ঢাকা ২৪ আশ্বিন ১৪৩১, বুধবার, ০৯ অক্টোবর ২০২৪

সাংবাদিকদের ভালোবাসায় সিক্ত মুশফিকুল ফজল আনসারী

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৩ পিএম
সাংবাদিকদের ভালোবাসায় সিক্ত মুশফিকুল ফজল আনসারী
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী। ছবি : সংগৃহীত

জাতীয় প্রেসক্লাবে সহকর্মীদের উচ্ছ্বাস ও ভালোবাসায় সিক্ত হয়েছেন দীর্ঘ এক দশক নির্বাসনে থাকা সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক সমবায় সমিতি লিমিটেডসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনসহ নানা ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা আয়োজক কমিটির আহ্বায়ক সৈয়দ আবদাল আহমদের সভাপতিত্বে সদস্যসচিব শফিউল আলম দোলনের পরিচালনায় অনুষ্ঠানে রাজনৈতিক নেতা, সাংবাদিক, মানবাধিকারকর্মী, কবি, সাহিত্যিক, শিক্ষক, আইনজীবী, কৃষিবিদ, চিকিৎসকসহ নানা পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।

মুশফিকুল ফজল আনসারী বলেন, ‘বাংলাদেশের মানুষের সৌভাগ্য যে, ড. মুহাম্মদ ইউনূসের মতো একজন নোবেল লরিয়েটকে সরকারপ্রধান হিসেবে পেয়েছেন। তিনি আপাদমস্তক একজন নির্লোভ ব্যক্তি। তিনি নিঃসন্দেহে বাংলাদেশ এবং দেশের মানুষের কল্যাণে কাজ করবেন।’ একইসঙ্গে সরকারের উপদেষ্টাদের প্রতি দেশের জনগণের আশা-আকাঙ্ক্ষা অনুযায়ী সুবিচার প্রতিষ্ঠা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। 

দেশের গণমাধ্যম প্রসঙ্গে তিনি বলেন, ‘কোনো গণমাধ্যম বন্ধ হোক এটা আমরা চাই না। তবে পতিত স্বৈরাচারের সুবিধাভোগী দোসররাই এখনো বেশিরভাগ মিডিয়া চালাচ্ছে। এক্ষেত্রে জনগণের পক্ষের এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকদের দায়িত্ব দিতে হবে। যাতে সত্যিকার অর্থেই দেশের মানুষের চাওয়া-পাওয়া, আশা-আকাঙ্ক্ষার ভাষা প্রতিফলিত হয়।’

শেখ হাসিনা সরকারের আমলে নির্যাতনের শিকার অনেক সাংবাদিক অনুষ্ঠানে যোগ দিয়ে তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেন। সেই সাথে আন্তর্জাতিক অঙ্গনে মুশফিকুল ফজল আনসারীর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তারা।

এদিকে অনুষ্ঠানে যোগ দিয়ে দেশের গণতন্ত্র, বাকস্বাধীনতা ও ফ্যাসিস্ট সরকারের পতনের পেছনে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর অনন্য ভূমিকা ছিল বলে উল্লেখ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি তাকে বাংলাদেশের রিয়েল হিরো বলে আখ্যা দেন।

এ সময় সাংবাদিকদের পেশাদারিত্ব বজায় রেখে নীতি-নৈতিকতার সঙ্গে সংবাদ সংগ্রহ, তৈরি ও পরিবেশনের আহ্বান জানান মির্জা ফখরুল। 

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক নেতারা বলেন, ‘স্বৈরাচার শেখ হাসিনার আমলে বিশ্বের বাংলাভাষীদের কাছে প্রতীক্ষার আরেক নাম ছিল মুশফিকুল ফজল আনসারী। জাতিসংঘ, হোয়াইট হাউস, পেন্টাগন, স্টেট ডিপার্টমেন্টসহ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক দপ্তরগুলোতে শেখ হাসিনার অপশাসনের কথা তুলে ধরার মাধ্যমে অসামান্য, অনন্য ও অতুলনীয় ভূমিকা রেখেছেন তিনি। সাংবাদিক সমাজ তাকে নিয়ে গর্বিত এবং তাকে সংবর্ধনা দিতে পেরে আনন্দিত।’

বিভিন্ন সংগঠনের দেওয়া ফুলেল সংবর্ধনা শেষে মুশফিকুল ফজল আনসারী বলেন, ‘অনেকটা নিরাপদ স্থানে থেকেই আমরা হাসিনা সরকারের বিরুদ্ধে কথা বলে গেছি। যদিও নানাভাবে আমাদের পরিবারকে হেনস্থা করা হয়েছিল। তবে আমাদের ত্যাগের চেয়েও দেশে অবস্থান করে যারা লড়াই করে গেছেন তাদের অবদান ভোলার মতো নয়।’ 

তিনি বলেন, ‘শেখ হাসিনা সরকার নানাভাবে আমাকে প্রভাবিত করতে চেষ্টা করেছিল। প্রলোভন দেখিয়েছিল। কিন্তু নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করাটাই নিজের ব্রত মনে করেছি।’ 

তিনি আরও বলেন, ‘সময়টা আনন্দ-উৎসবের নয়। দয়া করে এসব ছবি দিয়ে শহিদি পরিবারগুলোর মনের কষ্ট বাড়িয়ে দেবেন না। এটা আপনাদের কাছে বিশেষ অনুরোধ। আল্লাহ যেন তাদের সবাইকে শহিদি মর্যাদা দান করেন।’ 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. কামরুল আহসান, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আব্দুল লতিফ মাসুম, মানবাধিকারকর্মী নূর খান লিটন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট রেজাউল করিম রেজা, সরকারি কর্মকর্তা কল্যাণ সমিতির নেতা নেয়ামত উল্লাহ, গণধিকার পরিষদ নেতা তারেক রহমান, বিশিষ্ট কবি উদ্দিন স্টালিন, সাংবাদিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন কামাল উদ্দিন সবুজ, সাংবাদিক নেতা কবি আবদুল হাই শিকদার, ইলাহি নেওয়াজ খান সাজু, ইলিয়াস খান, কাদের গণি চৌধুরী, ডিআরইউর সাবেক সভাপতি মুরসালিন নোমানী, শহিদুল ইসলাম, খুরশিদ আলম, জাহাঙ্গীর আলম প্রধান প্রমুখ।

মিজানুর রহমান/সালমান/

সাংবাদিকদের বিরুদ্ধে মানহানির মামলা প্রত্যাহার করুন: ডিআরইউ

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৩ এএম
আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৬ এএম
সাংবাদিকদের বিরুদ্ধে মানহানির মামলা প্রত্যাহার করুন: ডিআরইউ
ঢাকা রিপোর্টার্স ইউনিটি

সাংবাদিকদের বিরুদ্ধে ওরিয়ন গ্রুপের করা মানহানির সব মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। 

রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে দেশ টিভি ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিকদের বিরুদ্ধে করা মামলার প্রতিবাদে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত এক মানববন্ধনে তারা এই দাবি জানান।

এ সময় সাংবাদিক নেতারা বলেন, ওরিয়ন গ্রুপের দুর্নীতি নিয়ে প্রতিবেদন করায় সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করা হয়। এটা গ্রহণযোগ্য নয়। সংক্ষুব্ধ ব্যক্তি চাইলে প্রেস কাউন্সিলে অভিযোগ করে প্রতিকার চাইতে পারেন। তা না করে মামলা করা গণমাধ্যমের কণ্ঠরোধ করার অপচেষ্টা মাত্র। অবিলম্বে হত্যা মামলা প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।

প্রধান অতিথির বক্তব্যে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শহিদুল ইসলাম বলেন, ‘দুর্নীতিবাজদের বিরুদ্ধে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করাই সাংবাদিকদের কাজ। মামলা করে, তলব করে গণমাধ্যমের কণ্ঠরোধ করা যাবে না। আমরা সাংবাদিকদের পাশে সব সময় আছি। প্রতিবেদন প্রকাশের জেরে কোনো সাংবাদিককে তলব করা যায় না। দেশ থেকে দুর্নীতি নির্মূল করতে হলে দুর্নীতিবাজদের বিরুদ্ধে বেশি করে প্রতিবেদন তৈরি করতে হবে।’ এই মামলা খারিজ করে দিতে আদালতের প্রতি আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে ডিআরইউ সভাপতি শুকুর আলী বলেন, ‘সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করে হয়রানি করা হচ্ছে। সংবাদ প্রকাশের জেরে মানহানি মামলা ও তলব করা স্বাধীন সাংবাদিকতার অন্তরায়। এ ছাড়া হত্যা মামলাও হচ্ছে। যারা জড়িত নন তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।’

দেশ টিভির সাংবাদিক ফারুক হোসেনসহ দুই জনের বিরুদ্ধে ৭০০ কোটি টাকা এবং ইনডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিক মাহমুদ শরীফসহ তিনজনের বিরুদ্ধে ১ হাজার কোটি টাকার মানহানি মামলা করেছে ওরিয়ন গ্রুপ।

এ ছাড়া ডিআরইউর স্থায়ী সদস্য ও দৈনিক কালবেলার জ্যেষ্ঠ প্রতিবেদক জাকির হোসেন লিটনকে সংবাদ প্রকাশের জেরে তলব করা হয়েছে।

ইনডিপেনডেন্ট ও দেশ টিভির সাংবাদিকের বিরুদ্ধে মামলায় ডিআরইউর নিন্দা

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৪ পিএম
আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৯ পিএম
ইনডিপেনডেন্ট ও দেশ টিভির সাংবাদিকের বিরুদ্ধে মামলায় ডিআরইউর নিন্দা

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও ইনডিপেনডেন্ট টিভির সিনিয়র রিপোর্টার শাহমুদ শরীফসহ ইনডিপেনডেন্ট টিভির ৫ সাংবাদিকের বিরুদ্ধে ওরিয়ন গ্রুপ ১ হাজার কোটি টাকার মানহানি মামলা করেছে। এ ছাড়া দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান ও প্রতিবেদক সাহদাত নিশাদের বিরুদ্ধেও ৭০০ কোটি টাকার ২টি মানহানির মামলা করেছে ওরিয়ন গ্রুপ। এসব মামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ডিআরইউ সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ ও সাধারণ সম্পাদক মহি উদ্দিন ইনডিপেনডেন্ট টেলিভিশন ও দেশ টিভির সাংবাদিকদের বিরুদ্ধে ওরিয়ন গ্রুপের মানহানি মামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

ডিআরইউ নেতারা বলেন, এই মামলার মাধ্যমে স্বাধীন গণমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা করা হচ্ছে। সাংবাদিকরা কারও প্রতিপক্ষ নয়। অনিয়ম-দুর্নীতির চিত্র তুলে ধরাই অনুসন্ধানী সাংবাদিকদের কাজ। তথ্যবহুল সংবাদ প্রকাশের পর সাংবাদিক ও সংবাদমাধ্যমের বিরুদ্ধে এমন হয়রানিমূলক মামলা স্বাধীন সাংবাদিকতায় বাধা সৃষ্টির অপচেষ্টা মাত্র।

সাংবাদিকদের মানববন্ধন

এদিকে দুই সাংবাদিকের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে সাংবাদিকরা বলেন, ওরিয়ন গ্রুপ মানহানির মামলা দিয়ে স্বাধীন গণমাধ্যম  ও সাংবাদিকদের কণ্ঠরোধ করতে চাচ্ছে। সম্প্রতি ওরিয়ন গ্রুপের বিদ্যুৎকেন্দ্র ও গুলিস্তান যাত্রাবাড়ী ফ্লাইওভারের দুর্নীতির খবর প্রকাশ করায় ৫০০ কোটি টাকা করে দুটি মামলা করে ইনডিপেনডেন্ট টেলিভিশন ও দেশ টিভির বিরুদ্ধে।

 

সাংবাদিক অঘোর মন্ডল আর নেই

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪১ পিএম
সাংবাদিক অঘোর মন্ডল আর নেই
অঘোর মন্ডল

সাংবাদিক অঘোর মন্ডল আর নেই। বর্ষীয়ান এই ক্রীড়া সাংবাদিকের বয়স হয়েছিল মাত্র ৫৮ বছর।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

তিনি স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

জানা যায়, অঘোর মন্ডল দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন। এরই মধ্যে তিনি ডেঙ্গু আক্রান্ত হন। ফলে তাকে বিএসএমএমইউর আইসিইউতে ভর্তি করা হয়। গত ১৩ সেপ্টেম্বর ভোরে তার শারীরিক অবস্থার অবনতি হয়। পরে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।

অঘোর মন্ডল বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন।

নব্বইয়ের দশকে ভোরের কাগজ দিয়ে তার ক্রীড়া সাংবাদিকতার শুরু। এরপর তিনি কাজ করেছেন চ্যানেল আই, দীপ্ত টিভিতে। সবশেষ তিনি এটিএন নিউজের বার্তা সম্পাদক ছিলেন।

অমিয়/

বিএফইউজে সভাপতি রুহুল আমিন গাজী আর নেই

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৬ পিএম
আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৮ পিএম
বিএফইউজে সভাপতি রুহুল আমিন গাজী আর নেই
রুহুল আমিন গাজী

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ও দৈনিক সংগ্রামের চিফ রিপোর্টার রুহুল আমিন গাজী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সদস্য গাজী আনোয়ার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

কিডনিসহ নানা জটিলতায় ভুগছিলেন রুহুল আমিন গাজী। তাকে গতকাল সোমবার রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

জামায়াতের শোক 

রুহুল আমিন গাজীর মৃত্যুতে শোক প্রকাশ করে তার পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

এর আগে মঙ্গলবার দুপুরে দলের আমির ডা. শফিকুর রহমান তাকে দেখতে হাসপাতালে যান। এ সময় তার সঙ্গে ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগরী উত্তরের আমির মো. সেলিম উদ্দিন ও সাংবাদিক নেতা শহিদুল ইসলাম।

সালমান/ 

খবরের কাগজ সম্পাদকের সঙ্গে বাংলাদেশ কংগ্রেস নেতাদের সাক্ষাৎ

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৫ পিএম
আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৬ পিএম
খবরের কাগজ সম্পাদকের সঙ্গে বাংলাদেশ কংগ্রেস নেতাদের সাক্ষাৎ
দৈনিক খবরের কাগজ-এর প্রকাশক ও সম্পাদক মোস্তফা কামালের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ কংগ্রেস নেতারা

বহুল প্রচারিত দৈনিক খবরের কাগজ-এর প্রকাশক ও সম্পাদক মোস্তফা কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান অ্যাড. কাজী রেজাউল হোসেন ও মহাসচিব অ্যাড. মো. ইয়ারুল ইসলাম।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর বাংলামোটরে খবরের কাগজ কার্যালয়ে পত্রিকাটির সম্পাদকের সঙ্গে সাক্ষাৎ করেন তারা। 

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কংগ্রেসের নির্বাহী সদস্য সেলিম রেজা বাচ্চু।

সাক্ষাৎকালে খবরের কাগজের কাছে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের আহ্বান জানান কাজী রেজাউল হোসেন। 

এ সময় পত্রিকার সম্পাদক মোস্তফা কামাল বলেন, ‘খবরের কাগজ সব সময় সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশে বদ্ধপরিকর।’

সালমান/