জীবনস্রোত
সুমন রেজা
ক্ষণজন্মা শৈবালের মতো জীবন
জোয়ার-ভাটার আকর্ষণ, বিকর্ষণে
এ কূল-ও কূল ঘুরে-ফিরে অবশেষে
বানভাসি স্রোতে মিশে যায় নিয়মে
একফোঁটা ছন্দের খোঁজে এ যাত্ৰা
কখনো হয় না নিয়তির মতো মসৃণ
জেনেও, অন্ধের মতো এ ছুটে চলা
শুধু খুঁজে ফেরে জীবনের শিল্পকলা
পরজীবী সময়কে নিজের করে নিতে
ছাড়তে হয় কত প্রিয় সুখময় আশ্ৰয়
দীর্ঘ হয় প্রাপ্তি-অপ্রাপ্তির সমীকরণ
চুকে যায় লেনদেন, শরীরের হয় মরণ।
বিবাহবার্ষিকী
সাবিত্রী সাহা
বছর ঘুরে শ্রাবণ এসেছে বন্ধন দৃঢ় হয়েছে।
শ্রাবণ ঘুরে ঘুরে আসুক পাকাচুলে সিঁদুর দিই
তোমার নামে শঙ্খ পরি
তুমি আমি একসাথে বুড়ো হই।
ডায়াবেটিস মাপি, চশমার পাওয়ার বদল করি,
তুমি আমার আমি তোমার হাতের লাঠি হই
কে আগে কে পরে, যাবার দিন গোনার আগে এ বন্ধন জন্ম-জন্মান্তরের হোক অভিলাষ রাখি।
জাগো বাঙালি ছাত্র-জনতা
রুমানা আক্তার রত্না
জাগো বাঙালি জাগো, বীরের বেশে
এই বাংলায় আবার অস্ত্র ধরো
বিদ্যাপীঠে আছে যত সন্ত্রাসীর চেলা
শিকড়সহ উপরে ফেলো!
প্রতিরোধের প্রতিবাদে একতা গড়ো
আর কতকাল বোধির হয়ে
দেখবে এদের ছলচাতুরী খেলা!
হে বর্বর দৈত্য দানব অসুর পশুর দল
কোথায় তোমাদের শিক্ষাদীক্ষা?
ক্ষমতার লোভে অন্ধ তুমি, স্বৈরাচারীর বল!
আমি ঘৃণা করি! আমি ঘৃণা করি!
তুমি মানুষ নও! তুমি মানুষ নও!
তুমি এই সমাজে ছাত্র নামের কীট।
তুমি নিঃশ্বাস কাড়লে আমার, হয়ে মহাবীর
রাজপথে ঝরা প্রতিটি রক্তের ফোঁটায়
এবার জন্ম হবে, দেখবে তুমি লাখো কোটি বীর!
ভাই বোন হত্যার বিচার করতে
এগিয়ে এসে সব, ছাত্র-জনতা সৈনিক।
আমি রাজাকার নই! রাজাকার নই!
কৃষক শ্রমিক দিনমুজুরের সন্তান।
আমি বাঙালি, আমার রক্তে মিশে আছে
সেই একাত্তরের প্রতিবাদী ঘ্রাণ।
অধিকার আদায়ে, আজও থাকব অবিচল
বাংলার মানুষই এই বাংলার বল,
মনে রেখো স্বৈরাচার জালিম সেনার দল।
শ্রাবণ
সুশান্ত কুমার দে
এসেছে শ্রাবণ নদী নালা প্লাবন
কদম ফুলের সৌরভে মুখরিত বন।
সারা দিন ঝরঝর কালো মেঘের ভর
উঠোনে কাঁদা ঐ দেয়া কড়মড়!
ঐ দূরে তাল গাছে বজ্রপাতে
আগুনে ঝলসানো পাতাগুলো তাতে।
গোয়ালে গরু দুটি, একটু ছোটাছুটি
নীড়ে চড়াই ছানা থাকে গুটিসুটি।
ছাতি মাথায় হাটে যায়, গহর আলি ভাই
ঘরে তার এতটুকু চাল-ডাল নাই !
পুকুর পাড়ে চ্যাং-শোল, কই আর পুঁটি
হাবুল বাবুল দুই ভাই ধরে মুঠি মুঠি।
গহর আলি খানা সেচে মাছ ধরতে যায়
দা-কোদাল, ঘুনচি ঘুনি খুঁজতে জীবন যায়।
কোলা ব্যাঙ মাথা তুলে ডাকে ঘ্যাঙর গ্যাং
পা পিছলে পাতি হাঁসের ভেঙে গেল ঠ্যাং।
সবুজ বনের পাতাবাহার রূপবৈচিত্র্যে ভরা
আহা কী, অপরূপ সৌন্দর্যময় এ ধরা।
বৃষ্টিভেজা বনবনানী, কতক পাখির ছা
সারাক্ষণ ভিজে ভিজে, জ্বরে কাঁপল গা।