টঙ্গীর তুরাগতীরে ৫৭তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে আখেরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা সাদের ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।
রবিবার (১১ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের দোয়া অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ১০টার দিকে।
শনিবার (১০ ফেব্রুয়ারি) ফজরের নামাজের পর বয়ান করেন ভারতের মাওলানা সাঈদ বিন সাদ, তার বয়ান বাংলায় তরজমা করেন মুফতি ওসামা ইসলাম। সকাল ১০টায় এক ঘণ্টা তালিমে হাল্কা মোয়াল্লেমদের সঙ্গে কথা হয়। এরপর টানা বয়ান করেন ভারতের মাওলানা আব্দুল আজিম।
জোহরের পর বয়ান করবেন মাওলানা শরিফ (ভারত), বাংলায় তরজমা করবেন মাওলানা মাহমুদুল্লাহ। আসরের পর বয়ান করবেন মাওলানা ওসমান (পাকিস্তান), বাংলায় তরজমা করবেন মাওলানা আজিম উদ্দিন। বয়ানের পর যৌতুকবিহীন বিবাহ অনুষ্ঠিত হবে। মাগরিবের পর বয়ান করবেন মুফতি ইয়াকুব (ভারত); তা বাংলায় তরজমা করবেন মাওলানা মনির বিন ইউসুফ।
রবিবার ফজরের পরে বয়ান করবেন মুফতি মাকসুদ (ভারত); বাংলায় তরজমা করবেন মাওলানা আব্দুল্লাহ। বয়ানের পরেই হেদায়াতের কথা ও দোয়া পরিচালনা করবেন মাওলানা ইউসুফ বিন সাদ (ভারত), বাংলায় তরজমা করবেন মাওলানা মনির বিন ইউসুফ।
ইজতেমার মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বলেন, ‘আগামীকাল রবিবার সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। আখেরি মোনাজাতটি পরিচালনা করবেন ভারতের মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।’
পলাশ প্রধান/ইসরাত চৈতি/