ঢাকা ১০ বৈশাখ ১৪৩২, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
English
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

চিন্ময় দাসের জামিন প্রশ্নে রুলের শুনানি ঈদের পর

প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ০২:১১ পিএম
আপডেট: ২৩ মার্চ ২০২৫, ০২:২৯ পিএম
চিন্ময় দাসের জামিন প্রশ্নে রুলের শুনানি ঈদের পর
ছবি: সংগৃহীত

জাতীয় পতাকা অবমাননা ও রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন প্রশ্নে জারি করা রুল ঈদের পর শুনবেন হাইকোর্ট। ঈদের ছুটির পরে এ রুলের শুনানি হবে। 

রবিবার (২৩ মার্চ) চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য খবরের কাগজকে এ তথ্য জানিয়েছেন। বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার হাইকোর্ট বেঞ্চ শুনানির এ সময় নির্ধারণ করেছেন।

এর আগে গত ৪ ফেব্রুয়ারি রাষ্ট্রদ্রোহের মামলায় ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার হাইকোর্ট বেঞ্চ তার জামিন প্রশ্নে দুই সপ্তাহের রুল জারি করেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য ও প্রবীর রঞ্জন হালদার। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ।

রবিবার দুপুরে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য খবরের কাগজকে বলেন, 'ঈদুল ফিতরের ছুটি শেষ হবে আগামী ১৯ এপ্রিল। ২০ এপ্রিল থেকে কোর্ট খোলা থাকবে। ঈদের পর প্রথম বুধবার এটার শুনানি হতে পারে।' 

গত বছরের ২৫ অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রামে সনাতনী সম্প্রদায়ের একটি বড় সমাবেশ হয়। এর কয়েক দিন পর গত ৩১ অক্টোবর চিন্ময়সহ ১৮ জনকে আসামি করে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। পরে ২৫ নভেম্বর ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করে চট্টগ্রামে নিয়ে আসা হয়।

এর পর ২৬ নভেম্বর তাকে চট্টগ্রামের আদালতে তোলা হলে আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওই আদেশ দেন। এ সময় চিন্ময়ের অনুসারীরা তাকে বহনকারী প্রিজনভ্যানটি আটকে দিয়ে কয়েকঘণ্টা টানা বিক্ষোভ করেন। সেদিন চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে সরাতে টিয়ারশেল ও কাঁদানে গ্যাস ছুড়ে ছত্রভঙ্গ করে। এতে আইনশৃঙ্খলা বাহিনী ও আইনজীবীদের সঙ্গে চিন্ময়ের অনুসারীদের সঙ্গে সংঘর্ষ হয়। ওইদিন বিকেলে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে আদালতের অদূরে রঙ্গম কনভেনশন হলের গলিতে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। এর পর থেকেই কারাগারে আছেন চিন্ময় কৃষ্ণ দাস। গত ২ জানুয়ারি চিন্ময় দাসের জামিন আবেদন নামঞ্জুর করেন চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালত। পরে হাইকোর্টে জামিন আবেদন করেন চিন্ময় দাস।


মনির/মেহেদী/

খায়রুজ্জামান লিটন ও স্ত্রী-সন্তানের বিরুদ্ধে ৩ মামলা

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১১:১২ এএম
আপডেট: ২৩ এপ্রিল ২০২৫, ১১:১৩ এএম
খায়রুজ্জামান লিটন ও স্ত্রী-সন্তানের বিরুদ্ধে ৩ মামলা
খায়রুজ্জামান লিটন ও স্ত্রী-সন্তান

অবৈধ উপায়ে অন্তত ২৮ কোটি টাকার সম্পদ অর্জন ও ৩০টি ব্যাংক অ্যাকাউন্টে প্রায় ১৩১ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, তার স্ত্রী শাহীন আকতার ও মেয়ে আনিকা ফারিহা জামানের বিরুদ্ধে পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
 
মঙ্গলবার (২২ এপ্রিল) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১-এ মামলা তিনটি করা হয়। 

মামলায় লিটনের বিরুদ্ধে অন্তত ১০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও ৫২ কোটি টাকার সন্দেহজনক লেনদেন, শাহীন আকতারের বিরুদ্ধে ১১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও ৭৬ কোটি টাকার সন্দেহজনক লেনদেন এবং আনিকা ফারিহার বিরুদ্ধে প্রায় ৭ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও প্রায় আড়াই কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। দুদকের মুখপাত্র ও মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।  

লিটনের বিরুদ্ধে করা মামলায় বলা হয়, তিনি মেয়র থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে ১০ কোটি ৩৫ লাখ ৮৯ হাজার ৩০৪ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। এ ছাড়া তার নিজের ১২টি ব্যাংক অ্যাকাউন্টে ৫২ কোটি ২৩ লাখ ১৭ হাজার ২৫১ টাকার সন্দেহজনক লেনদেন করা হয়েছে। এসব অর্থসম্পদ স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তর করেছেন, যা দুদকের তফসিলভুক্ত ২০০৪ সালের দুর্নীতি দমন কমিশন আইন, ২০১২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও ১৯৪৭ সালে দুর্নীতি প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ। 

শাহীন আকতারের বিরুদ্ধে মামলায় বলা হয়, তিনি স্বামীর সহযোগিতায় ক্ষমতার অপব্যবহার করে ঘুষ-দুর্নীতির মাধ্যমে ১১ কোটি ৪১ লাখ ৬২ হাজার ২৪৫ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। এ ছাড়া তার নিজের ১৩টি ব্যাংক অ্যাকাউন্টে ৭৬ কোটি ২৯ লাখ ৭৮ হাজার ৮০২ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে। তিনিও এসব অর্থসম্পদ স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তর করেছেন।  

আনিকা ফারিহার বিরুদ্ধে মামলায় বলা হয়, তিনি বাবার সহযোগিতায় ক্ষমতার অপব্যবহার করে ঘুষ-দুর্নীতির মাধ্যমে ৬ কোটি ৮০ লাখ ৭৯ হাজার ৭৮১ টাকা অবৈধ সম্পদ অর্জন করেন। এ ছাড়া তার নিজের ৫টি ব্যাংক অ্যাকাউন্টে ২ কোটি ৪৪ লাখ ৮১ হাজার ৫৭৮ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে।

স্ত্রী ও মেয়ের বিরুদ্ধে দুই মামলায় খায়রুজ্জামান লিটনকে সহযোগী আসামি করা হয়েছে। 

ড. ইউনূসের মানি লন্ডারিং মামলা বাতিল

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১০:৪৮ এএম
আপডেট: ২৩ এপ্রিল ২০২৫, ১০:৫১ এএম
ড. ইউনূসের মানি লন্ডারিং মামলা বাতিল
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে করা মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল করেছেন আপিল বিভাগ।

বুধবার (২৩ এপ্রিল) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় দেন।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ড. ইউনূসের আপিল মঞ্জুর করে সর্বোচ্চ আদালত এ রায় দিলেন।

প্রধান উপদেষ্টা হওয়ার পর তড়িঘড়ি করে দুদকের মামলা প্রত্যাহার করে নেওয়া সঠিক ছিল না বলেও মন্তব্য করেন আদালত।

গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ১১ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারে করে নেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ড. ইউনূসের আইনজীবী বলেছেন, হয়রানি করতেই এ মামলা করা হয়েছিল। কাজেই যখন তিনি ক্ষমতায় আসেন, তখন দ্রুত মামলা প্রত্যাহারের আবেদন করে দুদক। দুদকের আবেদনে আদালত মামলাটি বাতিল করে দেন। এই প্রক্রিয়ায় মামলা বাতিল চাননি ড. মুহাম্মদ ইউনূস। আইনজীবীদের আইনি লড়াইয়ের নির্দেশ দেন তিনি।

ওরিয়ন গ্রুপের চেয়ারম্যানের মেয়েকে বিদেশ যাওয়ার অনুমতি

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ০৪:১২ পিএম
আপডেট: ২২ এপ্রিল ২০২৫, ০৭:৪৪ পিএম
ওরিয়ন গ্রুপের চেয়ারম্যানের মেয়েকে বিদেশ যাওয়ার অনুমতি
ছবি: সংগৃহীত

রাষ্ট্রীয় দায়িত্ব পালনের জন্য ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমের মেয়ে জারিন করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (২২ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব তার পক্ষে করা আবেদন  শুনানি শেষে মঞ্জুর করে ওই আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, সোমবার (২১ এপ্রিল) সরকারি দায়িত্ব পালনে বিদেশ গমনে অনুমতি চেয়ে আবেদন দাখিল  করেন জারিন করিম।‌

আবেদনে বলা হয়, জারিন করিম বাংলাদেশি কনস্যুলেটর হিসেবে ক্যারিবিয়ান রাষ্ট্র ডমিনিকান রিপাবলিকে দায়িত্ব পালন করছেন। সরকারি দায়িত্ব পালনে তিনি সেখানে যাওয়ার অনুমতি চান।

এর আগে গত ১৭ মার্চ ওবায়দুল করিম ও তার স্ত্রী আরজুদা করিমের চিকিৎসা ও ওমরা হজ পালনের জন্য অনুমতি চেয়ে আবেদন করা হলে একই আদালত আবেদন মঞ্জুর করেছিলেন। যদিও পরে দুদকের আবেদনে হাইকোর্ট ওই আদেশ স্থগিত করে।

গত ১৭ ফেব্রুয়ারি  ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান এবং তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানি লন্ডারিং সংক্রান্ত অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলছে মর্মে অবগত করে চলমান প্রক্রিয়ার সুষ্ঠু সম্পাদনের জন্য তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা প্রয়োজন বলে আবেদন করে দুদক।  এর পরিপ্রেক্ষিতে ওবায়দুল করিমসহ পরিবারের সদস্যদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। 

জলিল/মেহেদী/

মেঘনা আলমের সহযোগী ফের ৪ দিনের রিমান্ডে

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ০৪:১০ পিএম
আপডেট: ২২ এপ্রিল ২০২৫, ০৪:১৫ পিএম
মেঘনা আলমের সহযোগী ফের ৪ দিনের রিমান্ডে
মেঘনা আলমের সহযোগী মো. দেওয়ান সমিরের আবার চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ছবি: খবরের কাগজ

প্রতারণা ও চাঁদা দাবির মামলায় আলোচিত মডেল মেঘনা আলমের সহযোগী সানজানা ম্যান পাওয়ার প্রতিষ্ঠানের মালিক মো. দেওয়ান সমিরের আবার চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মেয়েদের দিয়ে বিদেশি রাষ্ট্রদূতদের প্রেমের ফাঁদে ফেলে অর্থ আদায়ের অভিযোগে রাজধানীর ধানমন্ডি থানায় করা এ মামলায় দ্বিতীয় দফায় তাকে রিমান্ডে নেওয়া হলো। 

পাঁচদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার (২২ এপ্রিল) তাকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক আক্তার মোর্শেদ।

আসামিকে ফের জিজ্ঞাসাবাদের জন্য সাতদিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। 

আসামির পক্ষে তার আইনজীবী রিমান্ড আবেদন নাকচ করে জামিন চেয়ে শুনানি করেন।

শুনানি শেষে ফের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম।

এর আগে ১৭ এপ্রিল একই মামলায় তার পাঁচদিন রিমান্ড মঞ্জুর করা হয়েছিল।

উজ্জ্বল/পপি/

চানখাঁরপুল হত্যা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ ৪ সপ্তাহের মধ্যে: চিফ প্রসিকিউটর

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ০৩:৫৫ পিএম
চানখাঁরপুল হত্যা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ ৪ সপ্তাহের মধ্যে: চিফ প্রসিকিউটর
চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে গত ৫ আগস্ট রাজধানীর চানখাঁরপুলে গুলি করে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আগামী চার সপ্তাহের মধ্যে (ফরমাল চার্জ) আনুষ্ঠানিক অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনালে দাখিল করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

মঙ্গলবার (২২ এপ্রিল) এই মামলায় তদন্ত সংস্থার জমা দেওয়া তদন্ত প্রতিবেদন যাচাই-বাছাই শেষে আনুষ্ঠানিক অভিযোগ হিসেবে দাখিল করতে চার সপ্তাহ সময় চান চিফ প্রসিকিউটর। 

এরপর ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্র্যাইব্যুনাল সময় আবেদন মঞ্জুর করে আগামী ২৫ মে এই মামলায় পরবর্তী তারিখ ধার্য করেন।

গত ২০ এপ্রিল এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে বলে গতকাল সোমবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। 

সে সময় চিফ প্রসিকিউটর বলেন, ‘জুলাই আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এটিই প্রথম দাখিল করা কোনো তদন্ত প্রতিবেদন এবং আশা করি, এই প্রতিবেদনটি যাচাই-বাছাই করে ট্রাইব্যুনালে প্রথম ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ) হিসেবে দাখিল করা হবে।’

চিফ প্রসিকিউটর আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনালের তদন্ত সংস্থার দেওয়া এই মামলার তদন্ত প্রতিবেদনটি ৯০ পৃষ্ঠার। এই তদন্ত করতে তদন্ত সংস্থার সময় লেগেছে ছয় মাস ১৩ দিন। এই তদন্ত প্রতিবেদনে ৭৯ সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়েছে। এছাড়া ১৯টি ভিডিও, প্রত্রিকার ১১টি রিপোর্ট, দুটি অডিও, বই ও রিপোর্ট ১১টি এবং ছয়টি ডেথ সার্টিফিকেট সংযুক্ত করা হয়েছে।

তদন্ত প্রতিবেদনে আসামি করা হয়েছে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ আটজনকে। যাদের মধ্যে গ্রেপ্তার আছেন- ইন্সপেক্টর আরশাদ, কনস্টেবল মো. সুজন, কনস্টেবল ইমাজ হোসেন ইমন ও কনস্টেবল নাসিরুল ইসলাম।

এই তদন্ত প্রতিবেদনের অভিযোগে বলা হয়, রাজধানীর চানখাঁরপুল এলাকায় আসামিরা নিরস্ত্র ও শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতি অস্ত্র ব্যবহার করে শহিদ শাহরিয়ার খান আনাস, শেখ মাহদি হাসান,জুনায়েদ, শহিদ মো. ইয়াকুব, শহিদ মো. রাকিব হাওলাদার, শহিদ মো. ইসমামুল হক ও শহিদ মানিক মিয়াকে গুলি করে হত্যা করে। সূত্র: বাসস

অমিয়/