
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করা বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদনে মোবাইল কোর্টের দণ্ড প্রদানের ক্ষমতা সংশোধনের সুপারিশ করা হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) কমিশনের ওয়েবসাইট এবং প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো সংস্কার প্রস্তাবের সারসংক্ষেপ থেকে এ তথ্য জানা গেছে। মোট ২৮ দফা প্রস্তাবের ২০ নম্বরে রয়েছে মোবাইল কোর্ট সংক্রান্ত অংশটি।
প্রতিবেদনে মোবাইল কোর্ট আপিল বিভাগের বিচারাধীন মামলার সিদ্ধান্ত সাপেক্ষে মোবাইল কোর্টের দণ্ড প্রদানের ক্ষমতা সংশোধন করে শুধুমাত্র জরিমানা প্রদানের বিধান করা এবং বিভিন্ন আইনে বর্ণিত ক্ষেত্রে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটগণ কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনার বিধান রাখার সুপারিশ করা হয়েছে।
গত ৫ ফেব্রুয়ারি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদনটি হস্তান্তর করেন বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান।
সূত্র: বাসস
সিফাত/