
ডিজেএফআইয়ের সাবেক ডিজি মেজর জেনারেল সাইফুল আলম ও তার স্ত্রী লুবনা আফরোজের নামে থাকা আনুমানিক ৪ কোটি ৫২ লাখ টাকা মূল্যের আশুলিয়ায় থাকা ৯ তলা বাড়ি, পল্লবীতে থাকা একটি ফ্ল্যাট ও ২৩ শতাংশ জমি জব্দ করাসহ তাদের নামে থাকা ৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩ জুন) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, দুদকের উপপরিচালক তাহাসীন মুনাবীল হক এ আবেদন করেন।
আবেদনে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আহাদায় করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। অনুসন্ধানে জানা গেছে, দুদকের অনুসন্ধান শুরুর পর সংশ্লিষ্টরা তাদের নামীয় ফ্ল্যাট ও ৯ তলা বাড়ি হেবা দলিলের মাধ্যমে তাদের দুই মেয়েকে প্রদান করে স্থাবর সম্পদ গোপন করার চেষ্টা করছেন। এ ছাড়া ব্যাংক হিসাবের অর্থ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। তারা যাতে উক্ত ফ্ল্যাট, বাড়ি এবং ব্যাংক হিসাবের অর্থ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করতে না পারে তার জন্য স্থাবর সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেওয়া প্রয়োজন।
জলিল/মেহেদী/