বিভিন্ন মামলায় আদালত কারাবন্দি দুই সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন ও কামরুল ইসলাম, পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) লালবাগ বিভাগের সাবেক উপকমিশনার মশিউর রহমান এবং গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুজ্জামান কিরণকে পৃথক মামলায় গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক বিভিন্ন মামলায় আদালত এসব আদেশ দেন।
এদিকে বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর চানখাঁরপুলে গুলিতে ছাত্রদল নেতা মানিক মিয়া নিহতের ঘটনায় করা মামলায় আদালত আওয়ামী লীগ আমলের সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। অন্যদিকে বিএনপির মহাসমাবেশে যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক সচিব শাহ কামালকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ গতকাল সোমবার এসব আদেশ দেন।
এর মধ্যে রাজধানীর মতিঝিল থানার এক মামলায় রাশেদ খান মেননকে, রাজধানীর কামরাঙ্গীরচর থানার দুই মামলায় কামরুল ইসলামকে, চকবাজার থানার মামলায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও মশিউর রহমানকে এবং উত্তরা পশ্চিম থানার মামলায় আসাদুজ্জামান কিরণকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত।
এদিকে সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজধানীর চানখাঁরপুলে গুলিতে ছাত্রদল নেতা মানিক মিয়া নিহতের ঘটনায় করা মামলায় আদালত এই নির্দেশ দেন। আর বিএনপির মহাসমাবেশে যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক সচিব শাহ কামালকে আদালত দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন। সংশ্লিষ্ট আবেদনের ওপর শুনানি শেষে এসব আদেশ দেন আদালত।
মামলায় উল্লেখ করা হয়, মুন্সীগঞ্জের ছাত্রদল নেতা মানিক মিয়া গত ৫ আগস্ট ঢাকার চানখাঁরপুলে মাথায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান। বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক ওই ঘটনায় রাজু আহমেদ (৩০) নামে একজন বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। এই মামলার ২ নম্বর এজাহারনামীয় আসামি পলক।
আরেক মামলায় উল্লেখ করা হয়, গত বছরের ২৮ অক্টোবর বিএনপি কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী রাজধানীতে মহাসমাবেশ ডাকে। ওই মহাসমাবেশকে পণ্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে। বিএনপি নেতা-কর্মীদের হত্যা ও গুম করার উদ্দেশ্যে পুলিশের সহায়তায় বিএনপির ঢাকার মহাসমাবেশে হামলা চালানো হয়। এতে বিএনপির অনেক নেতা-কর্মী আহত হন। ওই ঘটনায় যুবদল নেতা শামীম মারা যান। এ ঘটনায় রাজধানীর পল্টন থানায় গত ২৪ সেপ্টেম্বর একটি মামলা করা হয়।
এদিকে বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গান বাংলার’ ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসকে এক মামলায় গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আদালত। অস্ত্রের ভয় দেখিয়ে মারধর করে প্রতিষ্ঠানটির মালিকানা দখলের অভিযোগে করা মামলায় আদালত এই আদেশ দেন। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত এই নির্দেশ দেন।