
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, ‘সাংবাদিকরাই কেবল সাংবাদিকতা বাঁচাতে পারেন। আর এ জন্য দরকার ঐক্য। তার মতে, সাংবাদিকতার জন্য সত্যবাদিতা, ন্যায্যতা, সততা, স্বাধীনতা ও জবাবদিহিতা দরকার।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) সাংবাদিক ইউনিয়ন যশোরের চারযুগ পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব বলেন।
যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবদুল মজিদ, বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, বিএনপির কেন্দ্রীয় নেতা টিএস আইয়ুব, খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি আনিসুজ্জামান, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা আলাউদ্দিন , প্রেসক্লাব যশোর সভাপতি জাহিদ হাসান টুকুন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সাধারণ সম্পাদক এসএম ফরহাদ, সাবেক সাধারণ সম্পাদক আহসান কবীর, সাইফুল ইসলাম সজল, সাইফুর রহমান সাইফ, সাবেক সভাপতি এম আইউব, সরোয়ার হোসেন, হানিফ ডাকুয়া, জুয়েল মৃধা, টিআই তারেক, জুবায়ের আহমেদ, গোলাম মোস্তফা মুন্না, এম আর খান মিলনসহ বিশিষ্টজনেরা।
এ ছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি শহিদ জয়, সহ-সভাপতি বিএম আসাদ, যুগ্ম সম্পাদক গালিব হাসান পিল্টু, কোষাধাক্ষ্য এম আর মশিউর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কাজী রফিকুল ইসলাম সিনিয়র সদস্য রাজেক জাহাঙ্গীর শেখ আব্দুল্লাহ হুসাইন, মো. রফিকুল ইসলাম, আশরাফুল আজাদ, ফিরোজ গাজী প্রমুখ।
বক্তব্যে কাদের গনি চৌধুরী বলেন, ‘সাংবাদিকতা একটি মহৎ পেশা। এ পেশার মূল লক্ষ্য মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করা। মানুষের কথা বলা। মানুষের সমস্যা, সমাজের নানা অসঙ্গতি অনিয়ম অবিচার তুলে ধরা। রাজধানী ঢাকার মতো মফস্বলেও এ পেশায় আত্মনিয়োগ করে সাংবাদিকরা জনসেবা ও সমাজকল্যাণ কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।’
ভালো সাংবাদিকরা নীতির প্রশ্নে আপসহীন ও ন্যায়ের প্রশ্নে অবিচল থাকেন মন্তব্য করে তিনি বলেন, ‘ক্ষমতাধরদের রক্তচক্ষু উপেক্ষা করে সাহসিকতার সঙ্গে এগিয়ে যেতে হয়। অভাব অনটনের ভেতর শিরদাঁড়া সোজা করে দাঁড়াতে হয়। পরিশ্রম করতে হয় অনেক।’
এ সময় সৎসাংবাদিকতার সঙ্গে অর্থাভাবের করুণ সংশ্লিষ্টতা স্বীকার করেন কাদের।
বাংলাদেশের সাংবাদিকতায় জড়িত ‘ভূঁইফোড় সাংবাদিকদের’ অপতৎপরতা নিয়েও হতাশা প্রকাশ করেন তিনি।
অন্যায় উপায় অবলম্বনকারী সাংবাদিকদের প্রসঙ্গে কাদের বলেন, ‘এদের রুখে দাঁড়াতে হবে। না হয় সাংবাদিকদের উপর মানুষ আস্থা হারিয়ে ফেলবে।’
নাইমুর/