প্রায় ২৩০০ বছর আগে আয়ারল্যান্ডে এক ব্যক্তির নাম ছিল ওল্ড ক্রোগান ম্যান (আইরিশ ভাষায় Seanfhear Chruacháin)। লৌহযুগের ওই ব্যক্তিটির উচ্চতা প্রায় সাড়ে ৬ ফুট, অর্থাৎ তার সময়ের অন্যদের তুলনায় বেশ লম্বা। তবে ওল্ড ক্রোগান ম্যান বৃদ্ধ ছিলেন না। মারা যাওয়ার সময় তার বয়স ছিল বিশের কোঠায়। অনেকের মতে, ওল্ড ক্রোগান ম্যান ছিলেন রাজা অথবা রাজপুত্র। তার মৃতদেহ ২০০৩ সালে আয়ারল্যান্ডের ক্রোগান হিলের একটি পিট বগের ভেতরে পাওয়া যায়।
পিট বগ হলো বিশেষ এক ধরনের উদ্ভিদ বা শ্যাওলা দিয়ে ঘেরা খাদের ভূগর্ভস্থ জলাভূমি। শ্যাওলাগুলো ওই জলাভূমির গর্ত বা পকেটগুলো খুব ঠাণ্ডা, অম্লীয় ও অক্সিজেন মুক্ত রাখে। ফলে সেখানে কোনো পদার্থ ব্যাকটেরিয়া দ্বারা ক্ষতিগ্রস্ত হয় না। এসব পিট বগে ধাতব জিনিস, ঝুড়ি, মানুষের দেহাবশেষ, মাখনসহ বিভিন্ন যন্ত্র সংরক্ষণ করা হতো।
এই সংরক্ষণ এতটাই নিখুঁত হয়েছিল যে, শুরুতে সবাই ধারণা করেছিল লোকটিকে সম্প্রতি খুন করা হয়েছে। কারণ অনেক সময়ই কোনো খুনের অপরাধ ধামাচাপা দিতে এই বগগুলো ব্যবহার করা হয়েছে।
ড্রেনেজ খাদ খনন করতে গিয়ে শ্রমিকরা ওল্ড ক্রোগান ম্যানকে খুঁজে পাওয়ার সময় প্রথমে এমনটিই মনে হয়েছিল। পরীক্ষা করার পর জানা যায়, ওল্ড ক্রোগান ম্যান কোনো আধুনিক ব্যক্তি নয়। তবে তাকে খুন করাই হয়েছে।
লোকটির ম্যানিকিউরড নখের কারণে অনুমান করা হয়, তিনি কায়িক শ্রমে নিয়োজিত ছিলেন না, সম্ভবত উচ্চ মর্যাদার অধিকারী ছিলেন। মৃত্যুর আগে অন্তত ৪ মাস তিনি আমিষসমৃদ্ধ খাবার খেয়েছিলেন বলে গবেষণায় দেখা গেছে। ওই দেহাবশেষের নামকরণ করা হয় ক্রোগান হিলের নামানুসারে।
তাকে প্রাচীন একটি পাহাড়ের পাদদেশে কোনো বগে সমাহিত করা হয়েছিল, যা রাজার অনুষ্ঠানের জন্য ব্যবহৃত হতো। আর ওই সময় বগগুলোকে সীমানা হিসেবে মনে করা হতো।
২০১৪ সালের এক ডকুমেন্টারি বলছে, ওল্ড ক্রোগান ম্যান একজন রাজা বা রাজপুত্র ছিলেন। তিনি খারাপ আবহাওয়া বা ফসলের কারণে বলির শিকার হন। ওই প্রাচীন উপজাতিরা হয়তো বিশ্বাস করত যে, এটি রাজার ব্যর্থতার কারণে হয়েছিল এবং এর জন্য তিনিই দায়ী।
বগে মৃতদেহ আবিষ্কারের ক্ষেত্রে প্রায়ই দেখা যায়, বেশ আচারিক উপায়ে হত্যা করা হয়েছে। এতে ইঙ্গিত পাওয়া যায়, মানব বলিদান ওল্ড ক্রোগান মানুষের সংস্কৃতির একটি স্বীকৃত অংশ ছিল। ওই উপজাতির কোনো লিখিত ভাষা ছিল না। তাই তাকে কেন হত্যা করে বগে ফেলা হয়েছিল, তা সঠিকভাবে জানার উপায় নেই।
বিতর্ক রয়েছে, ওই সময়ের লোকেরা জানত যে বগ খাদ্য পচন থেকে রক্ষা করে। এক ধরনের হিমায়ন হিসেবে বগের মধ্যে তারা মাখন সংরক্ষণ করত। নাকি মাখনকেও বলি হিসেবে বোঝানো হয়েছিল, কে জানে!
ধারণা করা হয়, ওল্ড ক্রোগান ম্যান ৩৬২ খ্রিষ্ট পূর্বাব্দ থেকে ১৭৫ খ্রিষ্ট পূর্বাব্দের মধ্যে মারা গিয়েছিলেন। সম্ভবত বুকে ছুরিকাঘাতে তার মৃত্যু হয়। তার শিরোশ্ছেদ করা হয়েছিল এবং তার দেহ অর্ধেক কেটে ফেলা হয়েছিল। তার একটি বাহুতে আঘাত রয়েছে। এটা প্রমাণ করে, তিনি নিজেকে রক্ষা করার চেষ্টা করেছিলেন।
এমনও হতে পারে, তিনি জানতেন ফসল খারাপ হলে তার ভাগ্যে কি অপেক্ষা করছে! তিনি স্বেচ্ছা মৃত্যুতে যেতে পারেন। আত্মত্যাগের আগে একটি প্রতীকী শেষ খাবার খেয়েছিলেন, যাতে তার মৃত্যু পরিস্থিতির উন্নতি করে।
আবার তার বাহুতে আবিষ্কৃত ক্ষতটিকে ব্যাখ্যা করা যেতে পারে যে, তিনি আক্রমণকারীদের থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করেছিলেন। তবে এটা নিশ্চিতভাবে জানা সম্ভব নয়।
বর্তমানে ওল্ড ক্রোগান ম্যানকে আয়ারল্যান্ডের ন্যাশনাল মিউজিয়ামে প্রদর্শনে রাখা হয়েছে। যারা তাকে হত্যা করেছিল, তারা কেউই হয়তো আন্দাজ করতে পারেনি যে তার দেহ এতদিন পর্যন্ত সংরক্ষিত থাকবে।
কলি