দূর থেকে দেখে মনে হবে বনে কেউ বিছিয়ে রেখেছে নীলাভ কার্পেট। দূর-দূরান্ত থেকে মানুষ আসছে দেখতে। নীল রঙের এই প্রাকৃতিক বিছানা দেখতে পাওয়া যায় বেলজিয়ামে। প্রতিবছর বসন্তে নীল কার্পেটের বন দেখতে ভিড় করে পর্যটকরা। বেলজিয়ামের ব্লু ফরেস্টখ্যাত এই বনের নাম হ্যালারবোস। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অবস্থিত এই বন। রূপকথার মতো এক প্রাকৃতিক আকর্ষণ হ্যালারবোস।
হ্যালারবোস বন বছরের অন্যান্য সময় সবুজে সাজানো থাকে। এপ্রিলের মাঝামাঝি এবং পুরো মে মাসে এটি নীল বনে পরিণত হয়। দূর থেকে দেখলে মনে হয় নীল কার্পেট বিছিয়ে রেখেছে কেউ। এটা তৈরি হয় মূলত ব্লুবেল নামক ফুলের কারণে। এপ্রিলের মাঝামাঝি সময়ে বনে প্রচুর এই ফুল ফোটে। নীল রঙের ব্লুবেলে ছেঁয়ে যায় বন। তাই দূর থেকে দেখলে মনে হয় নীল রঙের কোনো বিছানা। প্রতিবছর এই বন দেখতে ভিড় করে হাজার হাজার পর্যটক। ব্লু ফরেস্ট পরিদর্শনে সাবধানতা অবলম্বন করতে হয়। কেননা ফুলগুলো পদপিষ্ট হয়ে ভেঙে যেতে পারে। মাটি এবং ব্লুবেল কার্পেট অত্যন্ত ভঙ্গুর। তাই এগুলোকে পদদলিত করলে মারাত্মক ক্ষতি হতে পারে। তাই কিছু নির্দিষ্ট পথে হাঁটতে হয়। বনের সৌন্দর্য রক্ষা করতে এই ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ।
এটি ৫৪২ হেক্টর বা ৫.৮২ বর্গ কিলোমিটার বা ২.২৫ বর্গ মাইলজুড়ে অবস্থিত। সপ্তাহিক ছুটির দিন রবিবারে এই বনে প্রচুর ভিড় জমে। এখানে অন্যান্য আকর্ষণীয় বুনোফুল জন্মে। যেমন- উড স্পারজ, স্পাইকড র্যাম্পিয়ন, ওয়াইল্ড অর্কিড, গোল্ডেন স্যাক্সিফ্রেজ এবং ভেষজ প্যারিস। প্রাকৃতিক উদ্ভিদ এবং প্রাণিকুলকে উন্নতি লাভের সর্বোত্তম সুযোগ দেওয়ার জন্য এখান থেকে অদেশীয় গাছপালা সরিয়ে রাখা হয়েছে।
তারেক