
সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, তার স্ত্রী পারভীন চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ ছাড়া দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) মো. সাফিনুল ইসলাম ও তার স্ত্রী সোমা ইসলামের।
এদিকে, ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য সাদেক খান, তার স্ত্রী ফেরদৌসী খান ও ছেলে ফাহিম সাদেক খানের ২১টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে। হিসাবগুলোর মধ্যে মিসেস ফেরদৌসী খানের ১৪টি, সাদেক খানের ৫টি ও ফাহিম সাদেক খানের ২টি। এসব হিসাবে ৪ কোটি ২০ লাখ ৭ হাজার ৬৮৬ টাকা রয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব পৃথক আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক কর্মকর্তার করা আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এসব আদেশ দেন।
মায়া ও তার স্ত্রী এবং বিজিবির সাবেক প্রধান মেজর জেনারেল (অব.) মো. সাফিনুল ইসলাম ও তার স্ত্রী সোমা ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের উপসহকারী পরিচালক সাবিকুন নাহার। সাদেক খান, তার স্ত্রী ও পুত্রের ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আবেদন করেন দুদকের সহকারী পরিচালক কে এম মর্তুজা আলী সাগর।
মেজর জেনারেল সাফিনুল ইসলাম ২০১৮ সালের ২৮ মার্চ থেকে ২০২২ সালের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত বিজিবির মহাপরিচালক ছিলেন।