কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাসে পেট্রলবোমা ছুড়ে আট যাত্রীকে পুড়িয়ে হত্যা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) শহিদুল হক, সংসদ সচিবালয়ের যুগ্মসচিব গোলাম কিবরিয়াসহ তিনজনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১১ নভেম্বর) সকালে সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৪নং আমলি আদালতের বিচারক ফারহানা সুলতানা তাদের রিমান্ড মঞ্জুর করেন।
আগামী ২৭ নভেম্বরের মধ্যে রিমান্ড কার্যকরের জন্য তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন আদালত।
রিমান্ডের অপর আসামি হলেন বুড়িচং উপজেলার জহিরুল ইসলাম সেলিম।
কুমিল্লা জেলা জজ আদালতের পিপি ও বাদী পক্ষের আইনজীবী কাইমুল হক রিংকু বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার তাদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা প্রত্যেক আসামির ১০ দিন করে রিমান্ড আবেদন করেন। পরে আদালত দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ সরকারের সময় এই মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ অসংখ্য নেতা-কর্মীকে হয়রানি করা হয়েছিল। বর্তমানে আসল আসামিরা বিচারের মুখোমুখি হবে বলে আমরা আশা করি।’
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আকতারুজ্জামান বলেন, ৮ বাসযাত্রী হত্যা মামলায় এই তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাটি তদন্ত করছেন থানার উপ-পরিদর্শক মশিউর আলম।
২০১৫ সালে ৩ ফেব্রুয়ারি চৌদ্দগ্রামের জগমোহনপুরে আইকন পরিবহনের একটি বাসে পেট্রলবোমা নিক্ষেপ করে আট যাত্রীকে হত্যা করা হয়। এই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ ৬৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করা হয়।
আর সরকার পতনের পর ১১ সেপ্টেম্বর কুমিল্লা আদালতে একই ঘটনায় পাল্টা মামলা করেন বাসটির তত্ত্বাবধায়ক পরিচয়দানকারী আবুল খায়ের।
তাছাড়া সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক, র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ, কুমিল্লার সাবেক পুলিশ সুপার টুটুল চক্রবর্তীসহ ১৯০ জনকে আসামি করা হয়েছে।
জহির শান্ত/মেহেদী