
গত আগস্টে লটারির মাধ্যমে বেছে নেওয়া হয়েছিল সৌভাগ্যবান চার বিজয়ীকে। এবার তাদের হাতে বুঝিয়ে দেওয়া হলো এয়ার এশিয়া-খবরের কাগজ টি-টোয়েন্টি বিশ্বকাপ কুইজের আকর্ষণীয় পুরস্কার। যে পুরস্কার হাতে নিয়ে বিজয়ীরা উড়বেন আকাশে। কারণ পুরস্কারের সবগুলোই যে ছিল বিমান টিকিট।
বুধবার (২৯ জানুয়ারি) বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন খবরের কাগজের সম্পাদক মোস্তফা কামাল।
এ সময় উপস্থিত ছিলেন এয়ার এশিয়ার নির্বাহী পরিচালক (কর্মাশিয়াল) এম মনির উজ জামান ও ম্যানেজার (সেলস) এ এইচ মোস্তফা রহমান, খবরের কাগজের নির্বাহী সম্পাদক এনাম আবেদীন, ব্যবস্থাপনা সম্পাদক খালেদ ফারুকী, উপসম্পাদক ড. মুহম্মদ এমদাদ হাসনায়েন, কপি এডিটর এ এম মাসুদুজ্জামান, সিটি এডিটর আবদুল্লাহ আল মামুন, ফিচার সম্পাদক খালেদ আহমেদ, ডিজিটাল মিডিয়া হেড কাজী গোলাম রাব্বানী, জিএম (মার্কেটিং) মাসুদুর রহমান, ডিজিএম সার্কুলেশন মাসুদ কবীর পাভেল, ব্র্যান্ড ও ইভেন্টপ্রধান আতিয়া সুলতানা, ডিজিটাল মার্কেটিংয়ের প্রধান মো. ফুয়াদ হাসান। অনুষ্ঠান পরিচালনা করেন খবরের কাগজের বিশেষ প্রতিনিধি (স্পোর্টস) মহিউদ্দিন পলাশ।
প্রায় দেড় লাখ ক্রিকেটভক্ত অংশ নিয়েছিলেন দুই পর্বের এই কুইজে। সেখান থেকে লটারির মাধ্যমে বিজয়ীর হাসি হাসেন চারজন। দুই পর্বেই প্রথম পুরস্কার ছিল ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা বিমান টিকিট। একইভাবে দ্বিতীয় পুরস্কার দুটিও ছিল ঢাকা-ব্যাংকক-ঢাকা বিমানের টিকিট।
প্রথম পর্বের প্রথম পুরস্কার বিজয়ী হয়েছেন ঢাকার আনন্দনগর মিরপুরের নাজমা আক্তার। দ্বিতীয় পুরস্কার পেয়েছেন সাদ্দাম হোসেন মিয়াজী (জনসংযোগ দপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়) এবং দ্বিতীয় পর্বের প্রথম পুরস্কার জিতেছেন হুমাউন (উত্তরা, ঢাকা), দ্বিতীয় পুরস্কারজয়ী রাজু (দিনাজপুর)।
এয়ার এশিয়ার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে খবরের কাগজের সম্পাদক বলেন, ‘ধন্যবাদ সবাইকে। বিশেষ করে এয়ার এশিয়াকে। তারা আমাদের সঙ্গে থেকেছেন। আশা করি, সামনের দিনগুলোতেও খবরের কাগজের সঙ্গে থাকবেন তারা। আমি খুবই রোমাঞ্চিত যে প্রায় দেড় লাখ ক্রিকেটভক্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের এই কুইজে অংশগ্রহণ করেছিলেন। একটু দেরিতে হলেও বিজয়ীদের হাতে আমরা পুরস্কার তুলে দিতে পেরেছি, যা খুবই আনন্দের ও স্বস্তির।’
তিনি আরও বলেন, ‘খবরের কাগজ সাধারণ মানুষের পত্রিকা। বিশেষ কোনো গোষ্ঠী বা সম্প্রদায়ের তাঁবেদারি করে না। আমরা পেশাদারত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে এগিয়ে চলেছি। আমাদের সামনের এই পথচলায় অগণিত পাঠক পাশে থাকবেন, এটিই প্রত্যাশা করি।’
এয়ার এশিয়ার নির্বাহী পরিচালক (কমার্শিয়াল) এম মনির উজ জামান তার বক্তব্যে বলেন, ‘আমরা গর্বিত খবরের কাগজের সঙ্গে যুক্ত হতে পেরে। আমি খুবই অবাক হয়েছিলাম এই কুইজে এত মানুষের অংশগ্রহণে। সেখান থেকে সুন্দর ও সঠিক প্রক্রিয়ায় চারজনকে বেছে নেওয়া হয়। আজ তাদের হাতে পুরস্কার তুলে দিতে পেরেছি আমরা। ভালো লাগছে। আশা করি, সামনের দিনগুলোতেও খবরের কাগজের পাশে থাকবে এয়ার এশিয়া।’
এয়ার এশিয়ার ম্যানেজার (সেলস) এ এইচ মোস্তফা রহমান বলেন, ‘খবরের কাগজের সঙ্গে থাকতে পেরে আমরা বেশ খুশি। আমাদের এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সবাইকে ধন্যবাদ।’