ঢাকা ২৬ আশ্বিন ১৪৩১, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪

মেজবাহ উদ্দীন ও কামাল আবদুল নাসের রিমান্ডে

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪, ০৮:০১ পিএম
আপডেট: ০২ অক্টোবর ২০২৪, ০৮:০২ পিএম
মেজবাহ উদ্দীন ও কামাল আবদুল নাসের রিমান্ডে
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল আবদুল নাসের চৌধুরী এবং সাবেক যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দীন আহমেদ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল আবদুল নাসের চৌধুরী এবং সাবেক যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দীন আহমেদের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

বুধবার (২ অক্টোবর) ঢাকার আদালত তাদের রিমান্ড মঞ্জুর করে আলাদা দুটি আদেশ দেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত এ আদেশ দেন।

এরমধ্যে কামাল আবদুল নাসের চৌধুরীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিএনপির কার্যালয়ে পুলিশের অভিযানে গুলিতে মকবুল নামের বিএনপির এক কর্মী মৃত্যুর অভিযোগে করা মামলায় এই আদেশ দেন আদালত।

আর মেজবাহ উদ্দীন আহমেদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে যুবদল নেতা শামীম হত্যা মামলায় আদালত এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা বুধবার আবু নাসেরকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেন। তদন্ত কর্মকর্তা ও পল্টন মডেল থানার উপ-পরিদর্শক নাজমুল হাসান এ আবেদন করেন। আবেদনের ওপর উভয় পক্ষের শুনানি শেষে আদেশ দেন আদালত।

আর মেজবাহ উদ্দীনকে আদালতে হাজির করে তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। পল্টন মডেল থানার উপ-পরিদর্শক তন্ময় কুমার বিশ্বাস এই আবেদন করেন। আবেদনের ওপর শুনানি নিয়ে আদেশ দেন আদালত।

মামলায় উল্লেখ করা হয়, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ হামলা চালায়। ওই হামলায় বিএনপির শত শত নেতাকর্মী আহত হন এবং যুবদল নেতা শামীম মারা যান। 

মাহমুদুল আলম/এমএ/

সুনামগঞ্জের সাবেক এমপি মানিক কারাগারে

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৪, ০৪:০৩ পিএম
আপডেট: ১০ অক্টোবর ২০২৪, ০৪:২২ পিএম
সুনামগঞ্জের সাবেক এমপি মানিক কারাগারে
সুনামগঞ্জ ৫ আসনের এমপি মহিবুর রহমান মানিকের জামিন নাকচ করে কারাগারে পাঠিয়েছেন আদালত। ছবি: খবরের কাগজ

সুনামগঞ্জ ৫ আসনের (ছাতক ও দোয়ারাবাজার) সাবেক সংসদ সদস্য মহিবুর রহমান মানিককে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে পুলিশ তাকে সুনামগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলমগীরের আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ছুটির দিন হওয়ায় নির্ধারিত আদালত না থাকায় তার জামিন শুনানি হয়নি।

মহিবুর রহমান মানিককে গত মঙ্গলবার ঢাকার বসুন্ধরা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। ঢাকা থেকে বুধবার রাতে তাকে সুনামগঞ্জ সদর মডেল থানায় আনা হয়। বৃহস্পতিবার সকালে তাকে সদর মডেল থানায় দ্রুত বিচার আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ।

মহিবুর রহমান মানিকের আইনজীবী আবদুল হামিদ বলেন, আমরা তার (মানিক) বয়স এবং শারীরিক অসুস্থতা বিবেচনায় জামিনের আবেদন করেছিলাম। কিন্তু নির্ধারিত আদালত না থাকায় জামিন শুনানি হয়নি। একই সঙ্গে তার চিকিৎসা ও কারাগারে ডিভিশন পাওয়ার আবেদন করি। আদালত কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।’ আগামী ১৫ অক্টোবর জামিন শুনানি হবে বলে জানান তিনি।

গত ৪ আগস্ট সুনামগঞ্জ পৌর শহরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ২ সেপ্টেম্বর সদর মডেল থানায় জেলার দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা হাফিজ আহমদ নামের এক ব্যক্তি দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন। বাদীর ভাই শিক্ষার্থী জহুর আহমদ হামলার ওই দিনের ঘটনায় আহত হয়েছিলেন। এই মামলায় মহিবুর রহমান মানিকসহ ৯৯ জনকে আসামি করা হয়। অজ্ঞাত আসামি আছেন আরও দেড়শ থেকে দুইশজন।

দেওয়ান গিয়াস/সাদিয়া নাহার/

সাবেক এমপি মমতাজসহ ৯০ জনের বিরুদ্ধে হত্যা মামলা

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৪, ০৩:৩১ পিএম
সাবেক এমপি মমতাজসহ ৯০ জনের বিরুদ্ধে হত্যা মামলা
মমতাজ বেগম

মানিকগঞ্জে সাবেক সংসদ সদস্য (এমপি) ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে প্রধান আসামি করে ৯০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। এর মধ্যে ৫২ জন আওয়ামী লীগের নেতা-কর্মী ও ৩৮ জন পুলিশ সদস্য। এ ছাড়া মামলায় ৫০-৬০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। 

মহানবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে কটূক্তির প্রতিবাদে সিংগাইরে একটি প্রতিবাদ মিছিলে পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের গুলিতে চারজন নিহতের ঘটনায় এ মামলা করা হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) মানিকগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন নিহত মাওলানা নাসির উদ্দিনের ভাই মো. শহিদুল ইসলাম।

‎মামলার বাকি আসামিরা হলেন- সাবেক পৌর মেয়র মীর মো. শাহজাহান, সাবেক উপজেলা চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান, সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মাজেদ খান, সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহীদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সায়েদুল ইসলাম, পৌরসভার সাবেক মেয়র আবু নাঈম মো. বাশার, পৌর প্যানেল মেয়র সমেজ উদ্দিন, সাবেক কাউন্সিল আব্দুস সালাম খান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রমিজ উদ্দিনসহ ৫২ জন।

পুলিশ সদস্যদের মধ্যে রয়েছেন- তৎকালীন দায়িত্বে থাকা মানিকগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, মানিকগঞ্জ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল আলম, মদন মোহন বণিক, মোহাম্মদ রবিউল ইসলাম, সিঙ্গাইর থানার উপপরিদর্শক আদিল মাহমুদ, মোজাম্মেল হোসেনসহ ৩৮ জন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ফেব্রুয়ারিতে গণজাগরণ মঞ্চ থেকে মহানবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে কটূক্তির প্রতিবাদে ২৪ ফেব্রুয়ারি সিংগাইর পৌরসভার গোবিন্ধল থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়। সেদিন পুলিশ বাহিনীর সঙ্গে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা রিভলবার, পিস্তল ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মিছিলে বাধা দেন। একপর্যায়ে সাধারণ মুসল্লিদের লক্ষ্য করে পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা গুলি চালায়। এতে ঘটনাস্থলে গোবিন্ধল গ্রামের মাওলানা নাসির উদ্দিন, আলমগীর হোসেন, নাজিম উদ্দীন ও শাহ আলম নিহত হন। এতে আহত হন আরও অর্ধশতাধিক সাধারণ মুসল্লি।

মামলার বাদী মো. শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় নিহতের স্বজনদের পক্ষ থেকে মামলা করতে চাইলে পুলিশ মামলা নেয়নি। উল্টো পুলিশ বাদী হয়ে গ্রামবাসী ও স্থানীয় বিএনপি-জামায়াতের শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেন। তাই সুষ্ঠু বিচারের আশায় আওয়ামী লীগ সরকার পতনের পরে এসে ৯ অক্টোবর মানিকগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি হত্যা মামলা করি।

আসাদ/পপি/

ট্রাইব্যুনাল পুনর্গঠন আগামী সপ্তাহে: ড. আসিফ নজরুল

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৪, ১১:২০ পিএম
ট্রাইব্যুনাল পুনর্গঠন আগামী সপ্তাহে: ড. আসিফ নজরুল
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল

আগামী সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন হতে পারে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেছেন, সুপ্রিম কোর্ট থেকে ট্রাইব্যুনালের জন্য বলা হতো বিচারপতি সংকট। হাইকোর্টে ২৩ জন বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে। এখন ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হবে। ছুটি শেষ হলে দুই বা তিন দিনের মধ্যে ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হবে। 

বুধবার (৯ অক্টোবর) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

আসিফ নজরুল বলেন, ‘সুপ্রিম কোর্টের অনেক বিচারপতি ফ্যাসিবাদী সরকারের সহায়ক শক্তি হিসেবে কাজ করেছেন। ছাত্র-জনতার পক্ষ থেকে তাদের পদত্যাগের দাবি উঠেছে। এসব বিচারপতির বিরুদ্ধে আইনি কাঠামোর মধ্যে থেকে সুপ্রিম কোর্টের নিজেদেরই ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।’ 

এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, ‘বিগত ১৫ বছরের চেয়ে এবার বিচারপতি নিয়োগ ভালো হয়েছে। তুলনা করলে আপনারা নিজেরাই তা বুঝতে পারবেন।’ শেখ হাসিনা কোথায় আছেন, জানেন কি না, এ প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, ‘শেখ হাসিনা কোথায় আছেন, এখন সেটা নিয়ে ভাবছি না। তারা যে অপরাধ করেছেন, তার বিচার নিয়ে কাজ করছি। বিচারের কোনো পর্যায়ে গিয়ে যদি শেখ হাসিনার উপস্থিতির প্রয়োজন হয় তখন তার খোঁজ নেব।’

 

বাবু-শিবলী-খোকনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৪, ০৭:৪৯ পিএম
বাবু-শিবলী-খোকনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আক্তারুজ্জামান বাবু, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এবং সাবেক প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকনের বিদেশ গমনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। 

বুধবার (৯ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আসসামছ জগলুল হোসেনের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের পক্ষে আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর আদালতে শুনানি করেন।

উল্লিখিত ব্যক্তিদের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থাকায় এই আবেদন করে কমিশন। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন আদালত। 

শেখ হাসিনার বিরুদ্ধে আরও তিন মামলা

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৪, ০৭:৪১ পিএম
শেখ হাসিনার বিরুদ্ধে আরও তিন মামলা
শেখ হাসিনা (ফাইল ছবি)

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকার আদালতে আরও তিনটি মামলা হয়েছে। 

বুধবার (৯ অক্টোবর) ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে করা তিনটি মামলার মধ্যে একটি হত্যা মামলা ও অপর দুটি হত্যাচেষ্টার মামলা।

আদালত সূত্রে জানা গেছে, গত ২১ জুলাই আন্দোলনকারী মো. ইয়াসিন শেখ গুলিবিদ্ধ হন। পরে ২৫ জুলাই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় বুধবার নিহতের মা মঞ্জিলা বেগম ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দারের আদালতে একটি হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০৯ জনকে আসামি করা হয়েছে। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করেন এবং এ ঘটনার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন। আগামী ৩১ অক্টোবরের মধ্যে এই প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

এ দিকে মাদ্রাসাছাত্র আবু সুফিয়ানকে হত্যাচেষ্টার অভিযোগে শেখ হাসিনাসহ ৪২ জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। ভুক্তভোগীর চাচা কাওছার হোসেন একই আদালতে এই মামলা করেন। আদালত তার জবানবন্দি রেকর্ড করেন এবং এ ঘটনায় প্রতিবেদন দাখিলের জন্য যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন। আগামী ৩১ অক্টোবরের মধ্যে এই প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

অন্যদিকে বিএনপিকর্মী সৈয়দ হাসান মাহমুদকে হত্যাচেষ্টার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কণ্ঠশিল্পী মমতাজ বেগম, অভিনেত্রী শমী কায়সারসহ ১৭ জনের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। দুই বছর আগের ঘটনায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালতে ভুক্তভোগী নিজে মামলাটি করেন। আদালত তার জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।