ঢাকা ২৩ আশ্বিন ১৪৩১, মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪

শেখ হাসিনার নামে আরও দুই মামলা

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৯ পিএম
শেখ হাসিনার নামে আরও দুই মামলা
শেখ হাসিনা (ফাইল ছবি)

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে আরও দুটি মামলা করা হয়েছে। এর মধ্যে ঢাকায় একটি হত্যা মামলা এবং গুলিতে একজন আহত হওয়ার ঘটনায় নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় একটি মামলা হয়েছে।

বৈষম্যবিরোধী সাম্প্রতিক আন্দোলনের মধ্যে যাত্রাবাড়ীর কাজলায় গুলি করে সোহেল রানা নামে একজনকে হত্যার অভিযোগে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) তার ভাই জুয়েল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মামলা করেন।

মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজার আদালত অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করতে যাত্রাবাড়ী থানার পুলিশকে নির্দেশ দিয়েছেন। 

মামলায় উল্লেখ করা হয়, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে গুলিবিদ্ধ হন সোহেল রানা। সেখানে অন্য আসামিদের নির্দেশে পুলিশের পোশাক পরিহিত লোকের গুলিতে গুলিবিদ্ধ হন সোহেল। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শেখ হাসিনা ছাড়া মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন তার মন্ত্রিপরিষদ সদস্য ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, হাছান মাহমুদ, মহিবুল হাসান চৌধুরী নওফেল, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, শাজাহান খান, কামরুল ইসলাম, জুনাইদ আহমেদ পলক ও মোহাম্মদ আলী আরাফাত এবং সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক সংসদ সদস্য হাজি সেলিম, মির্জা আজম, পংকজ দেবনাথ, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। 

অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মো. জাহাঙ্গীর নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে সোনারগাঁ থানায় মামলা করা হয়েছে। গতকাল সোমবার রাতে আহত মো. জাহাঙ্গীর নিজেই এ মামলা করেন।

মামলার সত্যতা নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী।

মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুম, সোনারগাঁ যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সোনারগাঁ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুম, হাজি সোহাগ রনি, কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেনসহ ১৫১ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। 

মামলায় উল্লেখ করা হয়, গত ১৯ জুলাই দুপুরে সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় জাহাঙ্গীরসহ ছাত্র-জনতার ওপর ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ আসামিরা গুলিবর্ষণ করে। এ সময় একটি গুলি তার কপালে লাগলে রক্তাক্ত অবস্থায় তিনি লুটিয়ে পড়েন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসা নেন। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কাঁচপুর এলাকায় নিহতের ঘটনায় সোনারগাঁ থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে চারটি হত্যা মামলা ও একটি আহতের ঘটনায় মামলা করা হয়। এ নিয়ে ছয়টি মামলা হয়েছে। আরও মামলা প্রক্রিয়াধীন বলে থানার একটি সূত্র নিশ্চিত করেছে।

শেখ হাসিনার বিরুদ্ধে আরও ২ হত্যা মামলা

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ১০:৪০ পিএম
শেখ হাসিনার বিরুদ্ধে আরও ২ হত্যা মামলা
শেখ হাসিনা (ফাইল ছবি)

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসামি করে ঢাকার আদালতে আরও দুটি হত্যা মামলা করা হয়েছে। রাজধানীর যাত্রাবাড়ীতে ইমন ও রাকিব নামের দুই যুবককে গুলি করে হত্যার অভিযোগে এসব মামলা করা হয়।

সোমবার (৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালতে মামলাগুলো করা হয়। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে এ বিষয়ে কোনো মামলা বা জিডি আছে কি না- সে বিষয়ে যাত্রাবাড়ী থানা পুলিশকে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন।

ইমন হত্যা মামলাটি করেছেন নিহতের মা জোসনা। মামলায় অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক তিন মন্ত্রী- ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও ডিবি প্রধান হারুন অর রশীদ।

আর রাকিব হত্যা মামলাটি করেছেন রাকিবের মা কহিনূর বেগম। মামলায় উল্লেখ করা হয়, আন্দোলনের মধ্যে গত ৫ আগস্ট দুপুরে যাত্রাবাড়ীর কুতুবখালী টোলপ্লাজার সামনে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ গুলি চালায়। সেখানে গুলিবিদ্ধ হয়ে রাকিব মারা যান।

চৌধুরী নাফিজ সরাফতের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ০৫:৩৭ পিএম
চৌধুরী নাফিজ সরাফতের দেশত্যাগে নিষেধাজ্ঞা
চৌধুরী নাফিজ সরাফত

পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফতের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। 

সোমবার (৭ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত এ আদেশ দেন।

কমিশনের আবেদনে বলা হয়েছে, চৌধুরী নাফিজ সরাফতের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহার করে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। এ ছাড়া বিদেশে টাকা পাচারের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তিনি তার পদের অপব্যবহার করে ও রাজনৈতিক পরিচয়ের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে এবং কানাডায় বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন। তিনি অজ্ঞাত স্থান থেকে জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রচার করে তার পক্ষে বক্তব্য প্রচার করছেন। 

বিশ্বস্ত সূত্রে প্রাপ্ত তথ্যমতে, দেশের বর্তমান বাস্তবতায় চৌধুরী নাফিজ সরাফত দেশত্যাগ করতে পারেন বলে আশঙ্কা করছে কমিশন। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করা আবশ্যক।

আদালতে কমিশনের উপপরিচালক মো. মাসুদুর রহমান এই আবেদন করেন। আদালতে কমিশনের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর শুনানি করেন। শুনানি শেষে এই আদেশ দেন আদালত। 

মাহমুদুল আলম/সালমান/

স্ত্রীসহ সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ০৪:৪০ পিএম
আপডেট: ০৭ অক্টোবর ২০২৪, ০৪:৪১ পিএম
স্ত্রীসহ সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী

সাবেক ভূমিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য (এমপি) সাইফুজ্জামান চৌধুরী এবং তার স্ত্রী রুকমীলা জামানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। 

সোমবার (৭ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত এ আদেশ দেন।

কমিশনের আবেদনে উল্লেখ করা হয়, সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে যুক্তরাজ্যে হাজার হাজার কোটি টাকা পাচারসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছে। কমিশন প্রাথমিকভাবে জানতে পেরেছে, সাইফুজ্জামান চৌধুরী অবৈধভাবে অর্জিত অর্থ বিদেশে পাচার করেছেন। ওই অর্থে তার নিজ ও পরিবারের সদস্যদের নামে যুক্তরাজ্যে ৩৫০টি, সংযুক্ত আরব আমিরাতে ২২৮টি, যুক্তরাষ্ট্রে ৯টি বাড়ি করেছেন তিনি। তা ছাড়া অন্যান্য দেশেও বাড়ি/অ্যাপার্টমেন্টসহ অন্যান্য সম্পদ অর্জন করেছেন তিনি। পাশাপাশি সাইফুজ্জামান চৌধুরী অবৈধভাবে অর্জিত অর্থে বাংলাদেশেও সম্পদ গড়েছেন বলে কমিশনের কাছে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়।

কমিশন বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছে, সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমীলা জামান দেশত্যাগ করতে পারেন। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমীলা জামানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দরকার। 

আদালতে কমিশনের উপপরিচালক রাম প্রসাদ মণ্ডল তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। কমিশনের আইনজীবী মীর আহমেদ আলী সালাম আদালতে আবেদনের ওপর শুনানি করেন। শুনানি শেষে এই আদেশ দেন আদালত।

মাহমুদুল আলম/সালমান/

চাঁদপুরে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় ২ যুবকের যাবজ্জীবন

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ০৪:৩৩ পিএম
আপডেট: ০৭ অক্টোবর ২০২৪, ০৪:৩৪ পিএম
চাঁদপুরে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় ২ যুবকের যাবজ্জীবন
দণ্ডিত নুর আলম ও সজীব হোসেন। ছবি: খবরের কাগজ

চাঁদপুরের শিশু ধর্ষণ ও হত্যার দায়ে নুর আলম (২৬) ও সজীব হোসেন (১৯) নামে দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (৭ অক্টোবর) দুপুরে চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুল হান্নান এ রায় দেন।

এ ছাড়াও বিচারক আসামিদের খুনে অপরাধ প্রমাণিত হওয়ায় সাত বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

হত্যার শিকার শিশু জান্নাতুল নাঈম মিশু (১৫) কচুয়া উপজেলার বড় হায়াতপুর গ্রামের প্রবাসী মো. আবু হানিফের মেয়ে।

দণ্ডিত আসামি নুর আলম বড় হায়াতপুর গ্রামের মনির হোসেনের ছেলে এবং সজীব হোসেন ফরিদগঞ্জ উপজেলার গাব্দেরগাঁওয়ের আমির হোসেনের ছেলে।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২০ সালের ৩১ জুলাই শুক্রবার দুপুরে মিশু বাড়ির পাশে ছাগলের জন্য ঘাস কাটতে যায়। সেখানে উভয় আসামি শিশুটিকে প্রথমে ধর্ষণ এবং পরে হত্যা করে পালিয়ে যায়। এই ঘটনায় শিশুটির মা ফাতেমা বেগম ৩ আগস্ট কচুয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

মামলাটি তদন্ত করেন কচুয়া থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মো. মকবুল হোসেন। তদন্ত শেষে তিনি একই বছর ২৯ সেপ্টেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন। 

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুল ইসলাম মন্টু বলেন, এই মামলায় আদালত ১৭ জনের সাক্ষ্য গ্রহণ করেন। মামলার সাক্ষ্যগ্রহণ ও নথিপত্র পর্যালোচনা করে আসামিদের অপরাধ প্রমাণিত হওয়ায় বিচারক তাদের উপস্থিতিতে এ রায় দেন।

বাদী পক্ষের আইনজীবী ছিলেন আব্দুল্লাহ আল মামুন ও রিয়াদ হোসেন মুনতাসির। আসামিপক্ষের আইনজীবী ছিলেন মাসুম হোসেন ভূঁইয়া।

ফয়েজ আহমেদ/অমিয়/

হত্যা মামলায় ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা ফুয়াদ গ্রেপ্তার

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ০১:৫৪ পিএম
হত্যা মামলায় ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা ফুয়াদ গ্রেপ্তার
বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলায় ঢাবি ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও আইনবিষয়ক সম্পাদক মোহাম্মদ ফুয়াদ হোসেন ওরফে শাহাদতকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: খবরের কাগজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আকরাম খান রাব্বী হত্যা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও আইনবিষয়ক সম্পাদক মোহাম্মদ ফুয়াদ হোসেন ওরফে শাহাদতকে গ্রেপ্তার করেছে ডিএমপির পল্লবী থানা পুলিশ।

সোমবার (৭ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এর আগে রবিবার (৬ অক্টোবর) রাতে পল্লবীর ৭নং সেকশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পল্লবী এলাকায় আকরাম খান রাব্বী হত্যার ঘটনায় গত ২৫ আগস্ট পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১৯ জুলাই বিকেলে পল্লবী থানার মিরপুর-১০ আবুল তালেব স্কুলের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর এলোপাতাড়ি গুলিবর্ষণ করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় রাস্তা পারাপারের সময় আকরাম খান রাব্বী নামের এক ব্যক্তি গুলিতে আহত হন। স্থানীয় লোকজন তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে মামলা করেন।

মামলাটির তদন্তকালে গোয়েন্দা তথ্য ও ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে রাব্বী হত্যায় জড়িত ফুয়াদকে গ্রেপ্তার করে পল্লবী পুলিশ। পরে তাকে আদালতে পাঠানো হয়।

রিনা তুলি/সাদিয়া নাহার/