ঢাকা ২ শ্রাবণ ১৪৩২, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
English
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

সাংবাদিক ফারজানা-শাকিল ৪ ঘণ্টার জন্য মুক্তি পেলেন

প্রকাশ: ১১ জুন ২০২৫, ১০:৪৪ পিএম
আপডেট: ১১ জুন ২০২৫, ১০:৪৭ পিএম
সাংবাদিক ফারজানা-শাকিল ৪ ঘণ্টার জন্য মুক্তি পেলেন
সাংবাদিক ফারজানা-শাকিল দম্পতি

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপা। বুধবার (১১ জুন) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তারা কারাগার থেকে বের হন।

কারাগার সূত্র জানায়, ফারজানা রুপার মা মারা গেছেন। মায়ের মৃত্যুতে পরিবারের পক্ষ থেকে ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে প্যারোলে মুক্তির জন্য আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে ফারজানা রুপা ও তার স্বামীকে চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির সিদ্ধান্ত দেওয়া হয়।

শাকিল আহমেদ একাত্তর টেলিভিশনে বার্তাপ্রধান ও ফারজানা রুপা প্রধান প্রতিবেদক ছিলেন। 

২১ আগস্ট রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের আটক করে পুলিশ। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর উত্তরায় ফজলুল করিম নামের একজনের মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

 

শাহরাস্তির সাংবাদিক সৈয়দ আমরুজ্জামান সবুজ মারা গেছেন

প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ০৩:১৪ পিএম
আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৩১ পিএম
শাহরাস্তির সাংবাদিক সৈয়দ আমরুজ্জামান সবুজ মারা গেছেন
সাংবাদিক সৈয়দ আমরুজ্জামান সবুজ

চাঁদপুরের শাহরাস্তি প্রেস ক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক, দৈনিক ইনকিলাব ও দৈনিক চাঁদপুর প্রবাহের শাহরাস্তি প্রতিনিধি প্রবীণ সাংবাদিক সৈয়দ আমরুজ্জামান সবুজ (৬৫) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রবিবার (১৩ জুলাই) রাত ১টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সাংবাদিক সবুজ দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন।

সবুজের বাড়ি উপজেলার শ্রীপুর গ্রামে।

সোমবার জানাজা শেষে হযরত শাহরাস্তি (রহ.) মাজার সংলগ্ন গোরস্থানে দাফন করা হয়।

তার মৃত্যুতে শাহরাস্তি প্রেস ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

ফয়েজ/মৌসুমী/

প্রেস অ্যাক্রিডিটেশন কার্ডের জন্য আবেদন আহ্বান

প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ০৯:৫২ এএম
প্রেস অ্যাক্রিডিটেশন কার্ডের জন্য আবেদন আহ্বান
তথ্য অধিদপ্তর

‘প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা-২০২৫’-এর আওতায় প্রেস অ্যাক্রিডিটেশন কার্ডের জন্য আবেদন আহ্বান করেছে তথ্য অধিদপ্তর।

রবিবার (১৩ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা-২০২৫ (www.pressinform.gov.bd)-এর আওতায় ইলেকট্রনিক, প্রিন্ট এবং অনলাইন মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীদের কাছ থেকে ৩ বছরমেয়াদি নতুন প্রেস অ্যাক্রিডিটেশন কার্ডের জন্য আবেদন আহ্বান করেছে।

আরও বলা হয়, প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা-২০২৫-এর ১০.১ অনুযায়ী- গণমাধ্যমে কর্মরত সম্পাদক, নির্বাহী সম্পাদক, উপসম্পাদক, বার্তা সম্পাদক, বিভাগীয় সম্পাদক, প্রতিবেদক, আলোকচিত্র সাংবাদিক ও ভিডিও জার্নালিস্টদের মোট সংখ্যার ৩০ শতাংশ/অনধিক ১৫টি কার্ড ইস্যু করা হবে।

এ অবস্থায় নীতিমালায় উল্লিখিত প্রয়োজনীয় কাগজপত্রসহ গণমাধ্যমকর্মীদের তালিকা ও আবেদনপত্র তথ্য অধিপ্তরে পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেটের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ০৯:০৯ পিএম
আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৯:২৮ এএম
মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেটের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
ছবি: খবরের কাগজ

মাল্টিমিডিয়া রিপোর্টিংয়ের আধুনিক কৌশল, সাংবাদিকতার নৈতিকতা এবং ব্যবহারিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুলাই) মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেটের আয়োজনে অনুষ্ঠিত দিনব্যাপী কর্মশালা শতাধিক প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

সকাল ১১টায় কর্মশালার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার আহ্বায়ক ড. মো. এনামুল হক চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নিহত সিলেটের শহিদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ১ মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয় এবং সকল শহিদদের আত্মার শান্তি কামনা করা হয়।

কর্মশালায় টেলিভিশন এন্ড মাল্টিমিডিয়া বিষয়ে প্রশিক্ষণ দেন এখন টিভির ব্যুরো প্রধান গুলজার আহমেদ, লাইভ এবং সাংবাদিকতার নীতি-নৈতিকতা নিয়ে প্রশিক্ষণ দিয়েছন যমুনা টিভির সিলেট ব্যুরো প্রধান মাহবুবুর রহমান রিপন, স্ক্রিপ্ট রাইটিংয়ের ওপর প্রশিক্ষণ দিয়েছেন এনটিভি নিজস্ব প্রতিবেদক (সিলেট) সজল ছত্রী, ভিডিও জার্নালিজম নিয়ে প্রশিক্ষণ দিয়েছেন এখন টিভি সিলেট ব্যুরো ভিডিও জার্নালিস্ট অনিল কুমার পাল, ফটো সাংবাদিকতায় প্রশিক্ষণ দিয়েছেন ডেইলি স্টার পত্রিকার ফটো সাংবাদিক আশরাফুল আলম নাসির এবং প্রথম আলোর নিজস্ব ফটো সাংবাদিক আনিস মাহমুদ ও ডিজিটাল ফ্যাক্টচেকিং নিয়ে প্রশিক্ষণ দেন আন্তর্জাতিক সংবাদ সংস্থা ‌‘এএফপি’ বাংলাদেশের সাবেক ফ্যাক্ট-চেকবিষয়ক সম্পাদক, দ্যা ডিসেন্ট এর সম্পাদক কদরুদ্দিন শিশির।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার আহ্বায়ক ড. মো. এনামুল হক চৌধুরী বলেন, সৎভাবে সমাজের অপরাধ লিখনির মাধ্যমে তুলে ধরতে হবে। সাংবাদিকতায় যদি অসৎভাবে এবং বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপন করতে না পারেন তাহলে পুরো জাতিকে বিভ্রান্তির দিকে ঢেলে দিবেন।

মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেটের আহ্বায়ক মাসুদ আহমেদ রনির সভাপতিত্বে ও সদস্য সচিব এইচ এম শহীদুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট বিভাগীয় কমিটির সভাপতি নাজমুল কবির পাভেল, সাধারণ সম্পাদক আশকার আমীন লস্কর রাব্বি, অনলাইন নিউজ পোর্টাল সিলেট ভয়েসের প্রকাশক সেলিনা চৌধুরী, সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক শাকিলা ববি। অনুষ্ঠানের  শুরুতে স্বাগত বক্তব্য দেন মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেটের যুগ্ম সদস্য সচিব মামুন হোসেন।

কর্মশালার বিভিন্ন সময়ে এসে শুভেচ্ছা বিনিময় করেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস।

কর্মশালার সমাপনী অনুষ্ঠানে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জালালাবাদ পত্রিকার সম্পাদক মুকতাবিস উন নূর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ও সময় টিভির সিলেট ব্যুরো প্রধান ইকরামুল কবির ইকু, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি ও আধুনিক কাগজের সম্পাদক মঈন উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, প্রভাত বেলার সম্পাদক কবির আহমদ সুহেল, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি নাজমুল কবির পাভেল, সাধারণ সম্পাদক আশকার আমীন ইবনে লস্কর রাব্বি, সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের সভাপতি সুবর্ণা হামিদ।

উল্লেখ্য, মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেটের উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার তহবিল সিলেটের জৈষ্ঠ্য ফটো সাংবাদিক মামুন হাসানের চিকিৎসায় ব্যয় করা হবে।

মাহফুজ/

বিএনপির ইতিবাচক সংবাদ বর্জনের হুঁশিয়ারি বরিশালের সাংবাদিকদের

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ০৪:৩৮ পিএম
বিএনপির ইতিবাচক সংবাদ বর্জনের হুঁশিয়ারি বরিশালের সাংবাদিকদের
ছবি: খবরের কাগজ

হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে বিএনপির ইতিবাচক সব সংবাদ বর্জনের হুঁশিয়ারি দিয়েছেন বরিশালের সংবাদকর্মীরা। 

সিনিয়র সাংবাদিক আকতার ফারুক শাহিনের বিরুদ্ধে পদ স্থগিত হওয়া বিএনপি নেত্রী বিলকিস জাহান শিরিনের করা মামলা প্রত্যাহারের দাবিতে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচি থেকে বক্তারা এই হুঁশিয়ারি দেন। 

সোমবার (১৩ জুলাই) বেলা ১১টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে প্রেস ক্লাব-রিপোর্টার্স ইউনিটি এবং সাংবাদিক ইউনিয়নসহ বরিশালের সব সাংবাদিক সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে বক্তারা বলেন, সংবাদ প্রকাশ হলেই মামলা দেওয়া স্বাধীন সাংবাদিকতার জন্য মারাত্মক হুমকি ও ফ্যাসিবাদের নমুনা। মামলা করে গণমাধ্যমের কণ্ঠ রোধ করা যাবে না তার প্রমাণ জুলাই অভ্যুত্থান। কোনো সংবাদ নিয়ে অভিযোগ থাকলে প্রেস কাউন্সিলে যেতে পারেন যে কোনো ব্যক্তি। কিন্তু তা না করে সংবাদকর্মীর বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা দেওয়ার মানে স্বাধীন সাংবাদিকতাকে দমন করার অপচেষ্টা। 

সাংবাদিকরা বলেন, আমাদের কলম চেপে না ধরে দেশের অন্যায়-অবিচার তুলে ধরার সুযোগ দিতে হবে। দেশের সার্বিক উন্নয়নে স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করতে হবে। উল্টো যদি আমাদের কাজে কেউ বাধা দেয় তবে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। 

মানববন্ধন শেষে বরিশালের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। 

স্মারকলিপিতে সংবাদকর্মীদের নিরাপত্তা ও স্বাধীন সাংবাদিকতা নিশ্চিতে মামলা-সংস্কৃতি থেকে বেরিয়ে আসা এবং দায়ের করা মামলা প্রত্যাহারে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়।

বরিশাল প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তৃতা করেন, বরিশাল প্রেস ক্লাব ও বরিশাল আইনজীবী সমিতির সাবেক সভাপতি মানবেন্দ্র বটব্যাল, প্রেস ক্লাবের সাবেক সভাপতি কাজী মেহেরুন্নেছা বেগম ও কাজী আল মামুন, বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক নুরুল আলম, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সুশান্ত ঘোষ, ন্যাশনাল ডেইলিজ ব্যুরো চিফ অ্যাসোসিয়েশন বরিশালের সভাপতি পুলক চ্যাটার্জি, বরিশাল ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মুরাদ আহম্মেদ, বরিশাল টেলিভিশন মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি হুমায়ুন কবির, সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ আলাউদ্দিন ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হিরাসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

গত বছরের ১১ আগস্ট পদ স্থগিত নেত্রী বিলকিস জাহান শিরিনসহ তার পরিবারের বিরুদ্ধে কয়েক শ বছরের পুরোনো একটি পুকুর দখলচেষ্টার অভিযোগে দৈনিক যুগান্তরে সংবাদ প্রকাশ করেছিলেন আকতার ফারুক শাহিন। ওই সংবাদ প্রকাশের ১১ মাস পর চলতি মাসের প্রথম সপ্তাহে শাহিনের বিরুদ্ধে মামলাটি করেন বিএনপির এই নেত্রী। আকতার ফারুক শাহিন দৈনিক যুগান্তরের বরিশাল ব্যুরো প্রধান ও এনটিভির সিনিয়র করেসপন্ডেন্ট।

মঈনুল ইসলাম/অমিয়/

ফটো সাংবাদিক উজ্জ্বল দাসের বাবা আর নেই

প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ০৩:০০ পিএম
আপডেট: ১২ জুলাই ২০২৫, ০৩:০২ পিএম
ফটো সাংবাদিক উজ্জ্বল দাসের বাবা আর নেই
নান্টু রঞ্জন দাস

বাংলাভিশনের সিনিয়র ফটো সাংবাদিক উজ্জ্বল দাসের বাবা নান্টু রঞ্জন দাস (৭৩) আর নেই।

শুক্রবার (১১ জুলাই) রাত ১১টা ৪০ মিনিটে ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

নান্টু দাস দীর্ঘদিন ধরে লিভার ও কিডনি জটিলতাসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

নরসিংদীর পলাশ উপজেলার জিনার্দী গ্রামে নিজ বাড়িতে ধর্মীয় আনুষ্ঠানিকতার মাধ্যমে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।

মৃত্যুর সময় তিনি তিন ছেলে, এক মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পপি/