একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনাই সাধারণ মানুষের পাশে থেকে তাদের সুখ-দুঃখের অংশীদার হয়ে জনকল্যাণে কাজ করে চলেছেন বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
বুধবার (২৪ জানুয়ারি) ডিএসসিসির ১৬ ও ১৭ নম্বর ওয়ার্ডের শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে মেয়র এ মন্তব্য করেন।
মেয়র বলেন, ‘যখন সারা বিশ্বে দ্রব্যমূলের ঊর্ধ্বগতি তখন শেখ হাসিনা সাধারণ মানুষের কথা চিন্তা করেছেন। সাধারণ মানুষ যাতে ন্যায্যমূল্যে খাদ্যসামগ্রী পান, তাদের যাতে কোনো ভোগান্তি না হয়, সে জন্য তিনি ১ কোটি টিসিবি কার্ড প্রদান করেছেন। এই টিসিবি কার্ডের মাধ্যমে শুধু নিম্ন আয়ের মানুষই নন, মধ্যম আয়ের জনগোষ্ঠীও ন্যায্যমূল্যে খাদ্যসামগ্রী পাচ্ছেন। এর মধ্যে ডিএসসিসির মাধ্যমে আমরা ঢাকায় প্রায় সাত লাখ টিসিবি কার্ড প্রদান করেছি।’
এ সময় ১৬ নম্বর ওয়ার্ডে ২ হাজার এবং ১৭ নম্বর ওয়ার্ডে ১ হাজার ৬০০ শীতার্তের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
এর আগে ডিএসসিসি মেয়র হাতিরপুলের বাইতুল মোমিন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার নুরানি শাখার তিনতলার নতুন ভবনের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামাল, করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ নজরুল ইসলাম বাবুল, ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মাহবুবুর রহমান, সংরক্ষিত আসনের কাউন্সিলর নারগিস মাহতাব প্রমুখ উপস্থিত ছিলেন।