
জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলামকে বিসিবির পরিচালক মনোনীত করার বৈধতা নিয়ে হাইকোর্টে রিট দায়ের করেছিলেন সদ্য সাবেক সভাপতি ফারুক আহমেদ। তবে রিটটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (২ জুন) রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিটটি তালিকা থেকে বাদ দেন। গত রবিবার এই রিট দায়ের করেন ফারুক আহমেদ।
গত ২৯ মে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদে ফারুকের মনোনয়ন বাতিল করে। পরদিন ৩০ মে এনএসসি আমিনুলকে বিসিবির পরিচালক মনোনীত করে। গত ২৯ ও ৩০ মে এই দুই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন ফারুক আহমেদ।
আদালতে তার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মো. রুহুল কুদ্দুস (কাজল)। এনএসসির পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। আর বিসিবির পক্ষে ছিলেন আইনজীবী মাহিন এম রহমান।
মাহিন এম রহমান জানান, রিটে ২৯ মে ও ৩০ মের সিদ্ধান্ত কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, এ বিষয়ে রুল চাওয়া হয়।
অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর এনএসসি জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলমের জায়গায় ফারুক আহমেদ ও নাজমূল আবেদীনকে বিসিবির পরিচালক হিসেবে মনোনয়ন দেয়। এরপর বোর্ড সভায় পরিচালকদের ভোটে ফারুক সভাপতি নির্বাচিত হন।