ঢাকা ১০ চৈত্র ১৪৩১, সোমবার, ২৪ মার্চ ২০২৫
English

উত্তরায় প্রকাশ্যে কোপানোর ঘটনায় আরও তিনজন রিমান্ডে

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৯ পিএম
উত্তরায় প্রকাশ্যে কোপানোর ঘটনায় আরও তিনজন রিমান্ডে
উত্তরায় প্রকাশ্যে নারী-পুরুষ কোপানোর ঘটনায় গ্রেপ্তাররা। ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় প্রকাশ্যে নারী-পুরুষ কোপানোর ঘটনার মামলায় কিশোর গ্যাংয়ের আরও তিন সদস্যকে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

রিমান্ডে নেওয়া তিন আসামি হলেন আলফাজ মিয়া ওরফে শিশির (২২), সজীব (২০) ও মেহেদী হাসান সাইফ (২৪)। এর আগে গতকাল মঙ্গলবার মোবারক হোসেন (২৫) ও রবি রায়কে (২২) দুই দিনের রিমান্ডে পাঠান আদালত।

আদালত সূত্রে জানা যায়, বুধবার মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক মো. দ্বীন ইসলাম ওই তিন আসামিকে আদালতে হাজির করেন। তিনি তাদের সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি চেয়ে আবেদন করেন। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) রওনক জাহান ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে জানান, হামলায় জড়িত সবাইকে গ্রেপ্তার করা হয়েছে। সাইফ ও সজীবকে মঙ্গলবার রাতে টঙ্গী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আর আবদুল্লাহপুর এলাকা থেকে আলফাজকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ভুক্তভোগীদের কুপিয়েছেন আলফাজ ও সাইফ। রবির বিরুদ্ধে আগে থেকেই থানায় মামলা ছিল।

তিনি জানান, গত সোমবার রাত ৯টার দিকে উত্তরা ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর সড়কে প্রকাশ্যে নারী-পুরুষকে কোপানো হয়। এই ঘটনায় মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া হামলায় ব্যবহৃত দুটি রামদা উদ্ধার করেছে পুলিশ।

হামলার ঘটনায় গতকাল মঙ্গলবার ভোরে উত্তরা পশ্চিম থানায় ভুক্তভোগী নাসরিন আক্তার ইফতি সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন।

 

ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হতে পারে: চিফ প্রসিকিউটর

প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ০৮:৪০ পিএম
ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হতে পারে: চিফ প্রসিকিউটর
চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। ছবি: সংগৃহীত

জুলাই-আগস্টে গণহত্যার বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হতে পারে।

সোমবার (২৪ মার্চ) বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ তথ্য জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

সেখানে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, বর্তমানে একটি ট্রাইব্যুনাল আছে। ট্রাইব্যুনালে জুলাই-আগস্টের মামলার সংখ্যা বেড়েছে, আসামির সংখ্যা বেড়েছে। এ কারণে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে। এ ছাড়া তদন্তে গতি আনতে তদন্ত সংস্থা ও প্রসিকিউশনে জনবল বাড়ানোর বিষয়টিও সরকার বিবেচনা করছে।  

মিরপুরে গণহত্যা মামলার প্রতিবেদন ১৮ জুন

জুলাই-আগস্টে মিরপুরে গণহত্যার অভিযোগে দারুস সালাম অঞ্চলের পুলিশের সাবেক এডিসি এম এম মইনুল ইসলামসহ অন্য আসামিদের বিষয়ে আগামী ১৮ জুন তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 

সোমবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। 

রামপুরায় ছাত্র হত্যা মামলায় প্রতিবেদন ২৮ জুন

একই ট্রাইব্যুনাল আরেক আদেশে রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা এক ছাত্রকে গুলি করার ঘটনায় পুলিশের সাবেক এসআই চঞ্চল চন্দ্র ও সাবেক এসি রাজেন কুমার সাহাসহ সংশ্লিষ্ট আসামিদের বিষয়ে আগামী ২৮ এপ্রিল প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

নতুন মামলায় গ্রেপ্তার কামরুল-আতিক-কামাল

প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ০২:৫৪ পিএম
নতুন মামলায় গ্রেপ্তার কামরুল-আতিক-কামাল
নতুন মামলায় সাবেক মন্ত্রী কামরুল ইসলাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম এবং সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলন নির্মূলে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক মন্ত্রী কামরুল ইসলাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম এবং সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার (২৪ মার্চ) তাদের কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তারা তাদের বিরুদ্ধে করা মামলার প্রেক্ষিতে গ্রেপ্তারির আবেদন জানান। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক তাদের গ্রেপ্তারি আবেদন মঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কাফরুল থানার তরিকুল ইসলাম রুবেল হত্যা মামলায় কামরুল ইসলাম ও কামাল আহমেদ মজুমদারকে এবং বাড্ডা থানার সাজিদ হাওলাদার হত্যা মামলায় আতিকুল ইসলাম ও কামরুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়।

এদিকে কামরুল ইসলাম গত ১৮ নভেম্বর, আতিকুল ইসলাম ১৬ অক্টোবর এবং কামাল আহমেদ মজুমদার ১৯ অক্টোবর রাতে পৃথকভাবে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার হন।

তাওফিক/ 

সাকিবের সম্পত্তি ক্রোকের আদেশ দিলেন আদালত

প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ০২:৩৩ পিএম
আপডেট: ২৪ মার্চ ২০২৫, ০২:৩৫ পিএম
সাকিবের সম্পত্তি ক্রোকের আদেশ দিলেন আদালত
সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

চেক ডিজঅনার মামলায় ক্রিকেটার সাকিব আল হাসানের সম্পত্তি ক্রোকের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

সোমবার (২৪ মার্চ) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান বাদী পক্ষের আবেদনের ভিত্তিতে এই আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, সাকিব আল হাসান এবং তার মালিকানাধীন অ্যাগ্রো ফার্ম লিমিটেডের বিরুদ্ধে আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে ঋণ গ্রহণ করে দুটি চেক ইস্যু করার অভিযোগ রয়েছে। চেক দুটি পরিশোধের জন্য ব্যাংকে জমা দিলে পর্যাপ্ত টাকা না থাকায় তা ডিজঅনার হয়, যার পরিমাণ প্রায় চার কোটি ১৫ লাখ টাকা।

এর আগে গত ১৫ ডিসেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে আইএফআইসি ব্যাংকের পক্ষে শাহিবুর রহমান বাদী হয়ে এ মামলা করেন। চেক মামলায়  সাকিব আল হাসানসহ চারজনকে আসামি করা হয়। অপর তিনজন হলেন-সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেডের এমডি গাজী শাহাগীর হোসাইন, প্রতিষ্ঠানটির পরিচালক ইমদাদুল হক ও মালাইকা বেগম।

আদালত এদিন (১৫ ডিসেম্বর) বাদীর জবানবন্দি গ্রহণ করে ১৯ জানুয়ারি আসামিদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। তবে আসামিরা আদালতে হাজির না হওয়ায় আদালত সাকিবসহ অপর তিন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

আজ (২৪ মার্চ) গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেন আদালত। তবে বাদীপক্ষ সাকিবের সম্পত্তি ক্রোকের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

তাওফিক/ 

ময়মনসিংহে সাবেক প্যানেল মেয়র ডন আবারও গ্রেপ্তার

প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ০১:০৮ পিএম
আপডেট: ২৪ মার্চ ২০২৫, ০১:১৩ পিএম
ময়মনসিংহে সাবেক প্যানেল মেয়র ডন আবারও গ্রেপ্তার
ছবি: খবরের কাগজ

ময়মনসিংহ সিটি করপোরেশনের সাবেক ১নং প্যানেল মেয়র ও ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আসিফ হোসেন ডনকে কারাগেট থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি খবরের কাগজকে নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, আসিফ হোসেন ডনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

আসিফ হোসেন ডন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রেদোয়ান আহমেদ সাগরকে হত্যা, বিএনপির পার্টি অফিস ভাঙচুর ও বিস্ফোরক আইনের মামলার আসামি। গত ৫ আগস্টের পর থেকেই তিনি পলাতক ছিলেন। পরে তার অবস্থান জানতে পেরে ২৫ অক্টোবর রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার আজমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর পর ডনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ২৫ ডিসেম্বর আদালত জামিন দিলে আবারও পালিয়ে যান ডন। পরে গত ২ ফেব্রুয়ারি দুপুরে নগরীর পাটগুদাম এলাকায় জেলা গোয়েন্দা পুলিশ ও কোতোয়ালি মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে পার্টি অফিস ভাঙচুর মামলায় তাকে গ্রেপ্তার করে। পরদিন তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

মিন্টু/মেহেদী/

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক আইজিপি শহীদুল হকসহ ৬ আসামি

প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ১২:০৯ পিএম
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক আইজিপি শহীদুল হকসহ ৬ আসামি
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জুলাই-আগস্টে গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সাবেক আইজিপি একেএম শহীদুল হকসহ ছয় আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

সোমবার (২৪ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে পৃথক তিনটি মামলায় ছয় আসামিকে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার এবং গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের গ্রেপ্তার ও প্রতিবেদন দাখিলের উপর শুনানি অনুষ্ঠিত হবে।

অন্যান্য আসামিরা হলেন- ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া এবং ডিএমপির মিরপুর বিভাগের সাবেক উপ-কমিশনার (ডিসি) মো. জসীম উদ্দীন মোল্লা, চঞ্চল চন্দন সরকার (সাবেক এএসআই), রাজন কুমার সাহা (সাবেক সহকারী পুলিশ কমিশনার) ও এসএম মাইনুল ইসলাম (সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার)।

এর মধ্যে রাজধানীর কল্যাণপুরে জাহাজ বিল্ডিং নামের একটি বাসায় ২০১৬ সালে কথিত জঙ্গি আস্তানায় অভিযানের নামে ৯ জনকে হত্যার ঘটনায় করা মামলায় সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিঞাসহ ৩ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সেই সঙ্গে রামপুরায় কার্নিশে ঝুলন্ত যুবককে দফায় দফায় গুলির ঘটনায় এসি রাজন কুমারসহ ২ জন ও গাবতলী এলাকায় গণহত্যার ঘটনায় এসি এসএম ময়নুল ইসলামকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।  

২০১৬ সালের ২৬ জুলাই রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ডসংলগ্ন ৫ নং সড়কের জাহাজ বিল্ডিং নামে একটি বাসায় অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের অভিযানে ৯জন ‘জঙ্গি’ নিহত হয়েছে বলা হয়। ওইদিন অভিযান শেষে ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন তৎকালীন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হক।

তিনি বলেছিলেন, নিহত ব্যক্তিরা নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য। ওই বাড়ি থেকে গুলশানের মতো বড় হামলার পরিকল্পনার তথ্য পুলিশের কাছে আগে থেকেই ছিল।

মেহেদী/