
রাজনৈতিক দল নিবন্ধন আইনের কয়েকটি ধারা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।
রবিবার (২৩ মার্চ) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ জনস্বার্থে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট করেন। এতে নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনার এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের (আইন ও বিচার বিভাগের) সচিবকে বিবাদী করা হয়েছে।
রাজনৈতিক দল নিবন্ধন আইন-২০০৯-এর কয়েকটি ধারা ও বিধি এবং নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের (ইসি) প্রকাশিত গণবিজ্ঞপ্তির ধারাকে চ্যালেঞ্জ করে এই রিট করা হয়।
রিটে আইন, বিধি ও গত ১০ মার্চ জারি করা নির্বাচন কমিশেনের জারি করা গণবিজ্ঞপ্তিকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে রুল চাওয়া হয়েছে। তা ছাড়া রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তা স্থগিত চাওয়া হয়েছে।
রিটকারী আইনজীবী বলেন, রাজনৈতিক দল নিবন্ধন আইনের ৯০ ধারার বি (১), (৩) উপধারায় উল্লেখ আছে এক তৃতীয়াংশ জেলা কমিটি থাকতে হবে এবং একশ উপজেলায় কমিটি থাকতে হবে- রিটের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। কারণ এ বিষয়গুলো সংবিধানের অনুচ্ছেদ ৭, ২৬, ২৭, ২৮, ৩১, ৩৫, ৩৬ এবং ৩৭ সঙ্গে সাংঘর্ষিক। তা ছাড়াও গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২-এর পরিপন্থি।
এ ছাড়া রিটে নির্বাচন কমিশনের (ইসির) জারি করা গণবিজ্ঞপ্তির ধারা (ই) এর দলের কেন্দ্রীয় কমিটিসহ একটি সক্রিয় কেন্দ্রীয় দপ্তর, অন্যূন এক তৃতীয়াংশ প্রশাসনিক জেলায় কার্যকর জেলা দপ্তর এবং অন্যূন ১০০টি উপজেলা বা ক্ষেত্রমতো মেট্রোপলিটন থানায় কার্যকর দপ্তর এবং উক্তরূপ প্রতি উপজেলায় বা ক্ষেত্রমতো থানায় অন্যূন ২০০ ভোটার সদস্য হিসেবে দলের তালিকাভুক্ত থাকার প্রামাণিক দলিল চাওয়ার বিষয়টিও চ্যালেঞ্জ করা হয়েছে।
আইনজীবী আরও বলেন, এ বিষয়ে আগামীকাল সোমবার একটি দ্বৈত হাইকোর্ট বেঞ্চে শুনানি হতে পারে।