ঢাকা ২৬ অগ্রহায়ণ ১৪৩১, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

মেনন-ইনু-পলক-শমী-তাপস কারাগারে

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ১০:২৮ এএম
মেনন-ইনু-পলক-শমী-তাপস কারাগারে
রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জুনায়েদ আহমেদ পলক, কৌশিক হোসেন তাপস, শমী কায়সার

ইমন হোসেন গাজী নামে এক যুবককে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু ও সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল শনিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালত এই আদেশ দেন।

একই দিন ব্যবসায়ী ইশতিয়াক মাহমুদকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় অভিনেত্রী শমী কায়সার ও বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালত এই আদেশ দেন। 

আদালত সূত্র জানায়, ইমন হোসেন গাজী হত্যা মামলায় গত ২ নভেম্বর আদালত রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু ও জুনায়েদ আহমেদ পলককে সাত দিনের রিমান্ড দেন। রিমান্ড শেষে গতকাল তাদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক মো. মাহাবুল ইসলাম। পরে তিনি মামলার তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত ওই তিনজনকে কারাগারে আটক রাখার আবেদন করেন। এই আবেদনের ওপর শুনানি শেষে আদেশ দেন আদালত।

গত ২২ আগস্ট রাশেদ খান মেনন, ২৬ আগস্ট ইনু এবং ১৪ আগস্ট পলককে গ্রেপ্তার করা হয় বলে জানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মামলার নথি সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী এলাকার চিটাগাং রোডে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ইমন হোসেন গাজী। ওই ঘটনায় তার ভাই আনোয়ার হোসেন এই মামলা করেন।

আদালত সূত্র আরও জানায়, ব্যবসায়ী ইশতিয়াক মাহমুদকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় গত ৬ নভেম্বর আদালত শমী কায়সার ও কৌশিক হোসেন তাপসের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে গতকাল তাদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক মৃত্যুঞ্জয় পণ্ডিত মিঠুন। তিনি মামলার তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত শমী কায়সার ও তাপসকে কারাগারে আটক রাখার আবেদন করেন। এই আবেদনের ওপর শুনানি শেষে আদেশ দেন আদালত।

গত ৩ নভেম্বর তাপসকে ও ৫ নভেম্বর শমী কায়সারকে গ্রেপ্তার করা হয় বলে জানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মামলার নথি সূত্রে জানা গেছে, হয়, গত ১৮ জুলাই কোট সংস্কার আন্দোলনে ইশতিয়াক মাহমুদসহ অন্যরা অংশ নেন। এ সময় উত্তরা পূর্ব থানাধীন আজমপুর নওয়াব হাবিবুল্লাহ হাইস্কুলের সামনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা-কর্মীরা ইশতিয়াকের ওপর অতর্কিত হামলা করেন। এ সময় তার পেটে, পিঠে, হাতে, মাথায় গুলি লাগে। পরে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় গত ২৯ অক্টোবর ইশতিয়াক মাহমুদ মামলা করেন। 

অন্যদিকে মাহাদী হাসান পান্থ হত্যা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ মুক্তিযোদ্ধা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহাদ আলী ওরফে পানি আহাদ (৫৫) ও কদমতলী থানা আওয়ামী লীগ নেতা মো. ইকবাল হোসেনকে (৫৭) গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাত ৩টার দিকে কদমতলী থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

ডিএমপি জানায়, গত ১৯ জুলাই বিকেলে কদমতলী থানার রায়েরবাগ স্বপ্ন সুপার শপের সামনের সড়কে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেন মাহাদী হাসান পান্থ। এ সময় আন্দোলনকারীদের ওপর এলোপাতাড়ি গুলি ছোড়েন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এ সময় মাহাদী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় গত ৮ নভেম্বর মাহাদীর বাবা মো. জাহাঙ্গীর হোসেন কদমতলী থানায় একটি হত্যা মামলা করেন। 

কুমিল্লায় আ.লীগের ২ নেতা গ্রেপ্তার
কুমিল্লায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ঝাউতলা ও কান্দিরপাড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন সাবেক সংসদ সদস্য আ ক ম বাহার উদ্দিন বাহারের ভাতিজা কুমিল্লা মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক হাবিবুর সাহরীন সায়ের ও কুমিল্লা মহানগরীর ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ মিয়া।

কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে তিনটি করে মামলা রয়েছে। 

গোপালগঞ্জে আ.লীগ কর্মী গ্রেপ্তার
গোপালগঞ্জের কাশিয়ানীতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলায় মেহেদী হাসান রাসেল (৩৫) নামে এক আওয়ামী লীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বিকেলে কাশিয়ানী উপজেলার ছোট খাগড়াবাড়িয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাসেল ওই গ্রামের মৃত বালা মিয়ার ছেলে।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফি উদ্দিন খান জানান, দিদার হত্যা মামলার সন্দেহভাজন আসামি মেহেদী হাসান রাসেল। রাসেল নিজ বাড়িতে অবস্থান করছেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। রাসেলের বিরুদ্ধে কাশিয়ানী থানায় একাধিক চাঁদাবাজির মামলা রয়েছে।

হবিগঞ্জে যুবলীগ নেতা গ্রেপ্তার
হবিগঞ্জের বানিয়াচংয়ে ছাত্র-জনতার আন্দোলনে ৯ জনকে হত্যার অভিযোগে করা মামলায় যুবলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান রেখাছ মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বেলা আড়াইটার দিকে বানিয়াচং উপজেলার যাত্রাপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রেখাছ মিয়া বানিয়াচং উপজেলা যুবলীগের সভাপতি। মামলার তদন্ত কর্মকর্তা বানিয়াচং থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, এখন পর্যন্ত ৯ ছাত্র-জনতা হত্যা মামলায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

গত ৫ আগস্ট বানিয়াচংয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় পুলিশের গুলিতে শিশুসহ ৯ জন নিহত এবং শতাধিক আহত হন। এ সংঘর্ষে এক সাংবাদিক ও এক পুলিশ সদস্যও প্রাণ হারান। 

২২ আগস্ট নিহত শিশু হাসানের বাবা বাদী হয়ে এই ঘটনায় ১৬০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করে মামলা করেন।

আইনজীবী আলিফ হত্যা মামলায় ৪ আসামি রিমান্ডে

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৫ পিএম
আইনজীবী আলিফ হত্যা মামলায় ৪ আসামি রিমান্ডে
খবরের কাগজ গ্রাফিকস

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় চার আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টায় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৩-এর বিচারক আলমগীর হোসেন এ রিমান্ডের আদেশ দেন। 

আলিফ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ফারাঙ্গা এলাকার জামাল উদ্দিনের ছেলে। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য ছিলেন। 

আদালত সূত্র জানায়, আলিফ হত্যা মামলায় রিমান্ডপ্রাপ্তরা হলেন রিপন দাশ, রাজিব ভট্টাচার্য, আমান দাশ, বিশাল দাশ। তাদের মধ্যে রিপন দাশের ৫ দিন এবং বাকিদের ৪ দিনের রিমান্ড দেওয়া হয়।

এ বিষয়ে প্রসিকিউটর অ্যাডভোকেট রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, আলিফ হত্যা মামলার আসামিদের বিকেল সাড়ে ৪টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে নেওয়া হয়। পরে চার আসামির ৭ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। 

এর আগে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গত ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালতে নেওয়া হয়। আদালত চিন্ময় দাসের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। দুপুর সাড়ে ১২টার দিকে তাকে কারাগারে নেওয়ার জন্য প্রিজন ভ্যানে তোলা হয়। এ সময় চিন্ময় দাসের অনুসারীরা বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভকারীদের সরিয়ে দিতে পুলিশ ও বিজিবি লাঠিপেটা এবং সাউন্ড গ্রেনেড ছোড়ে। একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। সংঘর্ষ চলাকালে বিকেলে রঙ্গম কমিউনিটি হলসংলগ্ন এলাকায় চিন্ময় দাসের কয়েকজন অনুসারী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় আলিফের বাবা একটি হত্যা মামলা করেন।

অর্থপাচার মামলায় তারেক রহমান-মামুনের সাজা স্থগিত

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৪ পিএম
অর্থপাচার মামলায় তারেক রহমান-মামুনের সাজা স্থগিত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান- ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন

অর্থপাচার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের ৭ বছরের সাজা স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল ও ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হাসান।

ব্যারিস্টার কায়সার কামাল সাংবাদিকদের বলেন, তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান বিএনপির নেতৃত্ব দিচ্ছেন। তার ইমেজকে ক্ষুণ্ন করার জন্য রাজনৈতিক প্রতিহিংসায় সাত বছরের সাজা দিয়েছিলেন। আজকে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে আমাদের লিভ দিয়েছেন (আপিলের জন্য অনুমতি)। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে দুদক ও আমাদেরকে আপিলের সার সংক্ষেপ দিতে বলেছেন।

তিনি বলেন, সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে, সাত বছরের দণ্ড স্থগিত করেছেন। এই মামলায় দুইজন আসামি। দুইজনের ক্ষেত্রেই সাজা স্থগিত করা হয়েছে।

কায়সার কামাল বলেন, বিচারিক আদালতে তারেক রহমান খালাস পেলেও উচ্চ আদালতে তাকে সাজা দেওয়া হয়। এরূপ দৃষ্টান্ত বিচার ব্যবস্থায় বিরল। আমরা হাইকোর্ট রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতির আবেদন (লিভ টু আপিল) দায়ের করি। আজ আপিল বিভাগ লিভ মঞ্জুর (আপিলের অনুমতি) করে আদেশ দেন। আগামী ৩১ ডিসেম্বরে মধ্যে পক্ষদ্বয়কে আপিলের সারসংক্ষেপ জমা দিতে বলেছেন সর্বোচ্চ আদালত। পাশাপাশি হাইকোর্টের সাজাও স্থগিত করেছেন।

২০০৯ সালের ২৬ অক্টোবর রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় এ মামলাটি করে দুদক। এরপর ২০১০ সালের ৬ জুলাই তারেক রহমান ও গিয়াস উদ্দিন আল মামুনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়।

২০১১ সালের ৮ আগস্ট এ মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেন আদালত।

মামলাটিতে ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়, যাদের মধ্যে অভিযোগপত্রের বাইরের সাক্ষী হিসেবে ছিলেন মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) অ্যাজেন্ট ডেবরা লেপরোভেট।

মামলায় অভিযোগ করা হয়েছে, টঙ্গীতে প্রস্তাবিত ৮০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজ পাইয়ে দেওয়ার জন্য নির্মাণ কন্সট্রাকশন কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান খাদিজা ইসলামের কাছ থেকে গিয়াস উদ্দিন আল মামুন ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৮৪৩ টাকা নেন। সিঙ্গাপুরে এ টাকা লেনদেন হয়।

এরপর মামুন ওই অর্থ সিঙ্গাপুরের ক্যাপিটাল স্ট্রিটের সিটি ব্যাংক এনএতে তার নামের ব্যাংক হিসাবে জমা করেন। এ টাকার মধ্যে তারেক রহমান তিন কোটি ৭৮ লাখ টাকা খরচ করেন বলে মামলায় অভিযোগ করা হয়।

এ মামলায় ২০১৩ সালের ১৭ নভেম্বর তারেক রহমানকে বেকসুর খালাস দিয়ে গিয়াস উদ্দিন আল মামুনকে অর্থপাচার মামলায় ৭ বছরের কারাদণ্ড দেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালত।

রায়ে কারাদণ্ডের পাশাপাশি মামুনকে ৪০ কোটি টাকা জরিমানাও করা হয়। পাচার করা ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৬১৩ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করারও নির্দেশ দেন আদালত।

এ রায়ের বিরুদ্ধে ওই বছরের ৫ ডিসেম্বর আপিল করে দুদক। ২০১৪ সালের ১৯ জানুয়ারি এ আপিল শুনানির জন্য গ্রহণ করেন। পাশাপাশি গিয়াস উদ্দিন মামুনও আপিল করেন। দুই আপিলের শুনানি শেষে ২০১৬ সালের ২১ জুলাই  তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ড দেন হাইকোর্ট। একই সঙ্গে ২০ কোটি টাকা জরিমানা করা হয়।

একই মামলায় গিয়াস উদ্দিন আল মামুনের সাত বছরের কারাদণ্ডের সাজা বহাল রাখেন হাইকোর্ট।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের হাইকোর্ট বেঞ্চ ওই রায় দেন।

ওই রায়ের বিরুদ্ধে গিয়াস উদ্দিন মামুন আপিল বিভাগে লিভ টু আপিল করেন। আজ এই লিভ টু আপিল মঞ্জুর করে সাজার কার্যকারিতা স্থগিত করা হয়।

অমিয়/

দুর্নীতির অভিযোগের রিট খারিজ অর্ধশত বিচারকের

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ০২:৪৭ পিএম
আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৬ পিএম
দুর্নীতির অভিযোগের রিট খারিজ অর্ধশত বিচারকের
খবরের কাগজ ফাইল

গণমাধ্যমে প্রকাশিত ‘অবিশ্বাস্য সম্পদ’ বিষয়ে অধস্তন আদালতের প্রায় অর্ধশত বিচারক-কর্মকর্তার তদন্তের নির্দেশনা চেয়ে আনা রিট পিটিশন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের  ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।

এ সময় রিটের পক্ষে শুনানি করেন রিটকারী এডভোকেট আমিমুল এহসান জোবায়ের এবং রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত এটর্নি জেনারেল আরশাদুর রউফ।

এর আগে ১৪ অক্টোবর একটি জাতীয় দৈনিকে  'অবিশ্বাস্য সম্পদ অর্ধশত বিচারক-কর্মকর্তার' শিরোনামে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে আইন সচিব, দুদক চেয়ারম্যান, সুপ্রিম কোর্টের রেজিস্টার জেনারেলসহ সংশ্লিষ্টদের বিবাদী করে সোমবার (৯ ডিসেম্বর) রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আমিমুল এহসান জুবায়ের। পরে রিটের শুনানি শেষে খারিজ করে দেন হাইকোর্ট। 

মেহেদী

‘জয় বাংলা’ আর জাতীয় স্লোগান নয়

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ০১:১৬ পিএম
আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪, ০১:৫০ পিএম
‘জয় বাংলা’ আর জাতীয় স্লোগান নয়
হাইকোর্ট

‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। 

মঙ্গলবার (১০ ডিসেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে সোমবার জাতীয় স্লোগান হিসেবে ‘জয় বাংলা’ স্থগিত চেয়ে করা আবেদনের শুনানি হওয়ার কথা ছিল আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চে। 

তবে সে সময় অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক শুনানির জন্য দাঁড়ালে শুরুতেই আপিল বিভাগ বলেন, ‘এটি পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হওয়া দরকার। সে কারণে এটি যখন ফুলকোর্ট বসবে তখনই শোনা হবে।’

‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে চলতি মাসের প্রথমদিকে আবেদন করেছিল রাষ্ট্রপক্ষ। 

এর আগে ২০২০ সালের ১০ মার্চ ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেন বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। 

বাংলায় দেওয়া রায়ের আদেশের অংশে আদালত বলেন, ‘আমরা ঘোষণা করছি যে, জয় বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান হবে।’

এর আগে ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা চেয়ে ২০১৭ সালে সুপ্রিম কোর্টের আইনজীবী ড. বশির আহমেদের করা রিটের শুনানি শেষে এ রায় দেন হাইকোর্ট।

পরে ২০২২ সালের ২০ ফেব্রুয়ারি ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন দেয় তৎকালীন সরকার।

পপি/অমিয়/

শমী কায়সারের জামিন

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ১২:৩৭ পিএম
আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪, ১২:৪৩ পিএম
শমী কায়সারের জামিন
শমী কায়সার

ই-কর্মাস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সাবেক সভাপতি অভিনেত্রী শমী কায়সারকে রাজধানীর উত্তরা পূর্ব থানায় করা হত্যাচেষ্টার মামলায় তিন মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে গত ৫ নভেম্বর রাতে রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডের ৫৩ নম্বর বাসা থেকে শমী কায়সারকে গ্রেপ্তার করা হয়।

পরে তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

রিমান্ড শেষে গত ৯ নভেম্বর শমী কায়সারকে কারাগারে পাঠানো হয়।

অমিয়/

'), descriptionParas[2].nextSibling); } if (descriptionParas.length > 6 && bannerData[arrayKeyTwo] != null) { if (bannerData[arrayKeyTwo].type == 'image') { descriptionParas[0].parentNode.insertBefore(insertImageAd(bannerData[arrayKeyTwo].url, ('./uploads/ad/' + bannerData[arrayKeyTwo].file)), descriptionParas[5].nextSibling); } else { descriptionParas[0].parentNode.insertBefore(insertDfpCodeAd(bannerData[arrayKeyTwo].custom_code), descriptionParas[5].nextSibling); } } if (descriptionParas.length > 9 && bannerData[arrayKeyThree] != null) { if (bannerData[arrayKeyThree].type == 'image') { descriptionParas[0].parentNode.insertBefore(insertImageAd(bannerData[arrayKeyThree].url, ('./uploads/ad/' + bannerData[arrayKeyThree].file)), descriptionParas[8].nextSibling); } else { descriptionParas[0].parentNode.insertBefore(insertDfpCodeAd(bannerData[arrayKeyThree].custom_code), descriptionParas[8].nextSibling); } } });