সাবেক মন্ত্রী ফারুক খান, সাদেক খানসহ চারজনকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
রবিবার (৮ ডিসেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডিতে শিক্ষার্থী শামীম হত্যা মামলায় এ রিমান্ড আদেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।
অন্য আসামিরা হলেন- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানভীর সৈকত।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা তাদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক (ফারুকী) রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। আর আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।
এ সময় সাবেক এমপি সাদেক খান ও সাবেক কাউন্সিলর মানিক আওয়ামী লীগের কেউ নন বলে জানান আসামিপক্ষের আইনজীবী। তাদের বিরুদ্ধে হত্যার সুনির্দিষ্ট অভিযোগ নেই বলেও তিনি উল্লেখ করেন।
মাহমুদুল আলম/মেহেদী/অমিয়/