পিএম
৪ মামলায় জামিন পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর (ফাইল ছবি)

সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় গ্রেনেড হামলা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলাসহ সিলেটে জঙ্গি হামলার চারটি মামলায় জামিন পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

গতকাল বুধবার (১১ সেপ্টেম্বর) সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার শুনানি শেষে বাবরের জামিন মঞ্জুর করেন। তার পক্ষের আইনজীবী শহীদুজ্জামান চৌধুরী এ বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি খবরের কাগজকে বলেন, ‘সিলেটে চারটি মামলার আসামি বাবর। তার জামিনের আবেদন করা হলে চারটি মামলা শুনানির পর আদালত জামিন মঞ্জুর করেন। তিনি বর্তমানে কাশিমপুর কারাগারে আছেন। শারীরিকভাবে অসুস্থ থাকায় তিনি আদালতে হাজির থাকতে পারেননি।’

আদালতের বেঞ্চ সহকারীর দপ্তর থেকে জানা গেছে, গত ৪ সেপ্টেম্বর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের জামিন শুনানির আবেদন করেছিলেন তার পক্ষের আইনজীবী। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত জামিন শুনানির তারিখ নির্ধারণ করেছিলেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০০৪ সালের ২১ জুন সুরঞ্জিত সেনগুপ্তের নির্বাচনি এলাকা সুনামগঞ্জের দিরাই বাজারে জনসভায় গ্রেনেড হামলা হয়। জনসভায় তখন বক্তব্য দিচ্ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। গ্রেনেড হামলায় তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান। এ ঘটনায় দিরাই থানার উপপরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে গ্রেনেড হামলার মাধ্যমে হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা করেছিলেন। দুটো মামলার অধিকতর তদন্তে বাবরকে অভিযুক্ত করা হয়েছিল।

অপর দুটো মামলা হচ্ছে সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা ও বিস্ফোরক আইনে করা মামলা। ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া নিহতের ঘটনায় দুটো মামলায় অধিকতর তদন্তে বাবরকে অভিযুক্ত করা হয়েছিল।

মোল্লা মাসুদসহ ৩ জন রিমান্ড শেষে কারাগারে

প্রকাশ: ০৩ জুন ২০২৫, ০৭:৪৮ পিএম
মোল্লা মাসুদসহ ৩ জন রিমান্ড শেষে কারাগারে
ছবি: সংগৃহীত

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী আবু রাসেল ওরফে মোল্লা মাসুদসহ ৩ জনকে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) ঢাকার এডিশনাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান ওই আদেশ দেন। 

অন্যরা হলেন— এম এ এস শরিফ (২৫) ও মো. আরাফাত ইবনে মাসুদ (৪৩)।

এর আগে হাতিঝিল থানায় অস্ত্র আইনে দায়ের করা মামলায়  রিমান্ডে নিয়ে ছয়দিন জিজ্ঞাসাবাদ শেষে আদালতে হাজির করেন তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক রিয়াদ আহমেদ।  

এক প্রতিবেদনে দাখিল করে আসামিদের কারাগার আটক রাখার আবেদন করেন। 

তাদের আইনজীবী জামিন চেয়ে আবেদন করলে তা নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। 

গত ২৮ মে তাদের আদালতে হাজির করে দশদিন রিমানন্ডে নেওয়ার আবেদন করা হলে তিনজনের ছয়দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়। একইসঙ্গে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের আটদিন রিমান্ডে নেওয়ার আদেশ দেওয়া হয়‌। সুব্রত বর্তমানে রিমান্ডে আছেন।

এর আগের দিন মঙ্গলবার (২৭ মে) বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে গ্রেপ্তার করে। তাদের দেওয়া তথ্যমতে হাতিরঝিল থানাধীন নতুন রাস্তা এলাকা থেকে একইদিন বিকাল ৩টার দিকে আসামি এম এ এস শরীফ ও মো. আরাফাত ইবনে নাসিরকে গ্রেপ্তার করা হয়। 

অভিযানের সময় তাদের কাছ থেকে পাঁচটি বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন, ৫৩টি গুলি এবং একটি স্যাটেলাইট ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়।

প্রসঙ্গত, ২০০১ সালে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আসামি সুব্রত বাইন ও তার সহযোগী মোল্লা মাসুদসহ ২৩ জন শীর্ষ সন্ত্রাসীর নাম ঘোষণা করে। তাদের ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কারের ঘোষণা দেওয়া হয়। তারা সন্ত্রাসী বাহিনী সেভেন স্টার গ্রুপ পরিচালনা করতো।

এম এ জলিল উজ্জ্বল/এমএ/

ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রীর ফ্ল্যাট-বাড়ি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ

প্রকাশ: ০৩ জুন ২০২৫, ০৭:০৪ পিএম
ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রীর ফ্ল্যাট-বাড়ি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
খবরের কাগজ গ্রাফিকস

ডিজেএফআইয়ের সাবেক ডিজি মেজর জেনারেল সাইফুল আলম ও তার স্ত্রী লুবনা আফরোজের নামে থাকা আনুমানিক ৪ কোটি ৫২ লাখ টাকা মূল্যের আশুলিয়ায় থাকা ৯ তলা বাড়ি, পল্লবীতে থাকা একটি ফ্ল্যাট ও ২৩ শতাংশ জমি জব্দ করাসহ তাদের নামে থাকা ৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, দুদকের উপপরিচালক তাহাসীন মুনাবীল হক এ আবেদন করেন। 

আবেদনে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আহাদায় করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। অনুসন্ধানে জানা গেছে, দুদকের অনুসন্ধান শুরুর পর সংশ্লিষ্টরা তাদের নামীয় ফ্ল্যাট ও ৯ তলা বাড়ি হেবা দলিলের মাধ্যমে তাদের দুই মেয়েকে প্রদান করে স্থাবর সম্পদ গোপন করার চেষ্টা করছেন। এ ছাড়া ব্যাংক হিসাবের অর্থ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। তারা যাতে উক্ত ফ্ল্যাট, বাড়ি এবং ব্যাংক হিসাবের অর্থ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করতে না পারে তার জন্য  স্থাবর সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেওয়া প্রয়োজন। 

জলিল/মেহেদী/

জিয়াউল আহসানের স্ত্রীর জমি ক্রোক, ব্যাংক হিসাব ফ্রিজ

প্রকাশ: ০৩ জুন ২০২৫, ০৬:৩৫ পিএম
আপডেট: ০৩ জুন ২০২৫, ০৬:৫৪ পিএম
জিয়াউল আহসানের স্ত্রীর জমি ক্রোক, ব্যাংক হিসাব ফ্রিজ
খবরের কাগজ গ্রাফিকস

জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্রের (এনটিসিএম) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের স্ত্রী নুসরাত জাহানের ১৬৪ শতাংশ জমি জব্দ করা হয়েছে। একই সঙ্গে তার নামে চারটি ব্যাংকে থাকা তিন কোটি ১৩ লাখ ২০ হাজার টাকা অবরুদ্ধ (ফ্রিজ) করার আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন। 

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, দুদকের উপপরিচালক মো. জাবেদ হোসেন সজল এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধ করার আদেশ চেয়ে আবেদন করেন। 

এর আগে গত ২৪ এপ্রিল জিয়াউল আহসানের নামে থাকা তিনটি ফ্ল্যাট ও পাঁচটি বাড়িসহ একশত বিঘা জমি এবং তার ৯টি ব্যাংক হিসাবের এক কোটি ২৮ লাখ ৯০ হাজার ৫১১ টাকা অবরুদ্ধ করা হয় । 

প্রসঙ্গত, গত ১৫ আগস্ট গভীর রাতে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে জিয়াউল আহসানকে গ্রেপ্তার করা হয়। পরে জুলাই গণঅভ্যুত্থানে হত্যার অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের হওয়া মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়েছে।মানবতাবিরোধী অপরাধ তার তার বিরুদ্ধে অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার চলছে। 

জলিল/মেহেদী/

সাবেক এমপি বকুলের দুই বাড়ি ক্রোক, ১০ ব্যাংক হিসাব ফ্রিজ

প্রকাশ: ০৩ জুন ২০২৫, ০৬:২০ পিএম
আপডেট: ০৩ জুন ২০২৫, ০৬:২৫ পিএম
সাবেক এমপি বকুলের দুই বাড়ি ক্রোক, ১০ ব্যাংক হিসাব ফ্রিজ
নাটোর-১ আসনের সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল

নাটোর-১ আসনের সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুলের নামে রাজধানীর তেজগাঁওয়ের রাজাবাজারে থাকা ৪ তলা বিশিষ্ট দুইটি বাড়ি জব্দ (ক্রোক) করা হয়েছে। একইসঙ্গে বিভিন্ন ব্যাংকের তার নামে থাকা ১০টি হিসাবের এক কোটি ৭৫ লাখ ৮০ হাজার ৭৪৫ টাকা অবরুদ্ধ (ফ্রিজ) করার আদেশ দেওয়া হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মেহেদী মুসা জেবিনের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার (৩ জুন) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। 

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আবেদনে বলা হয়, শহিদুল ইসলাম বকুলের বিরুদ্ধে বিপুল অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। আসামি শহিদুল ইসলাম বকুলের নামে অর্জিত স্থাবর বা অস্থাবর সম্পদ হাতবদলের সম্ভবনা রয়েছে। সুষ্ঠু-তদন্তের স্বার্থে আসামির নামে অর্জিত সম্পদ জব্দ ও অবরুদ্ধ করা আবশ্যক।

জলিল/মেহেদী/

ইসির সাবেক সচিবসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রকাশ: ০৩ জুন ২০২৫, ০৬:১৪ পিএম
আপডেট: ০৩ জুন ২০২৫, ০৭:২৪ পিএম
ইসির সাবেক সচিবসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
খবরের কাগজ গ্রাফিকস

নির্বাচন কমিশনের সাবেক সচিব হেলালুদ্দীন আহমদসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। 

মঙ্গলবার (৩ জুন) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের পৃথক কর্মকর্তাদের দাখিল করা ছয়টি আবেদন শুনানি শেষে মঞ্জুর করে এ আদেশ দেন।

নিষেধাজ্ঞাপ্রাপ্ত অন্যরা হলেন- সাবেক মন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম, তার স্ত্রী হাসু ইসলাম, তাদের সন্তান ধানাদ ইসলাম দীপ্ত, ফারাহ ইসলাম প্রভা ও শামা ইসলাম, ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী (৬৭), যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. শাহীন চাকলাদার, সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন, তার স্ত্রী সৈয়দা মোনালিসা ইসলাম, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কর্মকর্তা সৈয়দ ওয়াসেক মো. আলী, মো. আলমগীর হোসেন, মোহাম্মদ মোস্তফা খায়ের, আব্দুল আজিজ এ মো. মাসুদুর রহমান শাহ।

দুদকের জনসংযোগ কর্মকর্তা উপপরিচালক আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

সূত্র জানায়, নিষেধাজ্ঞা প্রাপ্তদের বিরুদ্ধে করা আবেদনে বলা হয়েছে, দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থপাচারের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে।  সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অভিযোগ সংশ্লিষ্টদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন। 

জলিল/মেহেদী/