
পুষ্প, বৃক্ষ, লতাগুল্মে সমৃদ্ধ ময়মনসিংহের ব্রহ্মপুত্র তীরে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন। এ বছর ৬ জানুয়ারি দুপুরে গিয়েছিলাম এই উদ্যানে। ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনের প্রধান ফটক দিয়ে ঢুকে একটু ডান দিকে এগিয়ে গেলে দেওয়ালের কাছে ঘন ও উজ্জ্বল বেগুনি বেগমবাহারের ঝোপ চোখে পড়ল। প্রথমদিকে যে কেউ এদের দাঁতরাঙা বা লুটকি বলে ভুল করতে পারেন।
দাঁতরাঙা ও বেগমবাহার একই পরিবার Melastomataceae-এর সদস্য।
বেগমবাহারের পাপড়ি দাঁতরাঙার পাপড়ির মতো এতটা পুরু নয়। বেগমবাহারের ফুলের রং ঘন ও উজ্জ্বল বেগুনি। ফুল ফোটার সময় মে থেকে জানুয়ারি। এর পাপড়ি পাঁচটি সুন্দরভাবে বিন্যস্ত নয়, কিছুটা এলোমেলো। পাতা দাঁতরাঙার মতোই তবে আকারে ছোট। বেগমবাহার ফুল গ্রীষ্মে এবং সারা বছর বিক্ষিপ্তভাবে প্রচুর পরিমাণে ফোটে। উজ্জ্বল বেগুনি ফুলের ব্যাস ৩ ইঞ্চি। শোভাময় বেগুনি ফুলে এই গুল্ম দারুণভাবে সাজে।
বেগমবাহার একটি চিরসবুজ গুল্ম। ইংরেজিতে এই উদ্ভিদ Princess Flower, glory bush, purple glory bush নামে পরিচিত। এই ফুলের আদি নিবাস ব্রাজিল। নবাব সিরাজৌদ্দৌলার প্রিয় ছিল এই ফুল। তিনিই এর নাম ‘বেগমবাহার’ দেন বলে কথিত আছে।
উদ্ভিদ ৩-৬ মিটার উঁচু এবং ২-৩ মিটার চওড়া হতে পারে। পাতা লম্বালম্বিভাবে শিরাযুক্ত, গাঢ় সবুজ লোমযুক্ত। ফুলের ব্যাস ১০ সেন্টিমিটার পর্যন্ত হয়। গ্রীষ্ম এবং শরৎজুড়ে কালো পুংকেশরসহ উজ্জ্বল নীল বা বেগুনি ফুলের গুচ্ছ ফোটে।
এর বৈজ্ঞানিক নাম Pleroma semidecandrum, Melastomataceae পরিবারের উদ্ভিদ। রয়্যাল হর্টিকালচারাল সোসাইটির Award of Garden Merit
অর্জন করেছে এই উদ্ভিদ। বেগম বাহারের আরেকটি প্রজাতি হলো pleroma urvilleanum-এর সরু ডালপালা প্রায় ১৫ ফুট পর্যন্ত বৃদ্ধি পায়। কমপ্যাক্ট আকারে ছাঁটাই না করলে গাছটি ১০-১২ ফুট ঝোপ তৈরি করতে চারপাশে ছড়িয়ে পড়ে।
সরল পাতাগুলো মখমল সবুজ এবং প্রায়ই লাল রঙের হয় এবং নিচের দিকে হালকা হয়। এগুলো বড় এবং মোটা এবং ২-৪ ইঞ্চি লম্বা এবং ১-১.৫ ইঞ্চি চওড়া এবং ৩-৫ টি মধ্যশিরা দৈর্ঘ্য বরাবর থাকে, যা মেলাস্টোম পরিবারের বৈশিষ্ট্য।
কখনো কখনো একটি ছোট গাছকে গ্রীষ্ম থেকে শরৎকালে ছাঁটাই করতে হয়। এটি বাইরে রৌদ্রোজ্জ্বল আশ্রয়স্থলে আর্দ্র ও সুনিষ্কাশিত মাটিতে সবচেয়ে ভালো জন্মায়।
লেখক: অধ্যাপক ও বিভাগীয় প্রধান, উদ্ভিদবিজ্ঞান বিভাগ, মুমিনুন্নিসা সরকারি কলেজ, ময়মনসিংহ