
সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী ও কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহসভাপতি সৈয়দা মোনালিসা ইসলামের তিন দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বেগম শারমিন নাহার এ আদেশ দেন।
এর আগে সোমবার দুপুরে মোনালিসাকে আদালতে হাজির করা হয়। পুলিশের পক্ষ থেকে একটি মামলায় সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গতকাল রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে মোনালিসাকে আটক করা হয়। পরে তাকে দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
কোর্ট ইন্সপেক্টর মানস রঞ্জন দাস বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্রদের করা মামলায় মোনালিসাকে তিন দিনের রিমান্ড দেওয়া হয়েছে। আর পলি খাতুন নামের এক নারীর করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।’
জানা গেছে, মোনালিসার গ্রেপ্তারের খবরে রবিবার রাতে মেহেরপুর জেলাশহর ছাড়াও গ্রামগঞ্জে মিষ্টি বিতরণ করা হয়েছে। তার নামে মেহেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলাসহ বেশ কয়েকটি অভিযোগে তিনটি মামলা রয়েছে।