ঢাকা ২৬ আষাঢ় ১৪৩২, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
English
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

ঝিনাইদহে স্বামী হত্যায় স্ত্রী ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন

প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ০৫:০৯ পিএম
আপডেট: ০৩ জুলাই ২০২৫, ০৫:১৫ পিএম
ঝিনাইদহে স্বামী হত্যায় স্ত্রী ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন
প্রেমিক আব্দুল মালেক ও রিতা খাতুন।

ঝিনাইদহে চাঞ্চল্যকর জসিম হত্যা মামলায় স্ত্রী রিতা খাতুন ও তার পরকীয়া প্রেমিক আব্দুল মালেককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার (৩ জুন) দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক উৎপল ভট্টাচার্য্য এ রায় ঘোষণা করেন। 

আদালতের বেঞ্চ সহকারী মামুনুর রশিদ খবরের কাগজকে এ তথ্য নিশ্চিত করেন। 

জেলার হরিণাকুন্ডু উপজেলার ভালকী গ্রামে পরকীয়ার জেরে জসিমকে হত্যা করে স্ত্রী রিতা খাতুন ও তার পরকীয়া প্রেমিক আব্দুল মালেক।

রিতা খাতুন হরিণাকুন্ডু উপজেলার কেষ্টপুর গ্রামের এবং মালেক একই উপজেলার কাপাশহাটিয়া ইউনিয়নের ভালকী গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৭ নভেম্বর রিতা ও তার পরকীয়া প্রেমিক মালেক কৌশলে বাড়ির পাশে ডেকে নিয়ে চেতনানাশক ওষুধ খাইয়ে জসীম উদ্দীনকে হত্যা করেন। 

পরে এ ঘটনায় নিহতের ভাই আব্দুর রশিদ বাদী হয়ে হরিণাকুন্ডু থানায় একটি হত্যা মামলায় করেন। দীর্ঘ তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) অনিশ মন্ডল আদালতে চার্জশিট দাখিল করেন। ২০ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে আদালত এ রায় দেন।

রায়ে অভিযুক্ত রিতা খাতুন ও আব্দুল মালেককে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেন আদালত।

বাদীপক্ষে অ্যাডভোকেট রবিউল ইসলাম, অ্যাডভোকেট নেকবার আলী ও অ্যাডভোকেট রিমা ইয়াসমিন এবং আসামি পক্ষে অ্যাডভোকেট আনোয়ার হোসেন ও অ্যাডভোকেট গৌতম কুমার মামলাটি পরিচালনা করেন।

রায় ঘোষণার পর প্রতিক্রিয়া জানিয়ে মামলার বাদী আব্দুর রশিদ বলেন, আসামিদের ফাঁসি হলে আরো খুশি হতাম।

তিনি বলেন, দণ্ডিত আসামি রিতা ও মালেক পরিকল্পিতভাবে তার ভাই জসিমকে হত্যা করেছে, যা আমরা আদালতে প্রমাণ করতে পেরেছি।

মাহফুজুর/রিফাত/

সাইফুজ্জামানের ২৬ টি বিও একাউন্ট ফ্রিজ

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ০৮:৩৯ পিএম
আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৮:৪০ পিএম
সাইফুজ্জামানের ২৬ টি বিও একাউন্ট ফ্রিজ
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। ছবি: সংগৃহীত

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ২৬টি বিও হিসাব (বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট) ফ্রিজ (অবরুদ্ধ) করার আদেশ দেওয়া হয়েছে। বিও অ্যাকাউন্টের মূল্য ৫৭৬ কোটি ৮ লাখ ৭৭ হাজার ৭৩০ টাকা উল্লেখ করা হয়েছে। 

বুধবার (৯ জুলাই) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদন মঞ্জুর করে ওই আদেশ দেন। 

এর আগে দুদকের উপপরিচালক মো. মশিউর রহমান।ওই হিসাব অবরুদ্ধ করার আবেদন করেন। 

আবেদনে বলা হয়, তার বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ রয়েছে। এর প্রেক্ষিতে অনুসন্ধান কার্যক্রম চলমান। সাত সদস্যের একটি যৌথ অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। 

গোপন সূত্রে তথ্য পাওয়া গেছে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি, তার স্বার্থ সংশ্লিষ্টরা ও প্রতিষ্ঠানের নামে থাকা বিও হিসাবসমূহ নগদায়নসহ অর্থ অন্যত্র স্থানান্তর বা হস্তান্তর করার প্রচেষ্টা করছেন।  তারা এ প্রচেষ্টায় সফল হলে রাষ্ট্রের সমূহ ক্ষতির সম্ভাবনা রয়েছে।এমতাবস্থায় ওই বিও হিসাগুলো ফ্রিজ (অবরুদ্ধ) করা আবশ্যক।

এর আগে সাইফুজ্জামান চৌধুরীর ও তার পরিবারের নামে থাকা দেশে ও বিদেশে থাকা বাড়ি, অ্যাপার্টমেন্ট, জমি জব্দ করাসহ বিভিন্ন ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়েছে। 

অবৈধভাবে অর্জিত সম্পদ পাচারের মাধ্যমে যুক্তরাজ্যে সাইফুজ্জামান চৌধুরীর গড়া মোট এক হাজার ৬০ কোটি টাকার সম্পদ গত ১৭ জুন জব্দ করেছে যুক্তরাজ্য সরকার। 

গত ৫ মার্চ তার ৩৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে ।  অ্যাকাউন্টগুলাতে পাঁচ কোটি ২৬ লাখ ৮৩ হাজার টাকা জমা রয়েছে বলে উল্লেখ করা হয়। 

এ ছাড়া দেশ-বিদেশে সাইফুজ্জামান ও তার পরিবারের নামে যুক্তরাজ্যের ৩৪৩টি, সংযুক্ত আরব আমিরাতের ২২৮টি ও যুক্তরাষ্ট্রে ৯টি মিলিয়ে সর্বমোট ৫৮০ বাড়ি/অ্যাপার্টমেন্ট/জমি জব্দ করার আদেশ দিয়েছেন একই আদালত। 

প্রসঙ্গত, জুলাই গণঅভ্যুত্থানে দেশের পট পরিবর্তনের পর  সাইফুজ্জামান চৌধুরী দেশ ছেড়ে লন্ডনে অবস্থান করছেন বলে জানা যায়।

এম এ জলিল উজ্জ্বল/সুমন/

মুরাদনগরে ধর্ষণকাণ্ড: ভিডিও ছড়ানোর মূলহোতা শাহ পরান ৫ দিনের রিমান্ডে

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ০৮:০২ পিএম
মুরাদনগরে ধর্ষণকাণ্ড: ভিডিও ছড়ানোর মূলহোতা শাহ পরান ৫ দিনের রিমান্ডে
ছবি: খবরের কাগজ

কুমিল্লার মুরাদনগর উপজেলার পাচকিত্তা গ্রামে ধর্ষণের শিকার এক নারীকে মারধর ও অশ্লীল ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনার ‘মূলহোতা’ হিসেবে পরিচিত শাহ পরানের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

মঙ্গলবার (৮ জুলাই) কুমিল্লার আদালতে আসামির ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা রুহুল আমিন। 

আবেদনের প্রেক্ষিতে বুধবার (৯ জুলাই) শুনানি শেষে এ আদেশ দেন কুমিল্লার ১১নং আমলি আদালতের বিচারক মমিনুল হক।

কুমিল্লা আদালত পুলিশের পরিদর্শক মো. সাদেকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২৬ জুন দিবাগত রাতে কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচর গ্রামে বসতঘরের দরজা ভেঙে সংখ্যালঘু এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠে। এ ঘটনায় অভিযুক্ত ও ভুক্তভোগী নারীকে বিবস্ত্র করে নির্যাতনের দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এসব ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় শুরু হয়। এরই মধ্যে ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় অভিযুক্ত ফজর আলীর ভাই শাহ পরানের সম্পৃক্ততার বিষয়টি পুলিশের তদন্তে উঠে আসে। পরে কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে পুলিশ তাকে আদালতে সোপর্দ করে ১০ দিনের রিমান্ড আবেদন করে। বুধবার শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই ঘটনায় গ্রেপ্তার অপর চার আসামির ৩ দিনের রিমান্ড শেষে মঙ্গলবার কারাগারে পাঠানো হয়।

অপরদিকে অভিযুক্ত ফজর আলীকে আহত অবস্থায় গ্রেপ্তারের পর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ফজর আলী কিছুটা সুস্থ হলে তাকে আদালতে হাজির করা হবে বলে জানিয়েছেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান।

জহির/সালমান/

হত্যা মামলায় ৭ দিনের রিমান্ডে সুব্রত বাইন

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ০৪:২২ পিএম
হত্যা মামলায় ৭ দিনের রিমান্ডে সুব্রত বাইন
ছবি: সংগৃহীত

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা মামলায় সুব্রত বাইন ওরফে ফতেহ আলীর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

বুধবার (৯ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আবদুল ওয়াহাব এ আদেশ দেন। 

এদিন রিমান্ড আবেদন শুনানির জন্য সুব্রতকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ মাজহারুল ইসলাম আসামিকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। 

অন্যদিকে আসামির আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন বিচারক। 

গত ২৩ জুন সুব্রত বাইনকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। 

মামলার বিবরণে জানা যায়, গত ১৯ এপ্রিল রাতে রাজধানীর হাতিরঝিলের নয়াটোলা মোড়ল গলির ‘দি ঝিল ক্যাফে’র সামনে ঢাকা মহানগর উত্তরের ৩৬নং ওয়ার্ড যুবদলের সাবেক সহ-ক্রীড়া সম্পাদক মো. আরিফ সিকদারকে গুলি করা হয়। আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ২১ এপ্রিল মারা যান তিনি। 

এ ঘটনায় সুব্রত বাইনের সহযোগী মাহফুজুর রহমান বিপুসহ ১০ জনের বিরুদ্ধে হাতিরঝিল থানায় হত্যা মামলা করেন নিহত আরিফের বোন রিমা আক্তার।   

গত ২৭ মে সুব্রত বাইন ও তার সহযোগী মোল্লা মাসুদসহ চারজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করে সেনাবাহিনী। পরদিন হাতিরঝিল থানার অস্ত্র আইনের মামলায় সুব্রত বাইনের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওই রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। 

উজ্জ্বল/সালমান/

সালমান, আনিসুল, আমুসহ ৯ জন নতুন মামলায় গ্রেপ্তার

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ০২:২৩ পিএম
আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৪:১১ পিএম
সালমান, আনিসুল, আমুসহ ৯ জন নতুন মামলায় গ্রেপ্তার
আনিসুল হক, সালমান এফ রহমান ও আমির হোসেন আমু

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্যবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ও ডা. দীপু মনিসহ ৯ জনকে রাজধানীর যাত্রাবাড়ী থানার বিভিন্ন মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

বুধবার (৯ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া তদন্ত কর্মকর্তাদের আবেদনের প্রেক্ষিতে তাদেরকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

গ্রেপ্তার দেখানো অন্যরা হলেন- সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক সচিব জাহাঙ্গীর আলম, ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু ও যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান। 

আদালত সূত্রে জানা গেছে, আনিসুল হক, জাহাঙ্গীর আলম, পলক, শহীদুল হক ও আবুল হাসানকে দুই মামলায়, সালমান, আমু, দীপু মনিকে এক মামলায় এবং মনিরুল ইসলাম মনুকে আট মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

তারা আটক হওয়ার পর থেকে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় হওয়া অসংখ্য মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়েছে। 

উজ্জ্বল/পপি/

মুরাদনগরে ট্রিপল মার্ডার: ৮ আসামি রিমান্ডে

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ০১:৪৬ পিএম
মুরাদনগরে ট্রিপল মার্ডার: ৮ আসামি রিমান্ডে
ছবি: খবরের কাগজ

কুমিল্লার মুরাদনগরের বাঙ্গরা বাজার থানার করইবাড়ি এলাকায় মা, ছেলে ও মেয়েকে হত্যার ঘটনায় গ্রেপ্তার আটজনের প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

বুধবার (৯ জুলাই) দুপুরে কুমিল্লার ১১নং আমলি আদালতের বিচারক মমিনুল হক আসামিদের এ রিমান্ড মঞ্জুর করেন।

বাঙ্গরা বাজার থানা পুলিশের তদন্ত কর্মকর্তা আবু তাহের এই রিমান্ড আবেদন করেন।

যদিও মামলাটি পরবর্তীতে ডিবির কাছে হস্তান্তর করায় বর্তমানে এটির তদন্ত কর্মকর্তা নয়ন কুমার চক্রবর্তী পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পাদন করবেন।

আসামিদের রিমান্ড আবেদন মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা আদালতের পরিদর্শক মো. সাদেকুর রহমান।

তিনি বলেন, রিমান্ড শুনানির সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

রিমান্ডের আসামি হলেন- মো. সবির আহমেদ (৪৮), মো. নাজিম উদ্দীন বাবুল (৫৬), বাচ্চু মিয়া মেম্বার (৫০), রবিউল আওয়াল (৫৫), দুলাল (৪৫), আতিকুর রহমান (৪২), বয়েজ মাস্টার (৪৩) ও আকাশ (২৪)। 

গত ৩ জুলাই মাদক সম্পৃক্ততার অভিযোগ এনে নিজ বাড়ির সামনে রোকসানা বেগম রুবি, তার মেয়ে জোনাকি আক্তার ও ছেলে রাসেল মিয়াকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় রুবির মেয়ে রিক্তা আক্তার বাদী হয়ে ৩৮ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

এ ঘটনায় সেনাবাহিনী ও র‌্যাব পৃথক অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করে। পরে তাদেরকে পৃথক সময় আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়। পরে বাঙ্গরা থানা পুলিশের আবেদনের প্রেক্ষিতে আসামিদের রিমান্ড মঞ্জুর করা হয়।

জহির শান্ত/অমিয়/