সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার (১ নভেম্বর) বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক মেহেরা মাহবুব এই আদেশ দেন।
পুলিশ ও আদালত সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাতে রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া এলাকা থেকে উবায়দুল মোকতাদিরকে গ্রেপ্তার করে পুলিশ। পল্টন থানায় করা বিএনপির কর্মী মকবুল হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। ওই মামলায় গতকাল বিকেলে তাকে আদালতে হাজির করে পল্টন থানার পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। এ সময় মোকতাদির চৌধুরীর আইনজীবী রিমান্ড আবেদন নাকচ করে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানির পর তাকে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আদালত।
মামলার নথি সূত্রে জানা যায়, ২০২২ সালের ১০ ডিসেম্বর বিএনপির ডাকা এক দফা দাবি আদায়ের আন্দোলনের কর্মসূচিতে যোগ দিতে দেশের বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা ঢাকায় জড়ো হতে থাকেন। ৭ ডিসেম্বর বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার সাবেক প্রধান হারুন অর রশীদ, যুগ্ম কমিশনার মেহেদী হাসান ও বিপ্লব কুমারের নেতৃত্বে ৭০ থেকে ৮০ জন পুলিশ সদস্য বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেন। এ সময় আসামিরা বিএনপির কার্যালয়ের বিভিন্ন আসবাব, কম্পিউটার, নগদ অর্থ ও মুঠোফোন লুট করে নিয়ে যান। অভিযানে বিএনপির কার্যালয় ও এর আশপাশে থাকা দলটির হাজার হাজার নেতা-কর্মীর ওপর হামলা চালানো হয়। একই সঙ্গে সেদিন মকবুল নামে বিএনপির এক কর্মীকে হত্যা করা হয়। এ ঘটনায় গত ৩০ সেপ্টেম্বর শেখ হাসিনা ও উবায়দুল মোকতাদিরসহ ২৫৬ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করা হয়।
উবায়দুল মোকতাদির ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি। তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় ৬টি হত্যাসহ অন্তত ৯টি মামলা রয়েছে।