
সম্প্রতি টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশনস অব বাংলাদেশ-ট্র্যাব আয়োজিত '২৬তম ট্র্যাব অ্যাওয়ার্ড ২০২৫' অনুষ্ঠিত হয়ে গেলো হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের পদ্মা মিলনায়তনে। বিগত ২০২৪ সালে মিডিয়ার বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য কাজের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রদান করা হলো। এ বছর এনটিভিতে প্রচারিত 'সংলাপ প্রতিদিন: আমাদের সাংস্কৃতিক সংগ্রাম' টকশোর জন্য 'শ্রেষ্ঠ উপস্থাপক' নির্বাচিত হন অভিনেতা ও গণমাধ্যম কর্মী পাভেল ইসলাম। অভিনয়ের বাইরেও তিনি বর্তমানে এনটিভি'র অনুষ্ঠান বিভাগের ব্যবস্থাপক (অনুষ্ঠান ও যোগাযোগ) হিসেবে দায়িত্ব পালন করছেন।
পুরস্কার প্রাপ্তির অনুভূতি জানতে চাইলে পাভেল ইসলাম বলেন, 'যদিও আমি একজন অভিনেতা, তবুও উপস্থাপক হিসেবে এই পুরস্কার প্রাপ্তি অন্যরকম আনন্দের। অনুষ্ঠান উপস্থাপনার সুযোগটি এসেছে এনটিভি'র চেয়ারম্যান মোসাদ্দেক আলীর কারণে। তিনি সাহস ও সহযোগিতা না করলে এটা সম্ভব হতো না।'
পাভেল বলেন, 'মূলত জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা এ টকশোটির পরিকল্পনা করি। সমসাময়িক বিষয়ভিত্তিক এই টকশো এনটিভিতে প্রতিদিন সন্ধ্যা ৬.১৫ মিনিটে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। তবে আমার পর্বটি শুধু শুক্রবার প্রচার হয়। সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানের অতিথি হয়ে আসেন।'
এ বছর অভিনয় জীবনের ৩০ বছর পূর্ণ করেছেন পাভেল ইসলাম। বর্তমান কাজ প্রসঙ্গে তিনি জানান, মঞ্চ ও টেলিভিশনের কাজের বাইরে সামনে সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ডের 'ভাসানী' এবং তানভীর মোকাম্মেলের 'সোজন বাদিয়ার ঘাট' চলচ্চিত্রে অভিনয়ের কথা চলছে। এছাড়াও সম্প্রতি আলিফ আল সজলের 'অর্ধেক', সজিব চিশতী'র 'অনল' এবং মাহমুদ হাসান রানা'র 'রং নাম্বার' নাটকের শুটিং শেষ করেছেন পাভেল ইসলাম।
গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত 'ট্র্যাব অ্যাওয়ার্ড ২০২৫' এ এবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠ পত্রিকার সম্পাদক বিশিষ্ট কবি ও সাংবাদিক হাসান হাফিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সংস্কৃতি বিষয়ক সম্পাদক চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল। এছাড়াও অনুষ্ঠানে দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সমাজকর্মী, জনপ্রিয় তারকা শিল্পী, অনলাইন ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মাহমুদুল আলম/এমএ/