
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের দুই শরিক নেতা হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন এবং টাঙ্গাইল-৫ আসনে সাবেক এমপি ছানোয়ার হোসেনসহ তিনজনকে দুই থানার পৃথক মামলায় তিন দিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক শুনানি শেষে এ আদেশ দেন।
গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের শেষ দিন মিরপুরে গোল চত্বর এলাকায় গুলিতে আনোয়ার হোসেন পাটোয়ারী নিহত হওয়ার ঘটনায় রাজধানীর মিরপুর মডেল থানার মামলায় ইনু-মেননকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক নাসির উদ্দিন আসামিদের পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
টাঙ্গাইল-৫ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ার হোসেনসহ আওয়ামী লীগ নেতা সাদেক ঢালী ওরফে সালাউদ্দিন সাদেক ঢালী ও ব্রাহ্মণবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আবু মুসা আনসারীকে রাজধানীর ভাটারা থানার মিঠুন ফকির হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এ মামলার তদন্ত কর্মকর্তা ফরহাদ কালাম সুজন আসামিদের সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানিতে আসামিদের আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিন চেয়ে আবেদন করেন। বিচারক সবার রিমান্ড মঞ্জুর করেন।
গত বছরের ২২ আগস্ট ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে গুলশান থেকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর ২৬ আগস্ট উত্তরা থেকে গ্রেপ্তার হন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু। গ্রেপ্তারের পর দুজনকেই বিভিন্ন থানার মামলায় কয়েক দফায় রিমান্ডে নেওয়া হয়।
ছানোয়ারসহ তিনজনকে গত শনিবার ভাটারা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে পুলিশ।
ছানোয়ার টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে প্রথমবার ও ২০১৮ সালে দ্বিতীয়বার বিজয়ী হন তিনি।