
সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ (ফ্রিজ) করা হয়েছে। অন্যদিকে সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও তার স্ত্রী হোসনে আরা বেগমের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব ওই আদেশ দেন।
দীপু মনির ১৬টি ব্যাংক অ্যাকাউন্টে বর্তমানে ২ কোটি ৩৯ লাখ ৫ হাজার ৫০২ টাকা রয়েছে। অ্যাকাউন্টগুলোতে জমা ৩১ কোটি ৯ লাখ ৩৭ হাজার ৬১৬ টাকার মধ্যে ২৮ কোটি ৭০ লাখ ৫৫ হাজার ১১৫ টাকা উত্তোলন করা হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান অ্যাকাউন্টগুলো অবরুদ্ধ করার আবেদন করেন।
দীপু মনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের শাসনামলে তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী, সমাজকল্যাণমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন।
গত বছরের ১৯ আগস্ট রাতে রাজধানীর বারিধারা থেকে গ্রেপ্তার হন দীপু মনি। তার বিরুদ্ধে কয়েকটি হত্যা মামলা রয়েছে। বর্তমানে তিনি কারাগারে আছেন।
এদিকে সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার আবেদন করেন দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন। গত ৩ ফেব্রুয়ারি নুরুজ্জামান আহমেদ, তার স্ত্রী হোসনে আরা বেগম ও ছেলে রাকিবুজ্জামানের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করে দুদক।