
সাবেক প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন ও জুনাইদ আহমেদ পলকের স্ত্রী আরিফা জেসমিনের স্থাবর সম্পত্তি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ করা ছাড়াও দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম পৃথক আবেদন দাখিল করে উভয় আসামির স্থাবর সম্পদ জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ করাসহ দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ প্রার্থনা করেন। শুনানি শেষে বিচারক আবেদনগুলো মঞ্জুর করেন।
জাকিরের সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আবেদনে বলা হয়, তার নামে ১৩৭ শতক জমি ছাড়াও ৯টি ব্যাংক হিসাবে ৪ কোটি ৬৭ লাখ টাকা রয়েছে। তার অর্জিত স্থাবর/অস্থাবর সম্পদ হস্তান্তর/স্থানান্তর/দলিল সম্পাদন বা অন্য কোনো পন্থায় মালিকানা পরিবর্তন/হস্তান্তর সম্ভাবনা রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তার স্থাবর সম্পদ জব্দ ও অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা আবশ্যক।
দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদনে বলা হয়, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অকল্পনীয় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তার বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দেওয়া আবশ্যক। গত ২১ জানুয়ারি জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে জাকির হোসেনের বিরুদ্ধে মামলা করে দুদক।
মামলায় বলা হয়, জাকির হোসেন অসৎ উদ্দেশ্যে নিজ স্বার্থে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য সরকারের দায়িত্বশীল পদে থেকে অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১২ কোটি ৮১ লাখ ১৪ হাজার ৩৮৯ টাকার সম্পদ অর্জন করে তা দখলে রেখেছেন। তিনি নিজ নামে ৯টি ব্যাংক হিসাবে ১৭ কোটি ৫৬ লাখ ১৯ হাজার ২৭৭ টাকা জমা এবং ১২ কোটি ৮৯ লাখ ১২ হাজার ৮১০ টাকা উত্তোলনের মাধ্যমে অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে এর হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করার অপরাধ করেছেন।
এ ছাড়া জুনাইদ আহমেদ পলকের স্ত্রী আরিফা জেসমিনের ২৮ বিঘা জমি জব্দ ও ১৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আবেদনে বলা হয়, তার নামে অর্জিত স্থাবর/অস্থাবর সম্পদ হস্তান্তর/স্থানান্তর/দলিল সম্পাদন বা অন্য কোনো পন্থায় মালিকানা পরিবর্তন/হস্তান্তর করার সম্ভাবনা রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে স্থাবর সম্পদ জব্দ ও অস্থাবর সম্পদ অবরুদ্ধ করার পাশাপাশি বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দেওয়া প্রয়োজন।
গত বছরের ১২ ডিসেম্বর পলক ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় বলা হয়, আরিফা জেসমিনের নামে ৯ কোটি ৫৮ লাখ ৯৩ হাজার ৪৩৩ টাকা জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ পাওয়া যায়। তার নামে ৩১টি ব্যাংক হিসাবে ২২ কোটি ৩৪ লাখ ৭১ হাজার ৯৭৯ টাকা জমা এবং ১৭ কোটি ৫৬ লাখ ৮২ হাজার ৮৭৭ টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে।