আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল শুনানির আজ (১৫ ডিসেম্বর) ষষ্ঠ ও শেষ দিন। আপিলের শুনানি শুরু হয়েছে সকাল ১০টায়। চলবে বিকেল ৪টা পর্যন্ত। এ সময় পর্যন্ত শুনানি শেষে চূড়ান্ত হবে এবারের সংসদ নির্বাচনে বাদ পড়াদের মধ্যে কে ভোটে থাকছেন, আর কে থাকতে পারছেন না।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এ পর্যন্ত আপিলকারী ও শুনানিতে অংশগ্রহণকারীদের বেশির ভাগই স্বতন্ত্র প্রার্থী। আর তাদের বেশির ভাগেরই বাদ পড়ার কারণ ছিল- এক শতাংশ ভোটার সমর্থক দেখাতে না পারা।
নির্বাচন কমিশনের আদালতে এ পর্যন্ত ৪৯২ জনের শুনানি সম্পন্ন হয়েছে। গেল পাঁচ দিনের শুনানিতে প্রার্থিতা পেয়েছেন ২৫৭ জন। খারিজ করা হয়েছে ২১০টি আপিল, আর রায় স্থগিত রয়েছে ২১ জনের আপিল আবেদন।
গতকাল বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ৫ম দিনের শুনানিতে ১০১ জনের মধ্যে ৪৪ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। আপিল প্রার্থিতা বাতিল হয় ৫২ জনের। আর সিদ্ধান্ত স্থগিত রয়েছে একজনের।
নির্বাচন কমিশনের অস্থায়ী আদালতের কার্যক্রম শুরু হয় গত ১০ ডিসেম্বর। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে চার কমিশনার, সচিবসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত এজলাসে চলছে আপিল শুনানি কার্যক্রম।
এর আগে, প্রথম দিন ৯৪টি আপিল আবেদনের শুনানিতে ৫৬ জন প্রার্থিতা পান। আবেদন নামঞ্জুর হয় ৩২ জনের এবং স্থগিত রাখা হয় ৬টি আপিলের রায়। আর চার আপিলের বাদী অনুপস্থিত ছিলেন।
দ্বিতীয় দিন ৫১ জন প্রার্থিতা ফিরে পেলেও নামঞ্জুর হয় ৪১ জন এবং সিদ্ধান্ত স্থগিত হয় ৮ জনের। তৃতীয় দিন ৬১ জন প্রার্থিতা ফিরে পান। নামঞ্জুর হয় ৩৫ জনের এবং সিদ্ধান্ত স্থগিত হয় ৩ জনের। আর চতুর্থ দিন ৯৯ জনের মধ্যে ৪৬ জনের মনোনয়ন বৈধ হয়। প্রার্থিতা বাতিল হয় ৫০ জনের। আর সিদ্ধান্ত স্থগিত রয়েছে ৩ জনের।
একই সঙ্গে গেল ৫দিনে বিশেষ কারণে অনুপস্থিত এবং রায় স্থগিত রাখা প্রার্থীদের আপিলের আদেশ দেওয়া হবে আজ শুনানির শেষ দিনে।
গেল পাঁচদিনে প্রার্থিতার জন্য ও প্রার্থিতা বাতিলের জন্য করা যেসব আপিলের রায় স্থগিত ছিল তার মধ্যে রয়েছেন- বরিশাল-৪ (মেহেন্দীগঞ্জ-হিজলা) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও দলটির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক শাম্মী আহম্মেদ। দ্বৈত নাগরিকত্ব (অস্ট্রেলিয়া) থাকায় তার মনোনয়নপত্র বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তা।
তার অপর আবেদনটি হলো আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী পংকজ নাথের মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে। পংকজ নাথ হলফনামায় তথ্য গোপন করেছেন বলে অভিযোগ তুলেছেন শাম্মী আহম্মেদ। পংকজ নাথ বরিশাল-৪ আসনের বর্তমান সংসদ সদস্য।
এ ছাড়া দ্বৈত নাগরিকত্বের অভিযোগ ফরিদপুর-৩ (সদর) আসনে আওয়ামী লীগের প্রার্থী শামীম হকের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের আপিলের রায় আজ ঘোষণা করা হবে। শামীম হক নেদারল্যান্ডসের নাগরিক- এমন অভিযোগে তার প্রার্থিতা বাতিলে আপিল করেন স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ। আপিলের শুনানির সিদ্ধান্ত এর আগে স্থগিত ছিল।
এর আগে গত ৯ ডিসেম্বর পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করেন ৫৬১ জন। পরদিন থেকে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রতিদিন ১০০টি করে আপিলের শুনানি চলছে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। আজ শেষ দিনে ৫০১ থেকে স্থগিত থাকা সব আপিল আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে।
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, এবারের সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে ২০২৪ সালের ৭ জানুয়ারি। সেই ভোটে অংশ নিতে সংসদীয় ৩০০ আসনের বিপরীতে মনোনয়নপত্র দাখিল হয়েছিল ২ হাজার ৭১৬টি। এর মধ্যে বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা বাতিল করেন ৭৩১টি। আর বৈধ হয় ১ হাজার ৯৮৫টি মনোনয়নপত্র।
আজ সংক্ষুব্ধ প্রার্থীদের আপিল আবেদনগুলোর নিষ্পত্তি শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করবে নির্বাচন কমিশন।
ইসির ঘোষিত তফিসল অনুযায়ী, এরপর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। প্রার্থীদের নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ২০২৪ সালের ৭ জানুয়ারি।
এলিস/সালমান/