
চট্টগ্রামে সাংবাদিক পরিচয়ে একটি গেস্টহাউজে তল্লাশি, চাঁদাবাজি ও ফেসবুক আইডিতে অভিযান হিসেবে উল্লেখ করে পোস্ট করার ঘটনায় এম হান্নান রহিম তালুকদার নামে কথিত এক সাংবাদিককে গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা পুলিশ।
সোমবার (১৬ জুন) রাত ১০টার দিকে নগরীর কোতোয়ালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ওই ব্যক্তি কথিত একটি অনলাইন টিভির বুম নিয়ে বহদ্দারহাট এলাকায় এক গেস্টহাউজে তল্লাশি চালায়। যা নিজের আইডিতে অভিযান উল্লেখ করে পোস্ট করে। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর সোমবার দিনভর চট্টগ্রামসহ সারাদেশে সমালোচনা তৈরি হয়।
গ্রেপ্তার হান্নান রহিম তালুকদার চট্টগ্রামের আনোয়ারার পরৈকোড়া ইউনিয়নের মাহাতা গ্রামের হাজী মফজল আহমদের ছেলে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতার বলেন, বহদ্দারহাট এলাকায় একটি গেস্টহাউজে সাংবাদিক পরিচয়ে তল্লাশি চালিয়ে রুমে রুমে অতিথিদের পরিচয় চান ওই যুবক। এমনকি যুগলদের কাছে বিয়ের কাবিননামা চান তিনি। চাঁদাবাজির অভিযোগে হান্নান রহিম তালুকদার নামের ওই কথিত সাংবাদিকের বিরুদ্ধে গেস্টহাউজের স্টাফ জাকির হোসেন বাদী হয়ে একটি মামলা করেন। এরপর রাত ১০টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে মঙ্গলবার সকালে আদালতে হাজির করা হবে।
গ্রেপ্তার হান্নান রহিমের বিরুদ্ধে আনোয়ারা থানায় দ্রুত বিচার আইনে এবং চান্দগাঁও থানায় ২০১৭ সালে একটি চুরির মামলা রয়েছে বলে জানান ওসি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ জুন রাত ১১টার দিকে হান্নান রহিম তালুকদারসহ কয়েকজন অপরাধী এক হয়ে সাংবাদিক পরিচয়ে বহদ্দারহাট বাড়ইপাড়া পপুলার গেস্ট হাউজে তল্লাশি চালান। হান্নান রহিম তালুকদার ওই তল্লাশির ১৫ মিনিট ৪৪ সেকেন্ডের একটি ভিডিও নিজের ফেসবুকে আপলোড দেন।
ভিডিওতে দেখা যায়, হান্নান রহিম নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে গেস্ট হাউসের কক্ষে কক্ষে গিয়ে অতিথিদের পরিচয় জানতে চান এবং জিজ্ঞাসাবাদ করেন। ভিডিওটি প্রকাশের পর তা দ্রুত ভাইরাল হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় ওঠে। ফেসবুক আইডিতে হান্নানকে নিজেকে চট্টগ্রাম সংবাদ-এর সম্পাদক ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য দাবি করেন।
তবে চট্টগ্রাম প্রেস ক্লাবে এই নামে কোনো সদস্য নেই এবং হান্নান রহিমের সঙ্গে প্রেস ক্লাবের কোনো সম্পর্ক নেই বলে জানানো হয়।
প্রেস ক্লাবের নেতারা জানান, প্রেস ক্লাবের নাম ব্যবহার করে কেউ যদি কোনো অপকর্ম করে তাকে আইনের কাছে সোপর্দ করুন।
অমিয়/