
রাজধানীর উত্তরায় প্রকাশ্যে নারী-পুরুষ কোপানোর ঘটনার মামলায় কিশোর গ্যাংয়ের আরও তিন সদস্যকে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডে নেওয়া তিন আসামি হলেন আলফাজ মিয়া ওরফে শিশির (২২), সজীব (২০) ও মেহেদী হাসান সাইফ (২৪)। এর আগে গতকাল মঙ্গলবার মোবারক হোসেন (২৫) ও রবি রায়কে (২২) দুই দিনের রিমান্ডে পাঠান আদালত।
আদালত সূত্রে জানা যায়, বুধবার মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক মো. দ্বীন ইসলাম ওই তিন আসামিকে আদালতে হাজির করেন। তিনি তাদের সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি চেয়ে আবেদন করেন। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) রওনক জাহান ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে জানান, হামলায় জড়িত সবাইকে গ্রেপ্তার করা হয়েছে। সাইফ ও সজীবকে মঙ্গলবার রাতে টঙ্গী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আর আবদুল্লাহপুর এলাকা থেকে আলফাজকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ভুক্তভোগীদের কুপিয়েছেন আলফাজ ও সাইফ। রবির বিরুদ্ধে আগে থেকেই থানায় মামলা ছিল।
তিনি জানান, গত সোমবার রাত ৯টার দিকে উত্তরা ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর সড়কে প্রকাশ্যে নারী-পুরুষকে কোপানো হয়। এই ঘটনায় মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া হামলায় ব্যবহৃত দুটি রামদা উদ্ধার করেছে পুলিশ।
হামলার ঘটনায় গতকাল মঙ্গলবার ভোরে উত্তরা পশ্চিম থানায় ভুক্তভোগী নাসরিন আক্তার ইফতি সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন।