জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে বাদ পড়া প্রার্থীদের আপিল আবেদনের শুনানি চলছে। গেল দু’দিনে ১৯৪ জনের আপিল শুনানির পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১০৭ জন।
সোমবার (১১ ডিসেম্বর) দ্বিতীয় দিনের শুনানিতে প্রার্থিতা ফিরে পান ৫১ প্রার্থী। ১০০ প্রার্থীর আপিল শুনানি শেষে ৪১ জনের প্রার্থিতার আবেদন নামঞ্জুর এবং স্থগিত করা হয় ৮টি আবেদন।
এর আগে আপিলের প্রথম দিন রবিবার (১০ ডিসেম্বর) ৯৪ জনের আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পান ৫৬ জন। নাকচ হয় ৩২ জনের প্রার্থিতা আর ৬টি আবেদন সিদ্ধান্তের অপেক্ষায় রাখা হয়। এ নিয়ে গত দু’দিনে ১৯৪ জনের আপিল শুনানির পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১০৭ জন। আর বিশেষ কারণে অনুপস্থিত এবং স্থগিত রাখা প্রার্থীদের আপিলের আদেশ দেওয়া হবে শুনানির শেষ দিন ১৫ ডিসেম্বর।
প্রার্থিতা ফিরে পেয়েছেন রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী অভিনেত্রী মাহিয়া মাহি (শারমিন আক্তার নিপা), কুষ্টিয়া-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুর রউফ, মুন্সিগঞ্জ-২ আসনের সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী নূরে আলম সিদ্দিক ও ঢাকা-১৪ আসনের তৃণমূল বিএনপির মো. নাজমুল ইসলাম।
অন্যদিকে মৌলভীবাজার-৩ (রাজনগর-মৌলভীবাজার সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ আব্দুর রহিম শহীদের মনোনয়নপত্র বাতিল হয়েছে। আব্দুর রহিমের মনোনয়ন বাতিলের কারণ- তার দাখিল করা মনোনয়ন হলফনামায় সমর্থক ভোটার তালিকায় মৃত ব্যক্তির স্বাক্ষর, হোল্ডিং ট্যাক্স বকেয়া ও দ্বৈত নাগরিকত্ব। এ ছাড়াও আপিলে বাদ পড়া প্রার্থীদের অনেকে ইসির রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দেন।
রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করেন ৫৬১ জন। নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রতিদিন ১০০টি করে আপিলের শুনানি চলছে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
আগামীকাল মঙ্গলবার (১২ ডিসেম্বর) শুনানি হবে ২০১-৩০০ নম্বর আপিলের। ১৩ ডিসেম্বর ৩০১-৪০০ নম্বর আপিল, ১৪ ডিসেম্বর ৪০১-৫০০ নম্বর আপিল এবং ১৫ ডিসেম্বর ৫০১ থেকে অবশিষ্ট আপিল আবেদনগুলোর শুনানি অনুষ্ঠিত হবে। এবার সংসদীয় ৩০০ আসনের বিপরীতে মনোনয়নপত্র দাখিল হয়েছিল ২ হাজার ৭১৬টি। এর মধ্যে বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা বাতিল করেন ৭৩১টি। আর বৈধ হয় ১ হাজার ৯৮৫টি মনোনয়নপত্র।
ইসিতে জমা পড়া সংক্ষুব্ধ প্রার্থীদের আপিল নিষ্পত্তি শেষে ১৫ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। এরপর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। প্রার্থীদের নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।
এলিস/সালমান/