
রাজধানীর পৃথক দুই থানায় করা হত্যা মামলায় সাবেক তথ্যপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের তিন দিন, ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিমের তিন দিন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই ছাত্রলীগ নেতার চার দিন রিমান্ড দিয়েছেন আদালত।
বুধবার (১২ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালত উভয় মামলার শুনানি শেষে তাদের রিমান্ড মঞ্জুর করেন।
রাজধানীর ধানমন্ডি থানায় রিয়াজ হত্যা মামলায় পলকসহ ছাত্রলীগের দুই নেতাকে এবং রাজধানীর লালবাগ থানায় মাদ্রাসাছাত্র হত্যা মামলায় সোলায়মান সেলিমকে রিমান্ডে পাঠানো হয়েছে। রিমান্ড পাওয়া ছাত্রলীগ নেতারা হলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাবির সূর্য সেন হলের সাধারণ সম্পাদক সিয়াম রহমান এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাবির ফজলুল হক মুসলিম হলের সভাপতি আনোয়ার হোসেন নাঈম।
এর আগে রাজধানীর ধানমন্ডি থানার রিয়াজ হত্যা মামলায় আসামিদের গ্রেপ্তার দেখিয়ে পলকসহ ছাত্রলীগের দুই নেতাকে আদালতে হাজির করা হয়। অন্যদিকে লালবাগ থানায় করা মাদ্রাসাছাত্র হত্যা মামলায় সেলিমকে গ্রেপ্তার দেখানো হয়।
উভয় মামলায় তদন্তকারী কর্মকর্তারা আসামিদের পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি চেয়ে আবেদন করেন। আর আসামিদের রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন তাদের আইনজীবীরা। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক রিমান্ডে নেওয়ার আদেশ দেন।