মাল্টিমিডিয়া রিপোর্টিংয়ের আধুনিক কৌশল, সাংবাদিকতার নৈতিকতা এবং ব্যবহারিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুলাই) মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেটের আয়োজনে অনুষ্ঠিত দিনব্যাপী কর্মশালা শতাধিক প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
সকাল ১১টায় কর্মশালার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার আহ্বায়ক ড. মো. এনামুল হক চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নিহত সিলেটের শহিদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ১ মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয় এবং সকল শহিদদের আত্মার শান্তি কামনা করা হয়।
কর্মশালায় টেলিভিশন এন্ড মাল্টিমিডিয়া বিষয়ে প্রশিক্ষণ দেন এখন টিভির ব্যুরো প্রধান গুলজার আহমেদ, লাইভ এবং সাংবাদিকতার নীতি-নৈতিকতা নিয়ে প্রশিক্ষণ দিয়েছন যমুনা টিভির সিলেট ব্যুরো প্রধান মাহবুবুর রহমান রিপন, স্ক্রিপ্ট রাইটিংয়ের ওপর প্রশিক্ষণ দিয়েছেন এনটিভি নিজস্ব প্রতিবেদক (সিলেট) সজল ছত্রী, ভিডিও জার্নালিজম নিয়ে প্রশিক্ষণ দিয়েছেন এখন টিভি সিলেট ব্যুরো ভিডিও জার্নালিস্ট অনিল কুমার পাল, ফটো সাংবাদিকতায় প্রশিক্ষণ দিয়েছেন ডেইলি স্টার পত্রিকার ফটো সাংবাদিক আশরাফুল আলম নাসির এবং প্রথম আলোর নিজস্ব ফটো সাংবাদিক আনিস মাহমুদ ও ডিজিটাল ফ্যাক্টচেকিং নিয়ে প্রশিক্ষণ দেন আন্তর্জাতিক সংবাদ সংস্থা ‘এএফপি’ বাংলাদেশের সাবেক ফ্যাক্ট-চেকবিষয়ক সম্পাদক, দ্যা ডিসেন্ট এর সম্পাদক কদরুদ্দিন শিশির।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার আহ্বায়ক ড. মো. এনামুল হক চৌধুরী বলেন, সৎভাবে সমাজের অপরাধ লিখনির মাধ্যমে তুলে ধরতে হবে। সাংবাদিকতায় যদি অসৎভাবে এবং বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপন করতে না পারেন তাহলে পুরো জাতিকে বিভ্রান্তির দিকে ঢেলে দিবেন।
মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেটের আহ্বায়ক মাসুদ আহমেদ রনির সভাপতিত্বে ও সদস্য সচিব এইচ এম শহীদুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট বিভাগীয় কমিটির সভাপতি নাজমুল কবির পাভেল, সাধারণ সম্পাদক আশকার আমীন লস্কর রাব্বি, অনলাইন নিউজ পোর্টাল সিলেট ভয়েসের প্রকাশক সেলিনা চৌধুরী, সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক শাকিলা ববি। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেটের যুগ্ম সদস্য সচিব মামুন হোসেন।
কর্মশালার বিভিন্ন সময়ে এসে শুভেচ্ছা বিনিময় করেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস।
কর্মশালার সমাপনী অনুষ্ঠানে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জালালাবাদ পত্রিকার সম্পাদক মুকতাবিস উন নূর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ও সময় টিভির সিলেট ব্যুরো প্রধান ইকরামুল কবির ইকু, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি ও আধুনিক কাগজের সম্পাদক মঈন উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, প্রভাত বেলার সম্পাদক কবির আহমদ সুহেল, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি নাজমুল কবির পাভেল, সাধারণ সম্পাদক আশকার আমীন ইবনে লস্কর রাব্বি, সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের সভাপতি সুবর্ণা হামিদ।
উল্লেখ্য, মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেটের উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার তহবিল সিলেটের জৈষ্ঠ্য ফটো সাংবাদিক মামুন হাসানের চিকিৎসায় ব্যয় করা হবে।
মাহফুজ/