আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বঘোষিত তফসিল অনুযায়ী বৃহস্পতিবার (৩০ নভেম্বর) শেষ হয়েছে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের সময়। শেষ দিন পর্যন্ত সারা দেশে মনোনয়নপত্র দাখিল করেছেন মোট ২ হাজার ৭৪১ প্রার্থী। বিকেলে নির্বাচন ভবনে সম্মেলন করে ইসি সচিব মো. জাহাংগীর আলম জানান, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের সময় আর বাড়ানো হবে না।
গতকাল সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার মো. সাবিরুল ইসলাম সাংবাদিকদের জানান, মহানগরীর ২০টি আসনের মধ্যে তার কার্যালয়ে ২৬২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। শেষ দিনে জমা দেন ৯৬ জন প্রার্থী। ঢাকার ২০ আসনের মধ্যে সবচেয়ে বেশি ১৩টি মনোনয়নপত্র দাখিল করা হয় ঢাকা-৮ সংসদীয় আসনে।
এ ছাড়া ইসির অফিশিয়াল ওয়েবসাইটে থাকা অনলাইন মাধ্যমে শেষ দিন বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্রের জন্য রেজিস্ট্রেশন করেছেন ৩৫৯ জন প্রার্থী। তবে জমা দেন মাত্র ২১ জন।
এবার জাতীয় সংসদ নির্বাচনে ইসির নিবন্ধিত দলের সংখ্যা ৪৪। নির্বাচনে এবার অংশ নিচ্ছে আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ৩০টি দল। আর বিএনপি জোটসহ মোট ১৪টি নিবন্ধিত রাজনৈতিক দল এবার ভোটে অংশ নেয়নি। তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল শেষে যাচাই-বাছাই চলবে আজ (১ ডিসেম্বর) থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। আর ৬ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন প্রার্থীরা। রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর। ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত নির্বাচনী প্রচার চালাতে পারবেন প্রার্থীরা।
গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সে অনুযায়ী আগামী ৭ জানুয়ারি রবিবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সংবিধান অনুযায়ী সংসদের মেয়াদ পূর্তির আগের ৯০ দিনের মধ্যে পরবর্তী সংসদ নির্বাচন করতে হয়। চলতি সংসদের মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের ২৯ জানুয়ারি। এর আগের ৯০ দিনের মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচন করার বাধ্যবাধকতা আছে।