
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার ও পুলিশ সুপার (এসপি) তানভীর সালেহীন ইমনকে রাজধানীর পৃথক মামলায় বিভিন্ন মেয়াদে রিমান্ড দিয়েছেন আদালত।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) মামলার আলাদাভাবে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালত এ আদেশ দেন।
গত বছর বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যার ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় হওয়া মামলায় শুনানি শেষে তাদের রিমান্ড দেওয়া হয়। আদালতে রিমান্ড আবেদনের বিরোধিতা করে জামিন চান আসামিদের আইনজীবীরা। শুনানি শেষে তদন্ত কর্মকর্তাদের প্রার্থিত মেয়াদে আসামিদের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। এর আগে আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পৃথক মামলায় তদন্ত কর্মকর্তারা বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে উত্তরায় ন্যাশনাল ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহিন হত্যার ঘটনায় উত্তরা পশ্চিম থানার মামলায় পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করা হয়। সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে মিরপুর মডেল থানার আনোয়ার হোসেন পাটোয়ারী হত্যা মামলায় পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করা হয়।
সাবেক পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদারকে রাজধানীর পল্টনে বিএনপির সমাবেশে যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাত দিন রিমান্ডে নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
এ ছাড়া, পুলিশ সুপার (এসপি) তানভীর সালেহীন ইমনকে রাজধানীর নিউমার্কেট থানার আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় রিমান্ডে নিয়ে সাত দিন জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেওয়া হয়েছে।