মেঘ ও জলে, রোদ ও বৃষ্টিতে
প্রকৃতির নীরব নিস্তব্ধতায়,
সংকুল আঁধারে,
ভেসে আসে জলাজলির
অমোঘ কলতান!
বর্ষার জলে নীরবে-নিভৃতে
যৈবতী কন্যার ললাটে
পুষ্পিত পল্লব,
লাল, নীল, বেগুনির ঝলমলে
কালো তিল অবারিত তৃষ্ণায় তৃষিত।
বর্ষার রোদ বৃষ্টি মেঘে
চাতক-চাতকির অবাধ
জলসা বদনে
জল জোছনার পুলকিত শিহরণ।