
রাষ্ট্রদ্রোহ মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. সাইফুল ইসলাম এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের নাজির নেছার আহমেদ বলেন, চিন্ময়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা শুশানিতে জামিন নামঞ্জুর করেছে আদালত।
শুনানি উপলক্ষে চট্টগ্রাম আদালতের নিরাপত্তা জোরদার করা হয়েছে। শুনানির পর মিছিল নিয়ে বের হয় চট্টগ্রাম বার অ্যাসোসিয়েশন।
সিনিয়র আইনজীবী শামসুল আলম বলেন, চিন্ময়ের ফাঁসি চাই আমরা। তার কারণে আমাদের একজন আইনজীবী খুন হয়েছে।
গত ১২ ডিসেম্বর চিন্ময়ের পক্ষে আগাম শুনানির জন্য উচ্চ আদালত থেকে ওকালতনামা স্বাক্ষর করে নিয়ে এসেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ। কিন্তু চট্টগ্রাম বারের আইনজীবীর ওকালতনামা দিয়েই মামলায় লড়তে হবে - এমনটাই জানিয়েছেন আদালত। পরপর তিনবার এজলাস বসলেও স্থানীয় বারের কোনো আইনজীবী ওকালতনামা দেননি। ফলে রবীন্দ্র ঘোষের আবেদন নথিভুক্ত করে আবারও ২ জানুয়ারিই শুনানির দিন ধার্য করেছিলেন আদালত।
চট্টগ্রাম বারের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস চট্টগ্রাম বারের আইনজীবী হত্যার আসামি। তার পক্ষে চট্টগ্রামের কোনো আইনজীবী দাঁড়াতে রাজি নন। আমরা আমাদের ভাই আলিফ হত্যার জন্য চিন্ময় দাসের শাস্তি চাই।
অমিয়/