সাবেক সংসদ সদস্য (এমপি) হাজি সেলিমের ছেলে সোলাইমান সেলিম আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ বলে স্লোগান দিয়েছেন। এ সময় তিনি বলেন, ‘শেখ হাসিনা আবারও আসবেন।’
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) তাকে আদালতে তোলার সময় এবং আদালত থেকে বের করে হাজতখানায় নেওয়ার সময় স্লোগান দেন তিনি।
এদিন পৃথক দুটি হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক দুই এমপি সোলাইমান সেলিম ও আলী আজমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, রাজধানীর চকবাজার থানায় দায়ের করা রাকিব হাওলাদার হত্যা মামলায় গ্রেপ্তার ঢাকা-৭ আসনের সাবেক এমপি সোলাইমান সেলিমকে এদিন আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে চেয়ে আবেদন করে পুলিশ। তবে মামলার মূল নথি মহানগর দায়রা আদালতে থাকায় রিমান্ডবিষয়ক শুনানি হয়নি। শুনানির জন্য আগামী ২৭ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।
আদেশের পর তাকে আদালত থেকে হাজতখানায় নিয়ে যাওয়ার সময় আদালত অঙ্গনে সোলাইমান সেলিম দুই হাত উঁচু করে চিৎকার করে বলতে থাকেন ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’।
এদিকে রাজধানীর মিরপুর থানায় করা নাহিদুল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার ভোলা-২ আসনের সাবেক এমপি আলী আজমকে এদিন আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। আসামিপক্ষ এর বিরোধিতা করে জামিন আবেদন করে। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত আলী আজমকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত বুধবার সাবেক এই দুই এমপিকে গ্রেপ্তার করা হয় বলে জানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সাবেক পুলিশ কর্মকর্তা আলেপ রিমান্ডে
সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে রাজধানীর যাত্রাবাড়ীতে জোবায়ের ওমর খানকে হত্যার অভিযোগে করা মামলায় এই আদেশ দেন আদালত। গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমানের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে গত বুধবার রাতে বরিশাল থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ।