ঢাকা ১০ বৈশাখ ১৪৩২, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
English
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

মনিটরিং কমিটি ফর সাবঅর্ডিনেট কোর্টস

প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ১২:১৫ এএম
মনিটরিং কমিটি ফর সাবঅর্ডিনেট কোর্টস
ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রধান বিচারপতি দেশের ৮টি বিভাগের জন্য হাইকোর্ট বিভাগের একজন বিচারপতিকে প্রধান করে পৃথক ৮টি Monitoring Committee for Subordinate Courts পুনর্গঠন করেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনকে ঢাকা-১ বিভাগের দায়িত্ব প্রদান করা হয়। গত ১১/১২/২০২৪ তারিখের ৩৪/২০২৪ জে নং এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।

Monitoring Committee for Subordinate Courts-এর ঢাকা-১ বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন বৃহস্পতিবার (২০ মার্চ) ঢাকা জেলার জেলা ও দায়রা জজ আদালত, ঢাকা মহানগর দায়রা জজ আদালতসহ অন্যান্য আদালত মনিটরিং/পরিদর্শন করেন এবং দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলে এবং সব বিচারকে নিয়ে বিকাল সাড়ে ৩টায় শহিদ জগন্নাথ-সোহেল স্মৃতি  মিলনায়তনে সব বিচারকদের উপস্থিতিতে সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।

এতে উপস্থিত ছিলেন- ঢাকার জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন,মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূরে আলম ভূইয়া, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য বিচারকরা।

এসময় বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকা আইনজীবী সমিতির সভাপতি খোরশেদ মিয়া আলম, সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম ও  ঢাকা জেলার পাবলিক প্রসিকিউটর ইকবাল হোসেন।

ড. ইউনূসের মানি লন্ডারিং মামলা বাতিল

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১০:৪৮ এএম
ড. ইউনূসের মানি লন্ডারিং মামলা বাতিল

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে করা মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল করেছেন আপিল বিভাগ।

বুধবার (২৩ এপ্রিল) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় দেন।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ড. ইউনূসের আপিল মঞ্জুর করে সর্বোচ্চ আদালত এ রায় দিলেন।

প্রধান উপদেষ্টা হওয়ার পর তড়িঘড়ি করে দুদকের মামলা প্রত্যাহার করে নেওয়া সঠিক ছিল না বলেও মন্তব্য করেন আদালত।

গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ১১ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারে করে নেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ড. ইউনূসের আইনজীবী বলেছেন, হয়রানি করতেই এ মামলা করা হয়েছিল। কাজেই যখন তিনি ক্ষমতায় আসেন, তখন দ্রুত মামলা প্রত্যাহারের আবেদন করে দুদক। দুদকের আবেদনে আদালত মামলাটি বাতিল করে দেন। এই প্রক্রিয়ায় মামলা বাতিল চাননি ড. মুহাম্মদ ইউনূস। আইনজীবীদের আইনি লড়াইয়ের নির্দেশ দেন তিনি।

ওরিয়ন গ্রুপের চেয়ারম্যানের মেয়েকে বিদেশ যাওয়ার অনুমতি

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ০৪:১২ পিএম
আপডেট: ২২ এপ্রিল ২০২৫, ০৭:৪৪ পিএম
ওরিয়ন গ্রুপের চেয়ারম্যানের মেয়েকে বিদেশ যাওয়ার অনুমতি
ছবি: সংগৃহীত

রাষ্ট্রীয় দায়িত্ব পালনের জন্য ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমের মেয়ে জারিন করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (২২ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব তার পক্ষে করা আবেদন  শুনানি শেষে মঞ্জুর করে ওই আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, সোমবার (২১ এপ্রিল) সরকারি দায়িত্ব পালনে বিদেশ গমনে অনুমতি চেয়ে আবেদন দাখিল  করেন জারিন করিম।‌

আবেদনে বলা হয়, জারিন করিম বাংলাদেশি কনস্যুলেটর হিসেবে ক্যারিবিয়ান রাষ্ট্র ডমিনিকান রিপাবলিকে দায়িত্ব পালন করছেন। সরকারি দায়িত্ব পালনে তিনি সেখানে যাওয়ার অনুমতি চান।

এর আগে গত ১৭ মার্চ ওবায়দুল করিম ও তার স্ত্রী আরজুদা করিমের চিকিৎসা ও ওমরা হজ পালনের জন্য অনুমতি চেয়ে আবেদন করা হলে একই আদালত আবেদন মঞ্জুর করেছিলেন। যদিও পরে দুদকের আবেদনে হাইকোর্ট ওই আদেশ স্থগিত করে।

গত ১৭ ফেব্রুয়ারি  ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান এবং তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানি লন্ডারিং সংক্রান্ত অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলছে মর্মে অবগত করে চলমান প্রক্রিয়ার সুষ্ঠু সম্পাদনের জন্য তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা প্রয়োজন বলে আবেদন করে দুদক।  এর পরিপ্রেক্ষিতে ওবায়দুল করিমসহ পরিবারের সদস্যদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। 

জলিল/মেহেদী/

মেঘনা আলমের সহযোগী ফের ৪ দিনের রিমান্ডে

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ০৪:১০ পিএম
আপডেট: ২২ এপ্রিল ২০২৫, ০৪:১৫ পিএম
মেঘনা আলমের সহযোগী ফের ৪ দিনের রিমান্ডে
মেঘনা আলমের সহযোগী মো. দেওয়ান সমিরের আবার চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ছবি: খবরের কাগজ

প্রতারণা ও চাঁদা দাবির মামলায় আলোচিত মডেল মেঘনা আলমের সহযোগী সানজানা ম্যান পাওয়ার প্রতিষ্ঠানের মালিক মো. দেওয়ান সমিরের আবার চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মেয়েদের দিয়ে বিদেশি রাষ্ট্রদূতদের প্রেমের ফাঁদে ফেলে অর্থ আদায়ের অভিযোগে রাজধানীর ধানমন্ডি থানায় করা এ মামলায় দ্বিতীয় দফায় তাকে রিমান্ডে নেওয়া হলো। 

পাঁচদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার (২২ এপ্রিল) তাকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক আক্তার মোর্শেদ।

আসামিকে ফের জিজ্ঞাসাবাদের জন্য সাতদিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। 

আসামির পক্ষে তার আইনজীবী রিমান্ড আবেদন নাকচ করে জামিন চেয়ে শুনানি করেন।

শুনানি শেষে ফের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম।

এর আগে ১৭ এপ্রিল একই মামলায় তার পাঁচদিন রিমান্ড মঞ্জুর করা হয়েছিল।

উজ্জ্বল/পপি/

চানখাঁরপুল হত্যা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ ৪ সপ্তাহের মধ্যে: চিফ প্রসিকিউটর

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ০৩:৫৫ পিএম
চানখাঁরপুল হত্যা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ ৪ সপ্তাহের মধ্যে: চিফ প্রসিকিউটর
চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে গত ৫ আগস্ট রাজধানীর চানখাঁরপুলে গুলি করে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আগামী চার সপ্তাহের মধ্যে (ফরমাল চার্জ) আনুষ্ঠানিক অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনালে দাখিল করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

মঙ্গলবার (২২ এপ্রিল) এই মামলায় তদন্ত সংস্থার জমা দেওয়া তদন্ত প্রতিবেদন যাচাই-বাছাই শেষে আনুষ্ঠানিক অভিযোগ হিসেবে দাখিল করতে চার সপ্তাহ সময় চান চিফ প্রসিকিউটর। 

এরপর ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্র্যাইব্যুনাল সময় আবেদন মঞ্জুর করে আগামী ২৫ মে এই মামলায় পরবর্তী তারিখ ধার্য করেন।

গত ২০ এপ্রিল এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে বলে গতকাল সোমবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। 

সে সময় চিফ প্রসিকিউটর বলেন, ‘জুলাই আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এটিই প্রথম দাখিল করা কোনো তদন্ত প্রতিবেদন এবং আশা করি, এই প্রতিবেদনটি যাচাই-বাছাই করে ট্রাইব্যুনালে প্রথম ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ) হিসেবে দাখিল করা হবে।’

চিফ প্রসিকিউটর আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনালের তদন্ত সংস্থার দেওয়া এই মামলার তদন্ত প্রতিবেদনটি ৯০ পৃষ্ঠার। এই তদন্ত করতে তদন্ত সংস্থার সময় লেগেছে ছয় মাস ১৩ দিন। এই তদন্ত প্রতিবেদনে ৭৯ সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়েছে। এছাড়া ১৯টি ভিডিও, প্রত্রিকার ১১টি রিপোর্ট, দুটি অডিও, বই ও রিপোর্ট ১১টি এবং ছয়টি ডেথ সার্টিফিকেট সংযুক্ত করা হয়েছে।

তদন্ত প্রতিবেদনে আসামি করা হয়েছে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ আটজনকে। যাদের মধ্যে গ্রেপ্তার আছেন- ইন্সপেক্টর আরশাদ, কনস্টেবল মো. সুজন, কনস্টেবল ইমাজ হোসেন ইমন ও কনস্টেবল নাসিরুল ইসলাম।

এই তদন্ত প্রতিবেদনের অভিযোগে বলা হয়, রাজধানীর চানখাঁরপুল এলাকায় আসামিরা নিরস্ত্র ও শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতি অস্ত্র ব্যবহার করে শহিদ শাহরিয়ার খান আনাস, শেখ মাহদি হাসান,জুনায়েদ, শহিদ মো. ইয়াকুব, শহিদ মো. রাকিব হাওলাদার, শহিদ মো. ইসমামুল হক ও শহিদ মানিক মিয়াকে গুলি করে হত্যা করে। সূত্র: বাসস

অমিয়/

তিন হত্যা মামলায় গাজীপুরের আদালতে দীপু-পলক-কামরুলসহ ৬ জন

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ০৩:৩৬ পিএম
আপডেট: ২২ এপ্রিল ২০২৫, ০৩:৪৭ পিএম
তিন হত্যা মামলায় গাজীপুরের আদালতে দীপু-পলক-কামরুলসহ ৬ জন
তিন হত্যা মামলায় দীপু-পলক-কামরুলসহ আদালতে ছয় জন। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গাজীপুর মহানগরের গাছা থানায় হওয়া তিনটি হত্যা মামলায় শেখ হাসিনা সরকারের সাবেক পাঁচ মন্ত্রী ও এক সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক মো. ওমর হায়দার এই গ্রেপ্তার আবেদন মঞ্জুর করেন। পরে আসামিদের কেরানীগঞ্জ ও কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ফেরত পাঠানো হয়।

গ্রেপ্তার দেখানো আসামিরা হলেন, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম, সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এনটিএমসি প্রধান মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান এবং সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মজুমদার।

গাজীপুর মহানগর কোর্ট পরিদর্শক আসান উল্লাহ চৌধুরী জানান, গাছা থানার তিনটি হত্যা মামলায় আসামিদের আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।

আসামিদের আদালতে হাজিরকে কেন্দ্র করে সকাল থেকেই আদালতপাড়ায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। আসামিদের মধ্যে ডা. দীপু মনি, জুনাইদ আহমেদ পলক ও সাধন চন্দ্র মজুমদারকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে এবং বাকিদের ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে আসামিদের আদালত থেকে বের করে নেওয়ার পর আদালত চত্বরে বিএনপিপন্থী আইনজীবীরা বিক্ষোভ মিছিল করেন।

পলাশ/তাওফিক/