
বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর জমি ক্রোক করাসহ সঞ্চয়পত্র, এফডিআর ব্যাংক হিসাব ও গাড়ি ফ্রিজ করার আদেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
সূত্র জানায়, দুদকের উপ সহকারী পরিচালক খায়রুল হাসান এসব সম্পদ ক্রোক ও ফ্রিজ করার আদেশ চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংঙ্গতিপূর্ণ ৫ কোটি ৪১ লাখ ২০ হাজার ১২৫ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখাসহ নিজ নামীয় মোট ১৬টি ব্যাংক হিসাবে ৪১ কোটি ৯৩ লাখ ২৫ হাজার ৭০২ টাকার অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ হস্তান্তরে দুদকের মামলা দায়ের করা হয়েছে। তদন্তে এসব সম্পদের তথ্য পাওয়া গেছে। তিনি এগুলো বেহাত করার চেষ্টা করছেন। তাই উল্লেখিত সম্পদ ক্রোক ও ফ্রিজ করা প্রয়োজন।
জব্দ করা স্থাবর সম্পদের মধ্যে শম্ভুর নিজ নামে বরগুনা জেলায় ৩৩ বিঘা জমি ও উত্তরা ১৮নং সেক্টরে একটি ফ্ল্যাট রয়েছে। এ ছাড়া একটি ফ্রিজ করা অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে পারিবারিক সঞ্চয়পত্র, দুটি এফডিআর, দুটি গাড়ি ও ১৬টি ব্যাংক হিসাব।
জব্দ করা স্থাবর সম্পদের আনুমানিক মূল্য ২ কোটি ৩৭ লাখ ৪০ হাজার টাকা বলা হয়েছে। এ ছাড়া অবরুদ্ধ করা সঞ্চয়পত্র ও ব্যাংক হিসাব মিলিয়ে সর্বমোট ১০ কোটি ৬২ লাখ ৪৪ হাজার ৭৮২ টাকা রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
এর মধ্যে বিভিন্ন ব্যাংকের ১৬ হিসাবে ৫ কোটি ৩৪ লাখ ১৭ হাজার ৫৭ টাকা এবং ৫ কোটি ২৮ লাখ ২৭ হাজার ৭২৫ টাকার সঞ্চয়পত্র রয়েছে।
উজ্জ্বল/সালমান/