
টাঙ্গাইল-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ছানোয়ার হোসেনসহ তিনজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। পাশাপাশি বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টার ঘটনায় রাজধানীর ভাটারা থানার একটি মামলায় তাদের রিমান্ড শুনানির দিন আগামীকাল সোমবার ধার্য করা হয়েছে।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুমা রহমান এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের আদালতে হাজির করে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
অন্য দুই আসামি হলেন আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন সাদেক ঢালী ও ব্রাহ্মণবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আবু মুসা আনসারী।
গতকাল শনিবার (১৫ ফেব্রুয়ারি) মধ্যরাতে ভাটারা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
মামলার বিবরণে জানা যায়, গত ৫ আগস্ট রাজধানীর বারিধারা এলাকায় ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন মিঠুন ফকির। এ সময় আসামিদের ছোড়া গুলিতে আহত হন তিনি। পরে কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা শেষে ১১ আগস্ট বাসায় ফেরেন তিনি। এ ঘটনায় গত ১৯ ডিসেম্বর মিঠুন ফকির ৮৮ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ২০০-৩০০ জনকে আসামি করে ভাটারা থানায় একটি হত্যাচেষ্টার মামলা করেন।
ছানোয়ার ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে প্রথমবার ও ২০১৮ সালে দ্বিতীয় দফায় এমপি নির্বাচিত হন।
এদিকে গতকাল শনিবার রাতে রাজধানীর প্রগতি সরণিতে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম আনসারী অপূর্বকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, ১৯ জুলাই বাড্ডা থানার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পশ্চিম পাশে প্রগতি সরণি সড়কে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী তৌফিকুল ইসলাম ভূঁইয়া (৪৩) গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় তৌফিকুলের স্ত্রী ইসমাত জাহান ইলোরা বাদী হয়ে ২৮ জুলাই বাড্ডা থানায় একটি মামলা করেন। গ্রেপ্তার অপূর্ব ওই মামলার সন্দেহভাজন আসামি।