ঢাকা ১০ আষাঢ় ১৪৩২, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
English

উপদেষ্টা আসিফের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রকাশ: ২৪ মে ২০২৫, ০৮:০৪ পিএম
উপদেষ্টা আসিফের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক একান্ত ব্যক্তিগত সরকারি (এপিএস) মো. মোয়াজ্জেম হোসেন। ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক একান্ত ব্যক্তিগত সরকারি (এপিএস) মো. মোয়াজ্জেম হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 

শনিবার (২৪ মে) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদন মঞ্জুর করে এই আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

সূত্র জানায়, দুদকের উপসহকারী পরিচালক মিনু আক্তার সুমি নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, মো. মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে। 

অনুসন্ধানকালে জানা গেছে, যেকোনো সময় তিনি দেশত্যাগ করতে পারেন। দেশত্যাগ করলে তার বিরুদ্ধে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হবে বিধায় বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করা প্রয়োজন।

উল্লেখ্য, ২২ এপ্রিল জারি করা এক প্রজ্ঞাপনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এপিএসের পদ থেকে মোয়াজ্জেম হোসেনকে অব্যাহতি দেওয়া হয়। যদিও উপদেষ্টা নিজেই তাকে ৮ এপ্রিল অব্যাহতির নির্দেশ দিয়েছিলেন। 

এম এ জলিল উজ্জ্বল/মাহফুজ

ইসলামী ব্যাংকের সাবেক এমডি মনিরুল ও সাবেক এমপি সাবিনা কারাগারে

প্রকাশ: ২৩ জুন ২০২৫, ০৬:৫৯ পিএম
ইসলামী ব্যাংকের সাবেক এমডি মনিরুল ও সাবেক এমপি সাবিনা কারাগারে
ছবি: সংগৃহীত

অর্থ আত্মসাৎ ও তথ্য গোপনের অভিযোগে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের(পিএলসি) সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মনিরুল মাওলাকে ও সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় সাবেক এমপি সাবিনা আক্তার তুহিনকে কারাগারে পাঠানো হয়েছে। 

সোমবার (২২ জুন) ঢাকার পৃথক দুই আদালতে শুনানি শেষে তাদের কারাগারে পাঠানো হয়। 

সোমবার (২৩ জুন) ঢাকা ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল  জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদন মঞ্জুর করে 
ইসলামী ব্যাংকের সাবেক এমডি মনিরুল মাওলাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের  উপপরিচালক মো. ইয়াসির আরাফাত আসামিকে কারাগারে পাঠানোর আবেদন করেন। 

দুদকের প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, এটা চট্টগ্রাম জেলা সমন্বিত কার্যালয়-১ এ দুদকের করা মামলা। ঢাকার আদালতে এ মামলার জামিন বা রিমান্ড শুনানি করার সুযোগ নেই। বিধি মোতাবেক চট্টগ্রামের আদালতে এ মামলার শুনানি হবে। বিধায় তাকে কারাগারে পাঠানো হয়েছে। 

এর আগে রবিবার (২২ জুন) রাত সোয়া ১২টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার নিজ বাসা থেকে মনিরুল মাওলাকে গ্রেপ্তার করে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মামলার বিবরণে জানা গেছে , মোহাম্মদ মনিরুল মাওলার বিরুদ্ধে পরস্পর যোগসাজশে নিজেরা লাভবান হওয়ার উদ্দেশ্যে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে নথিপত্র তৈরি ও তা ব্যবহার করার অভিযোগ আনা হয়েছে। এর মাধ্যমে তিনি ইসলামী ব্যাংকের মোট এক হাজার ৯২ কোটি ৪৬ লাখ টাকা আত্মসাৎ করেছেন এবং আত্মসাৎকৃত অর্থের প্রকৃত উৎস ও প্রকৃতি গোপন করতে তিনি অর্থ স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তরের মাধ্যমে মানিলন্ডারিং করেছেন।

এদিকে, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে এমপি সাবিনা আক্তার তুহিনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। 

রাজধানীর শেরে বাংলা নগর থানায় করা ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে হাজির করা হয়। 

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। 

আসামির আইনজীবী জামিন চেয়ে শুনানি করেন। শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। 

রবিবার মধ্যরাতে ঢাকা জেলার নবাবগঞ্জ ষোল্লা ইউনিয়নের গ্রামের বাড়ি থেকে সাবেক এমপি সাবিনা আক্তার তুহিনকে গ্রেপ্তার করে গোয়েন্দা (ডিবি) পুলিশের ওয়ারী বিভাগের জোনাল টিম। 

জলিল/মেহেদী/

সাবেক সিইসি নুরুল হুদা ৪ দিনের রিমান্ডে

প্রকাশ: ২৩ জুন ২০২৫, ০৫:৪১ পিএম
আপডেট: ২৩ জুন ২০২৫, ০৬:১১ পিএম
সাবেক সিইসি নুরুল হুদা ৪ দিনের রিমান্ডে
ছবি: খবরের কাগজ

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৩ জুন) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে দুপুরে শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক শামসুজ্জোহা সরকার তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন।

আবেদনে বলা হয়, সাবেক সিইসি কে এম নুরুল হুদার বিরুদ্ধে ভোট কারচুপি, শপথ ভঙ্গ, ঘুষ গ্রহণসহ ১১টি অভিযোগ রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়া প্রয়োজন।

রবিবার (২২ জুন) কে এম নুরুল হুদাসহ বিগত ৩ ‘বিতর্কিত’ জাতীয় সংসদ নির্বাচন সংশ্লিষ্ট ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামি রেখে শেরেবাংলা নগর থানায় মামলা করে বিএনপি। সেই সঙ্গে ‘বিতর্কিত’ এসব নির্বাচনে দায়িত্ব পালন করা সাবেক ৩ সিইসিসহ অজ্ঞাতপরিচয়ের মোট ১৯ জনের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) অভিযোগ করেছে দলটি। পরে রবিবার সন্ধ্যার দিকে রাজধানীর উত্তরা এলাকা থেকে সাবেক এ সিইসিকে গ্রেপ্তার করা হয়। পরে রাতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে ব্রিফিংয়ে তাকে ডিবি কার্যালয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।

স্ত্রীসহ সাবেক মন্ত্রী হাছান মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রকাশ: ২৩ জুন ২০২৫, ০৫:৪০ পিএম
স্ত্রীসহ সাবেক মন্ত্রী হাছান মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ

সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ও তার স্ত্রী নূরান ফাতেমার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সোমবার (২৩ জুন) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদন মঞ্জুর করে ওই আদেশ দেন।

দুদকের সহকারী পরিচালক আল আমিন তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ চেয়ে পৃথক দুটি আবেদন করেন। 

হাছান মাহমুদের নিষেধাজ্ঞার আবেদনে বলা হয়, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও চট্টগ্রাম-৭ আসনের সাবেক এমপি হাছান মাহমুদ বন ও পরিবেশ মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে এবং সংসদ সদস্যের দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করেছেন। তিনি অসাধু উপায়ে অর্জিত জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে সঙ্গতিবিহীন ১ কোটি ১১ লাখ ৫৫ হাজার ৩১৮ টাকার সম্পদের মালিকানা অর্জন করেন। সেই সম্পদ ভোগদখলে রেখে অপরাধ করেছেন। এ ছাড়া তার নিজ, যৌথ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামে মোট ৯টি ব্যাংকহিসাবের মাধ্যমে ৩৯ কোটি ৭৬ লাখ ৩৭ হাজার ৫৬৭ টাকা সন্দেহজনক লেনদেন করে তা হস্তান্তর, রূপান্তর, স্থানান্তরের মাধ্যমে অর্থপাচার করেছেন। এর মাধ্যমে তিনি দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা: মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা এবং ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(১) (ঘ) ও ৫(১) (৬) ধারা লঙ্ঘন করে ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এই অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ মামলা করা হয়েছে। এমতাবস্থায় আসামির বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন।

এদিকে নূরান ফাতেমার আবেদনে বলা হয়, নূরান ফাতেমা অবৈধভাবে ৫ কোটি ৫২ লাখ ৭৮ হাজার ১৯০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখল করেছেন, যা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারার লঙ্ঘন। এ ছাড়া তিনি তার ব্যক্তিগত, যৌথ এবং তার প্রতিষ্ঠানের নামে পরিচালিত মোট ৫৬টি ব্যাংকহিসাবে ৬৮৩ কোটি ১৫ লাখ ৩৭ হাজার ৫৫৪ টাকা অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে অর্থ পাচার করেছেন, যা মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

অপরদিকে তার স্বামী হাছান মাহমুদ পাবলিক সার্ভেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে প্রভাব ও আর্থিক সহায়তায় তার স্ত্রীর নামে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৫ কোটি ৫২ লাখ ৭৬ হাজার টাকার সম্পদ অর্জন করতে সহায়তা করেন। তার স্ত্রী নূরান ফাতেমার নিজ, যৌথ এবং তার প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংকে পরিচালিত মোট ৫৬টি হিসাবে মানিলন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধ দুর্নীতি ও ঘুষ সংঘটনের মাধ্যমে প্রাপ্ত অর্থের অবৈধ উৎস গোপন করার উদ্দেশ্যে সেটির রূপান্তর, স্থানান্তর ও হস্তান্তর করে সর্বমোট ৬৮৩ কোটি ১৫ লাখ ৩৭ হাজার ৫৫৪ টাকা অস্বাভাবিক লেনদেনের মধ্যমে ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(১) (ঘ) ও ৫(১) (৪) ধারা লঙ্ঘন করে ৫(২) ধারায় মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪(২) ও৪(৩) ধারায় এবং দণ্ডবিধির ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় দুর্নীতি দমন কমিশনে মামলা হয়েছে। এই পরিস্থিতিতে মামলার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা একান্ত আবশ্যক। 

উজ্জ্বল/সালমান/

সিরাজগঞ্জে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন

প্রকাশ: ২৩ জুন ২০২৫, ০৩:৩৫ পিএম
সিরাজগঞ্জে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন
ছবি; খবরের কাগজ

সিরাজগঞ্জে ব্যবসায়ী গোলাম মোস্তফা হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে অর্থদণ্ড করা হয়েছে।

সোমবার (২৩ জুন) দুপুরে সিরাজগঞ্জে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এর বিচারক মোহাম্মদ মাহবুবুর রহমান এ  দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তারেকুল ইসলাম তারেক সদর উপজেলার রানিগ্রামের গ্রামের বাসিন্দা।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার রানীগ্রামের এলাকার মৃত কাশেমের ছেলে সেলিম রেজা ও বাদল সেখ এবং একই এলাকার  নজরুল ইসলাম ও সাইদুল ইসলাম ।

সিরাজগঞ্জে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এর স্টেনোগ্রাফার শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৩ অক্টোবর ফজরের নামাজ আদায় শেষে একটি খাবারের হোটেলে খাবার খাওয়ার সময় সিরাজগঞ্জ পৌর এলাকার রানিগ্রামের বাসিন্দা ব্যবসায়ী গোলাম মোস্তফাকে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পরদিন সিরাজগঞ্জ সদর থানায় নিহতের স্ত্রী শিখা খাতুন বাদী হয়ে ২৭ জনের নাম উল্লেখ ও আরও ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন।

এর পর দীর্ঘ তদন্ত ও সাক্ষ্য প্রমাণ শেষে আসামিদের উপস্থিতিতে সোমবার আদালত এ রায় দেন।

শিশির/মেহেদী/

শাবিপ্রবি ছাত্রী ধর্ষণ মামলায় দুই আসামি রিমান্ডে

প্রকাশ: ২৩ জুন ২০২৫, ০৩:২৮ পিএম
আপডেট: ২৩ জুন ২০২৫, ০৩:৪৬ পিএম
শাবিপ্রবি ছাত্রী ধর্ষণ মামলায় দুই আসামি রিমান্ডে
শান্ত তারা আদনান ও স্বাগত দাস পার্থ

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক ছাত্রীকে অচেতন করে ধর্ষণ ও ভিডিওধারণের মামলায় দুই আসামিকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৩ জুন) দুপুরে সিলেট মেট্রোপলিটন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে বিচারক হারুনুর রশিদ এ আদেশ দেন। 

আসামিরা হলেন- একই বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শান্ত তারা আদনান ও স্বাগত দাস পার্থ।

এর আগে, গত রবিবার আদালতে দুজনকে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

আসামিদের আজ সোমবার থেকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক।

তিনি খবরের কাগজকে বলেন, ‘আমরা আসামিদের রিমান্ডে নিয়ে তাদের সঙ্গে আরও কেউ জড়িত কি-না তা খোঁজে বের করার চেষ্টা করব।’

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ২ মে সিলেটের রিকাবীবাজারে একটি কনসার্টে যাওয়ার আগে সহপাঠী ও সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শান্ত তারা আদনান ও স্বাগত দাস পার্থ অচেতন করে ধর্ষণ করেছেন বলে গত বৃহস্পতিবার (১৯ মে) অভিযোগ দেন ভুক্তভোগী ছাত্রী। শুধু যৌন নির্যাতন নয়, তা ভিডিওধারণ করে নিয়মিত অভিযুক্তরা ভুক্তভোগীকে ব্ল্যাকমেইল করছিল বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়। এ ঘটনায় প্রাথমিক সত‍্যতা পাওয়ায় ১৯ মে রাতেই আদনান ও পার্থকে আটক করে পুলিশ। পরে ২০ জুন সিলেট কোতোয়ালি থানায় দুজনের সঙ্গে অজ্ঞাত আরও ২-৩ জনসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী ছাত্রী। এ ঘটনায় তিনি আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছেন।  

শান্ত ও পার্থ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক কর্মী। এর মধ্যে শান্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলারও আসামি।

সালমান/