ঢাকা ২৭ আষাঢ় ১৪৩২, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
English
শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

প্রবাসীদের সুযোগ সুবিধা নিয়ে কাজ করছে সরকার : প্রতিমন্ত্রী

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৪, ০৭:৪৯ পিএম
আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:০৮ এএম
প্রবাসীদের সুযোগ সুবিধা নিয়ে কাজ করছে সরকার : প্রতিমন্ত্রী
ছবি : খবরের কাগজ

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, প্রবাসীরা যাতে সব ধরনের সুযোগ-সুবিধা পান, সরকার সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রবাসীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তাদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে হবে। 

শনিবার (২৭ জানুয়ারি) দুপুরের দিকে সিলেট জেলা প্রেসক্লাবের দেওয়া সংবর্ধনায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী। সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠান হয়। 

সাংবাদিকদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকরা তাদের লেখনীর মাধ্যমে দেশের আর্থসামাজিক ও অবকাঠামোগত অগ্রযাত্রা বিশ্বের দরবারে তুলে ধরে দেশের উন্নয়নে অবদান রাখছেন। এ জন্য সংবাদপত্র একটি দেশের চতুর্থ ভিত্তি হিসেবে পরিচিত। তাই বাংলাদেশের উন্নয়নধারা অব্যাহত রাখতে তথ্যবহুল ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করা অপরিহার্য।

সিলেটের মানুষের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিক উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে ঢাকা-সিলেট চার লেন, সিলেট-তামাবিল ছয় লেনসহ অসংখ্য উন্নয়ন কাজ চলমান রয়েছে। এ কাজগুলো সমাপ্ত হলে সিলেটের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে। এতে সারা দেশের সঙ্গে সিলেটের ব্যবসা-বাণিজ্য আরও বৃদ্ধি পাবে।

প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী। 

এ সময় বক্তব্য দেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি আল আজাদ, দৈনিক উত্তরপূর্বের নির্বাহী সম্পাদক তাপস দাস পুরকায়স্থ, দৈনিক যুগান্তরের ব্যুরো চিফ সংগ্রাম সিংহ ও দৈনিক যুগভেরীর ভারপ্রাপ্ত সম্পাদক অপূর্ব শর্মা।

বোমা আতঙ্কে শাহজালাল বিমানবন্দরে বিজি ৩৭৩ ফ্লাইট স্থগিত

প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ০৮:৩৪ পিএম
আপডেট: ১১ জুলাই ২০২৫, ০৮:৫০ পিএম
বোমা আতঙ্কে শাহজালাল বিমানবন্দরে বিজি ৩৭৩ ফ্লাইট স্থগিত
ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-কাঠমান্ডু রুটের ফ্লাইট বিজি ৩৭৩ নিরাপত্তাজনিত আশঙ্কায় সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

শুক্রবার (১১ জুলাই) বিকেল ৪টা ৪৫ মিনিটে উড়োজাহাজটি ছাড়ার কথা থাকলেও, উড্ডয়নের কিছুক্ষণ আগে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন করে বিমানে বোমা থাকার আশঙ্কার কথা জানানো হয়।

ঘটনার সময় ফ্লাইটটি রানওয়ের দিকে ট্যাক্সি করছিল এবং উড়োজাহাজটি চালানোর দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন আবদুর রহমান। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ সতর্কতায় নিয়ে আসা হয় এবং আইনশৃঙ্খলা বাহিনী তল্লাশি অভিযান শুরু করে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) এ.বি.এম. রওশন কবীর জানান, ‘একটি অজানা নম্বর থেকে ফোন করে ফ্লাইটে বোমা থাকার তথ্য দেওয়া হয়। তখন উড়োজাহাজটি উড্ডয়নের প্রস্তুতিতে ছিল। যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত সবাইকে বিমানের ভেতর থেকে নিরাপদে নামিয়ে আনা হয়।’

তিনি আরও জানান, বিষয়টি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) গুরুত্বসহকারে নিয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় তল্লাশি অভিযান চালাচ্ছে।

তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো বোমা বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও ফ্লাইটটি কখন পুনরায় ছাড়বে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত জানানো হয়নি।

তিথি/সুমন/

ডেঙ্গুতে এক দিনে হাসপাতালে ভর্তি ১৩৮

প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ০৫:৩৮ পিএম
ডেঙ্গুতে এক দিনে হাসপাতালে ভর্তি ১৩৮
ছবি: সংগৃহীত

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৩৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। 

শুক্রবার (১১ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ৬০, চট্টগ্রামে ২৮, ঢাকা বিভাগে ১৯, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৪, খুলনায় ৩ ও রাজশাহীতে ৩ জন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৫৩ জন। এ নিয়ে চলতি বছরের এই পর্যন্ত ১২ হাজার ৭৪৪ জন ছাড়পত্র পেয়েছেন।

এদিকে চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪ হাজার ৬৯ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৫৪ জনের। এর মধ্যে জানুয়ারিতে ১০, ফেব্রুয়ারিতে ৩, এপ্রিলে ৭, মে মাসে ৩, জুনে ১৯ জন এবং জুলাইয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। 

এর আগে, ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন। এর মধ্যে মারা গেছেন ৫৭৫ জন। বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

সাওন/সালমান/

এনবিআরের প্রথম সচিব তানজিনা রইস বরখাস্ত

প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ১১:৪৪ এএম
আপডেট: ১১ জুলাই ২০২৫, ১২:১২ পিএম
এনবিআরের প্রথম সচিব তানজিনা রইস বরখাস্ত
সচিব তানজিনা রইস।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রথম সচিব তানজিনা রইসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

বৃহস্পতিবার (১০ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) শুল্ক-২ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেছেন আইআরডি সচিব ও এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এনবিআর সচিব তানজিনা রইসের বিরুদ্ধে ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর অভিযোগে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) এবং ৩(গ) অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮-এর বিধি ১২ অনুযায়ী কর্তৃপক্ষ তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা প্রয়োজন ও সমীচীন মনে করে। বিধি ১২(১) অনুযায়ী তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সিলেট শিক্ষা বোর্ডে গণিত ও ইংরেজি বিষয়ে বেশি ফেল

প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ১০:০০ এএম
আপডেট: ১১ জুলাই ২০২৫, ১২:৫৯ পিএম
সিলেট শিক্ষা বোর্ডে গণিত ও ইংরেজি বিষয়ে বেশি ফেল
ফাইল ছবি।

সিলেট শিক্ষা বোর্ডে চলতি বছরের এসএসসি পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা দুটিই কমেছে। গণিত ও ইংরেজি বিষয়ে বেশি শিক্ষার্থী ফেল করেছে এবং মানবিক বিভাগে সবচেয়ে খারাপ ফল হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা বোর্ডসংশ্লিষ্টরা।

এবার সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৬৮ দশমিক ৫৭ শতাংশ, যা গত বছরের তুলনায় ৪ দশমিক ৭৮ শতাংশ কম। জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৬১৪ জন, যা আগের বছরের তুলনায় ১ হাজার ৮৫৭ জন কম। বৃহস্পতিবার (১০ জুলাই) বেলা ২টায় সিলেট শিক্ষা বোর্ড মিলনায়তনে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করা হয়। গত বছর সিলেট বোর্ডে পাসের হার ছিল ৭৩ দশমিক ৩৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ৫ হাজার ৪৭১ জন শিক্ষার্থী।

শিক্ষা বোর্ড সূত্র জানায়, এবার মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৩ হাজার ১৩১ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ২ হাজার ২১৯ জন। পাস করেছে ৭০ হাজার ৯১ জন। সিলেটে এ বছর জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৬১৪ পরীক্ষার্থী। এর মধ্যে ছেলে শিক্ষার্থী ১ হাজার ৭৯১ জন আর মেয়ে ১ হাজার ৮২৩ জন। এই বোর্ডে এবার বিজ্ঞান বিভাগে পাসের হার ৭৭ দশমিক ৪৭ শতাংশ। মানবিক বিভাগে ৬৪ দশমিক ৭১ শতাংশ ও ব্যবসায় শিক্ষা বিভাগে এ হার ৭৬ দশমিক ৯৫ শতাংশ।

এবার সিলেটের সাতটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে। কোনো প্রতিষ্ঠানে শতভাগ ফেল নেই। গত বছর শতভাগ পাস প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৩১টি। এর আগের বছর ২০২৩ সালে ছিল ২৩টি।

সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘এবার সিলেট শিক্ষা বোর্ডে শতভাগ পাসের সাফল্য দেখিয়েছে সাতটি শিক্ষাপ্রতিষ্ঠান। তিন বিভাগের মধ্যে সবচেয়ে ভালো ফল হয়েছে বিজ্ঞান বিভাগে। মানবিক বিভাগে সবচেয়ে খারাপ ফল হয়েছে। গণিত ও ইংরেজি বিষয়ে অনেক শিক্ষার্থী উত্তীর্ণ হতে না পারায় পাসের হার কমেছে। বিশেষ করে মানবিক বিভাগে ফেল করা শিক্ষার্থীর হার বেশি।’ 

তিনি বলেন, ‘দুর্গম হাওরাঞ্চল ও গ্রামের অনেক প্রতিষ্ঠানে মানসম্পন্ন গণিত ও ইংরেজি শিক্ষকের অভাব রয়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের বিদেশমুখী প্রবণতা, অমনোযোগিতা এবং শিক্ষকদের সঠিক দিকনির্দেশনার অভাবও খারাপ ফলাফলের অন্যতম কারণ। সব দিক বিবেচনায় সার্বিক ফলাফলে আমরা মোটামুটি সন্তুষ্ট। যেসব বিষয়ে দুর্বলতা রয়েছে, সেগুলো চিহ্নিত করে ভবিষ্যতে উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে।’

মাদরাসা বোর্ডে দেশ সেরা এন এস কামিল মাদরাসা

প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ০৯:৩৬ এএম
আপডেট: ১১ জুলাই ২০২৫, ০১:০২ পিএম
মাদরাসা বোর্ডে দেশ সেরা এন এস কামিল মাদরাসা
মাদ্রাসা বোর্ডে দেশ সেরা এন এস কামিল মাদ্রাসা।

দাখিল পরীক্ষায় বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডে ঝালকাঠির এন এস কামিল মাদরাসা দেশ সেরা হয়েছে। এ মাদ্রাসা থেকে ৪২৭ জন পরীক্ষায় অংশ নিয়ে ২২৭ জন জিপিএ-৫ পেয়েছে। এ ছাড়াও শতভাগ পাসের গৌরব অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা গাজী শহিদুল ইসলাম জানান, ইসলামী চিন্তাবিদ হজরত আযীযুর রহমান কায়েদের প্রতিষ্ঠিত মাদরাসা থেকে এ বছর দাখিল পরীক্ষায় ৪২৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই পাস করে। জিপিএ-৫ প্রাপ্তিতে মাদ্রাসাটি শতকরা ৫৪ ভাগে এবং পাসের হার ৯৯ দশমিক ৭৭ ভাগ। দারুন্নাজাত আলিয়া মাদরাসা থেকে পাসের হার ৯৬ ভাগ এবং তামিরুল মিল্লাত কামিল মাদরাসা থেকে ৯৭ ভাগ উত্তীর্ণ হয়েছে। গড় হিসেবে ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসার দাখিল পরীক্ষার ফলাফলে শীর্ষ অবস্থানে থেকে দেশ সেরা গৌরব অর্জন করেছে।

এদিকে এসএসসি পরীক্ষায় ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২২২ থেকে অংশ নিয়ে ২১২ জন কৃতকার্য হয়েছে। এদের মধ্যে ৫৪ জন জিপিএ-৫ এবং সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২১৫ জন পরীক্ষায় অংশ নিয়ে ২১২ জন উত্তীর্ণ হয়েছে। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫৮ জন। এ ছাড়াও শহরের ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসা দাখিল পরীক্ষার্থী ৩৮ জনে উত্তীর্ণ হয়েছে ৩২ জন এবং জিপিও-৫ পেয়েছে ২ জন। কুতুবনগর আলিম মাদরাসা থেকে ৩৮ জন অংশ নিয়ে ৩৪ জন উত্তীর্ণ হয়েছে, জিপিএ-৫ পেয়েছে ২ জন। উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয় থেকে ১২৪ জন অংশ নিয়ে ৮১ জন উত্তীর্ণ হয়েছে। কেউ জিপিএ-৫ অর্জন করতে পারেনি।