ঢাকা ২৭ কার্তিক ১৪৩১, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

বাহিনীর পোশাকে ডাকাতি, রিমান্ডে ৬ আসামি

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪, ১০:৩৭ পিএম
বাহিনীর পোশাকে ডাকাতি, রিমান্ডে ৬ আসামি
খবরের কাগজ গ্রাফিকস

সেনাবাহিনী ও র্যাবের পোশাক পরে রাজধানীতে ডাকাতির অভিযোগের মামলায় ছয়জনের সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৪ অক্টোবর) মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চান। শুনানি নিয়ে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন তাদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডপ্রাপ্ত ছয় আসামিরা হলেন জাকির হোসেন ওরফে জিন জাকির (৩৬), শরিফুল ইসলাম তুষার (৩৪), মাসুদুর রহমান (৪২), আরিফুল ইসলাম তরফদার (৩০), জাহিদ হাসান (৩৫) ও আব্দুস সালাম (৫০)।

মামলা সূত্রে জানা যায়, সংঘবদ্ধ ডাকাতদল গত শনিবার গভীর রাতে রাজধানীর মোহাম্মদপুরে সেনা ও র্যাবের পোশাক পরে একটি বাসা থেকে সাড়ে ৭৫ লাখ টাকা ও ৬০ ভরি স্বর্ণালংকার লুট করে। এ ঘটনায় বাড়ির মালিক আবু বক্কর মোহাম্মদপুর থানায় এই মামলা করেন।

গতকাল রবিবার ওই ছয় আসামিকে গ্রেপ্তার করা হয় বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় তাদের কাছ থেকে দুই লাখ বিশ হাজার টাকা, প্রায় চার ভরি স্বর্ণালংকার ও দুটি আইফোন উদ্ধার করা হয়েছে।

ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর ৬ দিনের রিমান্ড

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ১১:৫৮ এএম
আপডেট: ১২ নভেম্বর ২০২৪, ১২:১৫ পিএম
ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর ৬ দিনের রিমান্ড
আদালতে ধীরেন্দ্র দেবনাথ সম্ভু

বরগুনা-১ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১২ নভেম্বর) বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর নিউমার্কেট থানার ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলায় শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমান রিমান্ডের আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পরিদর্শক জাহাঙ্গীর আরিপ তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন। 

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। 

আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তার ৬ দিনের রিমান্ডের আদেশ দেন।

এর আগে সোমবার রাত ৯টার দিকে রাজধানীর উত্তরা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই বিকেলে নীলক্ষেত এলাকায় পুলিশের গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহত হন। এ ঘটনায় তার স্ত্রীর ভাই আব্দুর রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

অমিয়/

বেক্সিমকো ফার্মায় রিসিভার নিয়োগের সিদ্ধান্ত স্থগিত

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ১০:৩৭ এএম
বেক্সিমকো ফার্মায় রিসিভার নিয়োগের সিদ্ধান্ত স্থগিত

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডে রিসিভার নিয়োগের সিদ্ধান্ত স্থগিত করে দিয়েছেন আপিল বিভাগ। তবে এর বাইরে বেক্সিমকো গ্রুপের অন্যান্য প্রতিষ্ঠানে রিসিভার নিয়োগে হাইকোর্টের আদেশ বহাল থাকবে বলে আদেশে বলা হয়েছে।  
 
মঙ্গলবার (১২ নভেম্বর) বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন।

বেক্সিমকো ফার্মার আইনজীবী মোস্তাফিজুর রহমান খান সাংবাদিকদের বলেন, রিসিভার নিয়োগ নিয়ে জারি করা রুল দুই সপ্তাহের মধ্যে হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বে ডিভিশন বেঞ্চকে নির্দেশ দিয়েছেন আদালত।

এর আগে ৫ সেপ্টেম্বর এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রুলসহ আদেশ দেন। এতে বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি সংযুক্ত করতে এবং গ্রুপটির কোম্পানিগুলোর ব্যবস্থাপনায় ছয় মাসের জন্য রিসিভার নিয়োগ দিতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দেওয়া হয়। একইসঙ্গে বিভিন্ন ব্যাংক থেকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রতিষ্ঠাতা সালমান এফ রহমানের নেওয়া অর্থ আদায় করতে ও বিদেশে পাঠানো অর্থ দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দেওয়া হয়।

অমিয়/

‘আওয়ামী দুষ্কৃতিকারীদের ঔদ্ধত্যপূর্ণ আচরণ সহ্য করা হবে না’

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ১০:৪২ পিএম
‘আওয়ামী দুষ্কৃতিকারীদের ঔদ্ধত্যপূর্ণ আচরণ সহ্য করা হবে না’
সুইজারল্যান্ডে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলকে হেনস্তার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেন আইনজীবীরা

সুইজারল্যান্ডে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলকে হেনস্তার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ সমাবেশ করেছেন আইনজীবীরা। ঘটনার নিন্দা জানিয়ে তারা বলেছেন, আওয়ামী দুষ্কৃতিকারীদের ঔদ্ধত্যপূর্ণ আচরণ সহ্য করা হবে না। আগামীতে এমন ঘটনার পুনরাবৃত্তি হলে সমুচিত জবাব দেওয়া হবে। 

সোমবার (১১ নভেম্বর) দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

সমাবেশে তিনি বলেন, ‘ছাত্র-জনতার বিপ্লবের পর স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদেশে পালিয়ে গেছেন, আর দেশে ফিরতে পারবেন না। জনগণ তাকে চিরদিনের জন্য বিদায় করে দিয়েছে। যদি তিনি ফিরে আসার চেষ্টা করেন, তাহলে মানুষ গণভবন যেভাবে টুকরো-টুকরো করে ফেলেছে, তেমনি তারও অনুরূপ পরিণতি হতে পারে। আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে ফ্যাসিস্টদের দোসর ও দুষ্কৃতকারীদের ঔদ্ধত্যপূর্ণ আচরণের তীব্র নিন্দা জানাই। এ ধরনের আচরণ করে মনে করবেন না সরকার ভয় পেয়ে গেছে। আসিফ নজরুলের সঙ্গে ওই দুষ্কৃতিকারীদের ঔদ্ধত্যপূর্ণ আচরণের প্রতিবাদে ছাত্র-জনতাসহ আইনজীবীরা জেগে উঠেছে। এরূপ আচরণের পুনরাবৃত্তি হলে সমুচিত জবাব দেবে জনগণ।’

বক্তারা বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে দীর্ঘ ১৬ বছর ধরে ক্ষমতা আঁকড়ে ছিল আওয়ামী ফ্যাসিস্ট সরকার। নজিরবিহীন বলপ্রয়োগ, গুম, খুন, গণহত্যা, হাজার হাজার মানুষকে গুলি ও নির্যাতন চালিয়েছে তারা। কিন্তু শেষ রক্ষা হয়নি তাদের। পতিত ফ্যাসিস্ট, স্বৈরাচার ও তাদের দোসরদের মাথাচাড়া দিয়ে ওঠা রুখে দেবে দেশের বীর জনতা।

সমাবেশে সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ও ফোরামের সিনিয়র যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম সজলসহ আইনজীবী নেতারা বক্তব্য রাখেন।

সম্প্রতি রাষ্ট্রীয় কাজে সুইজারল্যান্ডের জেনেভা সফর শেষে দেশে ফেরার সময় ওখানকার বিমানবন্দরে প্রবেশের সময় আইন উপদেষ্টার সঙ্গে একদল দুষ্কৃতিকারী ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে প্রতিবাদে ফুঁসে ওঠে দেশের ছাত্রসমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

ছাত্রলীগের ৫৫ নেতা-কর্মী কারাগারে

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ০৯:২৮ পিএম
ছাত্রলীগের ৫৫ নেতা-কর্মী কারাগারে
খবরের কাগজ গ্রাফিকস

সদ্য নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৫৫ নেতা-কর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 

সোমবার (১১ নভেম্বর) আদালত এ আদেশ দেন। রাজধানীর গুলিস্তান ও পল্টন এলাকায় মিছিল করার সময় তাদের আটক করা হয়েছিল।

তাদের মধ্যে পল্টন থানার মামলায় ৪২ জন ও ১৩ জনকে শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

পল্টন থানার মামলায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্ল্যাহ এবং শাহবাগ থানার মামলায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমান আদেশ দুটি দেন।

আদালত সূত্রে জানা গেছে, ওই দুই মামলায় আজ তাদের আদালতে হাজির করে মামলার তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। এর বিরোধিতা করে আসামিপক্ষ জামিন আবেদন করে। রাষ্ট্রপক্ষ জামিন আবেদনের বিরোধিতা করে। শুনানি শেষে তাদের কারাগারে পাঠান আদালত।

এর আগে গতকাল রবিবার রাজধানীর গুলিস্তান এলাকায় মিছিল করার সময় পল্টন ও শাহবাগ থানা পুলিশ তাদের আটক করে। এরপর পল্টন ও শাহবাগ থানায় তাদের বিরুদ্ধে সন্ত্রসবিরোধী আইনে পৃথক দুটি মামলা করা হয়।

পল্টন থানার মামলার এজাহারে বলা হয়, রবিবার দুপুর সাড়ে ১২টায় পল্টন মোড় এলাকায় ২০০ থেকে ৩০০ নেতা-কর্মী জড়ো হয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পক্ষে স্লোগান দেন। এ ঘটনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন হয়েছে। পুলিশ সেখান থেকে ৪২ জনকে আটক করে। বাকিরা পালিয়ে যান।

আর শাহবাগ থানার মামলার এজাহারে বলা হয়, রবিবার দুপুর ১২টা ৫০ মিনিটে গুলিস্তান জিরো পয়েন্ট এলাকায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ১০০ থেকে ১৫০ নেতা-কর্মী জড়ো হয়ে স্লোগান দিচ্ছিলেন। এতে রাষ্ট্রের সার্বভৌমত্ব বিঘ্নিত হওয়ায় ১৩ জনকে আটক করা হয়েছে।

শিশু মুনতাহা হত্যাকাণ্ড : রিমান্ডে ৪ আসামি

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ০৯:১৫ পিএম
শিশু মুনতাহা হত্যাকাণ্ড : রিমান্ডে ৪ আসামি
সিলেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে আসামিদের কারাগারে নিয়ে যাওয়া হয়। ছবি : খবরের কাগজ

সিলেটে গৃহশিক্ষকের ক্ষোভ থেকেই শিশু মুনতাহা আক্তার জেরিন (৫) হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জেনেছে পুলিশ। আলোচিত এই হত্যার পেছনে আর কোনো কারণ আছে কি না, তা উদঘাটনে গ্রেপ্তার চার আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) মামলার তদন্তকারী কর্মকর্তা শামসুল আরেফিন জিহাদ ভূঁইয়া চার আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে সিলেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী মো. আবু জাহের বাদল পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

সিলেটের কোর্ট ইন্সপেক্টর জামসেদ আলম খবরের কাগজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 আদালতে রিমান্ড আবেদনের শুনানিতে অংশ নেন বাদীপক্ষের আইনজীবী আব্দুল খালিক, মো. আশিক উদ্দিন, খায়রুল আলম বকুল ও রাজন দেব। আসামিপক্ষে আইনজীবী ছিলেন শহীদুল ইসলাম।

গতকাল রবিবার (১০ নভেম্বর) নিখোঁজের সাত দিন পর সিলেটের কানাইঘাট উপজেলার নিখোঁজ শিশু মুনতাহা আক্তার জেরিনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার ভোর ৪টার দিকে তাদের বাড়ির পাশে পরিত্যক্ত ডোবা থেকে মুনতাহার লাশ সরানোর সময় প্রতিবেশী আলিফজানকে (৫৫) হাতেনাতে আটক করে স্থানীয় জনতা। এরপর অভিযুক্ত আরও তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। এরা হচ্ছেন মুনতাহার গৃহশিক্ষক শামীমা বেগম মার্জিয়া (২৫), ইসলাম উদ্দিন (৪০), নাজমা বেগম (৩৫)। চারজনকে সোমবার আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়।

সিলেটের কানাইঘাট উপজেলার বীরদল গ্রামের শামীম আহমদের মেয়ে মুনতাহা আক্তার জেরিন ৩ নভেম্বর বেলা ৩টার দিকে নিখোঁজ হয়। খোঁজাখুঁজির পরও সন্ধান না পেয়ে ওই দিন রাতে কানাইঘাট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন মুনতাহার বাবা। এরপর স্থানীয় সংবাদমাধ্যম ও ফেসবুকে মুনতাহার সন্ধান চেয়ে ছবিসহ তথ্যাবলি প্রকাশ করা হলে দেশব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। মুনতাহার সন্ধান না পেয়ে তার বাবা শামীম আহমদ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মুনতাহাকে অপহরণ করেছে বলে কানাইঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

পুলিশ জানায়, মামলার পরই রবিবার রাতে সন্দেহমূলকভাবে জিজ্ঞাসাবাদের জন্য শিশু মুনতাহার গৃহশিক্ষক ও প্রতিবেশী শামীমা বেগম মার্জিয়াকে থানায় নেয় পুলিশ। এ সময় তার আচরণ সন্দেহজনক মনে হলে মার্জিয়ার বাড়িতে মুনতাহার সন্ধানে তল্লাশি চালান স্থানীয়রা। ভোর ৪টার দিকে মার্জিয়ার বাড়ির আশপাশে তল্লাশি চালানোর একপর্যায়ে মার্জিয়ার মা আলিফজান বিবিকে অন্ধকারের মধ্যে রাস্তা পার হয়ে বাড়ির পাশে পুকুরপাড়ে আসতে দেখেন মুনতাহার স্বজনরা। এ সময় তাকে আটকাতে চাইলে সে দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে স্থানীয়রা গিয়ে কাদামাটি মাখা মুনতাহার লাশ দেখতে পান। এ সময় মার্জিয়ার মাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। মুনতাহাকে হত্যার অভিযোগে রবিবার কানাইঘাট থানায় দায়ের করা মামলায় চারজনকে গ্রেপ্তার দেখানো হয়।

তদন্তসংশ্লিষ্ট পুলিশ সূত্র জানায়, গৃহশিক্ষকতা থেকে বাদ দেওয়ার ক্ষোভে মার্জিয়া এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ কথা মার্জিয়া নিজেও পুলিশের কাছে স্বীকার করেছেন। তবে ঘটনার কারণ ও বিস্তারিত মার্জিয়া আদালতে বলবেন বলে জানানোয় হত্যার পেছনে অন্য কোনো কারণ আছে কি না, সেটিও আলোচনায় এসেছে।

সিলেটের কোর্ট ইন্সপেক্টর জামসেদ আলম খবরের কাগজকে বলেন, ‘হত্যার কারণ ও হত্যার সঙ্গে জড়িত আর কেউ আছে কি না, এসব বিষয়ে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। আসামিদের আদালত থেকে কারাগারে পাঠানো হলেও তদন্তকারী কর্মকর্তা চাওয়ামাত্র রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করবেন।’ 

এদিকে নিখোঁজ মেয়ের লাশ পাওয়ার পর থেকে মুনতাহার পরিবারে চলছে শোকের মাতম। মুনতাহা নিখোঁজের পর এক সপ্তাহ ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছিল শুধু মুনতাহার ছবি আর তাকে ফিরে পাওয়ার আকুতি। তুচ্ছ কারণকে কেন্দ্র করে এমন নৃশংস হত্যাকাণ্ডে হতবাক সিলেটসহ গোটা দেশের মানুষ। মুনতাহার প্রবাসী ভাই ও আত্মীয়রা মুনতাহার মৃত্যুতে তাদের কষ্টের কথা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন। দেশ ও প্রবাসে অনেকেই ছোট্ট মুনতাহার কাছে ক্ষমা চেয়েছেন মানুষের নিষ্ঠুরতার কারণে। অনেকেই এই হত্যাকাণ্ডের বিচার চেয়ে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন।